ETV Bharat / state

WB Bus Fare: 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তাই বাস ভাড়া বাড়ছে না', মন্তব্য পরিবহণ মন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী ৷ তিনি চান না আমজনতার ঘাড়ে বাড়তি বোঝা চাপুক ৷ তাই ক্ষতি হলেও সরকার নির্ধারিত ভাড়াতেই বাস চালানো হবে ৷ পাশাপাশি জাতীয় ও রাজ্য সড়কে অটো, টোটো, ম্যাজিক গাড়ির যাত্রাপথ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে প্রশাসন ৷

ETV Bharat
বাসের ভাড়া বৃ্দ্ধিতে সায় নেই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 11:08 AM IST

কলকাতা, 29 অগস্ট: বাড়বে না বাসের ভাড়া, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী ৷ বিধানসভার নিযুক্ত এস্টিমেটেড কমিটি সম্প্রতি বাস ভাড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিল ৷ সোমবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্পষ্ট বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক ৷ তাই বাস ভাড়া বাড়ছে না ৷"

সোমবার মন্ত্রী বলেন, "সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বাসের ভাড়া বাড়াতে চান না ৷ সরকার নির্ধারিত ভাড়ায় পরিবহণ দফতর বাস চালাচ্ছে ৷ তাতে আমাদের ক্ষতি হচ্ছে ৷ কিন্তু আমরা কখনওই নাগরিকের উপর বোঝা চাপিয়ে দিতে পারি না ৷ এই পরিস্থিতিতে লোকসান হলেও ভরতুকি দিয়েও বাস চালাতে হচ্ছে ৷"

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, সরকারি বাসে লাভ হচ্ছে না ৷ এক্ষেত্রে একমাত্র বাধা বাসের ভাড়া বৃদ্ধি না-করা নয় ৷ বহু জায়গায় দীর্ঘ রাস্তার বাসরুটে অটো, টোটো ও ম্যাজিক গাড়ির দৌরাত্ম্য বেড়েছে ৷ এর ফলে বাসে যাত্রীর সংখ্যা কমে গিয়েছে ৷ এই অবস্থায় মন্ত্রী চান অটো, টোটো, ই-রিকশা ও ম্যাজিক গাড়ির যাত্রাপথ নিয়ন্ত্রিত হোক ৷

এদিন স্নেহাশিস চক্রবর্তী বলেন, "টোটো, ই-রিকশা আটকানোর ক্ষেত্রে সরাসরি সরকারের হাতে কোনও আইন নেই ৷ হাইকোর্টের রায়ই ভরসা ৷ কারণ হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য এবং জাতীয় সড়কে টোটো এবং ই-রিকশা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে ৷" তিনি জানান, এই রায়ের উপর ভিত্তি করেই পুলিশি ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷

মন্ত্রীর কথায়, "অলিগলি তো বটেই এমনকী রাজ্য ও জাতীয় সড়কেও টোটো, অটো দেখা যায় ৷ তাই বাসে যাত্রীর সংখ্যা কমছে ৷ এই অভিযোগও তুলেছেন বাস মালিকরা ৷ যাত্রীরাও দীর্ঘ রাস্তার বাসরুটে বাসে করেই যেতে চাইছেন ৷ অনেক রুটের বাসও বন্ধ হয়েছে ৷ তাই টোটো, অটো, ম্যাজিক গাড়ির মতো ছোট গাড়িগুলির গতিপথ নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্য পরিবহণ দফতর ৷"

আরও পড়ুন: ভাড়া বৃদ্ধি প্রস্তাব বাস্তবায়িত হবে কি ? প্রশ্ন বাস মালিকদের

তিনি জানান, সব পৌরসভা, পৌরনিগম এবং পঞ্চায়েত সমিতিকে নির্দেশিকা পাঠানো হচ্ছে ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বসে অটো, টোটো, ই-রিকশা, ম্যাজিক গাড়ির মতো যানগুলির যাতায়াত নির্দিষ্ট এলাকার মধ্যে বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই গাড়িগুলি যেন জাতীয় ও রাজ্য সড়ক অর্থাত্‍ বাস রাস্তা থেকে সরে যায় ৷ তাহলে দীর্ঘ রাস্তার রুটে নতুন বাস চালানো সম্ভব হবে ৷ প্রয়োজনে আরটিও-র সঙ্গে আলোচনার ভিত্তিতে এলাকাভিত্তিক নির্দিষ্ট নম্বর প্লেট চালু করা যায় কি না, তাও ভাবছে পরিবহণ দফতর।

কলকাতা, 29 অগস্ট: বাড়বে না বাসের ভাড়া, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী ৷ বিধানসভার নিযুক্ত এস্টিমেটেড কমিটি সম্প্রতি বাস ভাড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিল ৷ সোমবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্পষ্ট বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক ৷ তাই বাস ভাড়া বাড়ছে না ৷"

সোমবার মন্ত্রী বলেন, "সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বাসের ভাড়া বাড়াতে চান না ৷ সরকার নির্ধারিত ভাড়ায় পরিবহণ দফতর বাস চালাচ্ছে ৷ তাতে আমাদের ক্ষতি হচ্ছে ৷ কিন্তু আমরা কখনওই নাগরিকের উপর বোঝা চাপিয়ে দিতে পারি না ৷ এই পরিস্থিতিতে লোকসান হলেও ভরতুকি দিয়েও বাস চালাতে হচ্ছে ৷"

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, সরকারি বাসে লাভ হচ্ছে না ৷ এক্ষেত্রে একমাত্র বাধা বাসের ভাড়া বৃদ্ধি না-করা নয় ৷ বহু জায়গায় দীর্ঘ রাস্তার বাসরুটে অটো, টোটো ও ম্যাজিক গাড়ির দৌরাত্ম্য বেড়েছে ৷ এর ফলে বাসে যাত্রীর সংখ্যা কমে গিয়েছে ৷ এই অবস্থায় মন্ত্রী চান অটো, টোটো, ই-রিকশা ও ম্যাজিক গাড়ির যাত্রাপথ নিয়ন্ত্রিত হোক ৷

এদিন স্নেহাশিস চক্রবর্তী বলেন, "টোটো, ই-রিকশা আটকানোর ক্ষেত্রে সরাসরি সরকারের হাতে কোনও আইন নেই ৷ হাইকোর্টের রায়ই ভরসা ৷ কারণ হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য এবং জাতীয় সড়কে টোটো এবং ই-রিকশা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে ৷" তিনি জানান, এই রায়ের উপর ভিত্তি করেই পুলিশি ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷

মন্ত্রীর কথায়, "অলিগলি তো বটেই এমনকী রাজ্য ও জাতীয় সড়কেও টোটো, অটো দেখা যায় ৷ তাই বাসে যাত্রীর সংখ্যা কমছে ৷ এই অভিযোগও তুলেছেন বাস মালিকরা ৷ যাত্রীরাও দীর্ঘ রাস্তার বাসরুটে বাসে করেই যেতে চাইছেন ৷ অনেক রুটের বাসও বন্ধ হয়েছে ৷ তাই টোটো, অটো, ম্যাজিক গাড়ির মতো ছোট গাড়িগুলির গতিপথ নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্য পরিবহণ দফতর ৷"

আরও পড়ুন: ভাড়া বৃদ্ধি প্রস্তাব বাস্তবায়িত হবে কি ? প্রশ্ন বাস মালিকদের

তিনি জানান, সব পৌরসভা, পৌরনিগম এবং পঞ্চায়েত সমিতিকে নির্দেশিকা পাঠানো হচ্ছে ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বসে অটো, টোটো, ই-রিকশা, ম্যাজিক গাড়ির মতো যানগুলির যাতায়াত নির্দিষ্ট এলাকার মধ্যে বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই গাড়িগুলি যেন জাতীয় ও রাজ্য সড়ক অর্থাত্‍ বাস রাস্তা থেকে সরে যায় ৷ তাহলে দীর্ঘ রাস্তার রুটে নতুন বাস চালানো সম্ভব হবে ৷ প্রয়োজনে আরটিও-র সঙ্গে আলোচনার ভিত্তিতে এলাকাভিত্তিক নির্দিষ্ট নম্বর প্লেট চালু করা যায় কি না, তাও ভাবছে পরিবহণ দফতর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.