ETV Bharat / state

Jagdeep Dhankhar Summons CS: মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে জরুরি তলব রাজ্যপালের

রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে জরুরি তলব রাজ্যপাল জগদীপ ধনকরের (governor jagdeep dhankhar summons chief secretary and home secretary) ৷

Jagdeep Dhankhar
মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে জরুরি তলব রাজ্যপালের
author img

By

Published : Dec 11, 2021, 3:23 PM IST

Updated : Dec 11, 2021, 4:02 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (governor jagdeep dhankhar summons chief secretary and home secretary) ৷ শনিবার বিকেল 5টার মধ্যে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে রাজভবনে তলব করা হয়েছে ৷ এদিন এক টুইট বার্তায় নিজেই এই কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

এর আগে একাধিক বার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ বিভিন্ন সময়ে টুইটে বা সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকার, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল ৷ রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে বলে শুক্রবারই তৃণমূল সরকার ও রাজ্যের মানবাধিকার কমিশনকে একহাত নেন জগদীপ ধনকর ৷ শনিবার সকালেও হাওড়া পৌরবিল নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যপাল ৷ বলেছেন, "আমি হাওড়া পৌরবিল নিয়ে গত 24 নভেম্বর রাজ্যের কাছে কিছু তথ্য জানতে চেয়েছিলাম, কিন্তু এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ অথচ আমায় দোষারোপ করা হচ্ছে ৷ বলা হচ্ছে, আমি বিল আটকে রেখেছি ৷ আমি সংবিধান মেনেই কাজ করছি ৷" বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনাও এদিন শোনা গিয়েছে ধনকরের মুখে ৷ তাঁকে নিজের পদের গরিমা বজায় রাখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : প্রয়োজনে হাওড়া কর্পোরেশন বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারি, হুঁশিয়ারি রাজ্যপালের

  • Chief Secretary @MamataOfficial Shri Hari Krishna Dwivedi, IAS and Additional Chief Secretary @HomeBengal Shri Bhagwati Prasad Gopalika, IAS would call on WB Governor Shri Jagdeep Dhankhar today at 5 PM at Raj Bhawan, Kolkata.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জগদীপ ধনকর এদিন জানিয়েছেন, বিএসএফ ও কেন্দ্রীয় সংস্থা নিয়ে দুটি প্রস্তাব পাশ হয়েছে রাজ্য বিধানসভায়, সেবিষয়েও তথ্য তলব করে এখনও রাজ্যের কোনও উত্তর তিনি পাননি ৷ ঠিক কী কারণে এদিন রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিককে রাজ্যপাল রাজভবনে ডেকে পাঠিয়েছেন তা জানা না গেলেও মনে করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলতে পারেন ৷

কলকাতা, 11 ডিসেম্বর : রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (governor jagdeep dhankhar summons chief secretary and home secretary) ৷ শনিবার বিকেল 5টার মধ্যে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে রাজভবনে তলব করা হয়েছে ৷ এদিন এক টুইট বার্তায় নিজেই এই কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

এর আগে একাধিক বার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ বিভিন্ন সময়ে টুইটে বা সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকার, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল ৷ রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে বলে শুক্রবারই তৃণমূল সরকার ও রাজ্যের মানবাধিকার কমিশনকে একহাত নেন জগদীপ ধনকর ৷ শনিবার সকালেও হাওড়া পৌরবিল নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যপাল ৷ বলেছেন, "আমি হাওড়া পৌরবিল নিয়ে গত 24 নভেম্বর রাজ্যের কাছে কিছু তথ্য জানতে চেয়েছিলাম, কিন্তু এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ অথচ আমায় দোষারোপ করা হচ্ছে ৷ বলা হচ্ছে, আমি বিল আটকে রেখেছি ৷ আমি সংবিধান মেনেই কাজ করছি ৷" বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনাও এদিন শোনা গিয়েছে ধনকরের মুখে ৷ তাঁকে নিজের পদের গরিমা বজায় রাখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : প্রয়োজনে হাওড়া কর্পোরেশন বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারি, হুঁশিয়ারি রাজ্যপালের

  • Chief Secretary @MamataOfficial Shri Hari Krishna Dwivedi, IAS and Additional Chief Secretary @HomeBengal Shri Bhagwati Prasad Gopalika, IAS would call on WB Governor Shri Jagdeep Dhankhar today at 5 PM at Raj Bhawan, Kolkata.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জগদীপ ধনকর এদিন জানিয়েছেন, বিএসএফ ও কেন্দ্রীয় সংস্থা নিয়ে দুটি প্রস্তাব পাশ হয়েছে রাজ্য বিধানসভায়, সেবিষয়েও তথ্য তলব করে এখনও রাজ্যের কোনও উত্তর তিনি পাননি ৷ ঠিক কী কারণে এদিন রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিককে রাজ্যপাল রাজভবনে ডেকে পাঠিয়েছেন তা জানা না গেলেও মনে করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলতে পারেন ৷

Last Updated : Dec 11, 2021, 4:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.