ETV Bharat / state

কোরোনায় মৃতের দেহ নিয়ে কুৎসিত রাজনীতি করছে সরকার, আক্রমণ বিরোধীদের

author img

By

Published : May 9, 2020, 12:02 PM IST

Updated : May 9, 2020, 12:12 PM IST

শহরের বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে । শ্মশানগুলিতেও বেওয়ারিশ লাশ পোড়াতে আসছে ন কয়েকজন মানুষ বলে অভিযোগ করেন সুজন চক্রবর্তী ।

oppositions
oppositions

কলকাতা, 9 মে : কোরোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করেছে রাজ্যের বিরোধীদলগুলি । এবার আরও সুর চড়াল বাম-কংগ্রেস ।কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে কুৎসিত রাজনীতি করছে রাজ্য , এই অভিযোগ এনে মমতা সরকারের কড়া সমালোচনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । শহরের বিভিন্ন জায়গায় মৃতদেহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । তাঁর বক্তব্য, কোরোনা আক্রান্তের মৃত্যুর পর দেহগুলিকে বেওয়ারিস হিসেবে শহরের বিভিন্ন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে । যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা দেহ সৎকার করতে পারছেন না । এই পরিস্থিতিতে রাজ্য সরকার নির্দিষ্ট জায়গায় মৃতদেহ সৎকার করুক বলে দাবি বিরোধীদের ।

এই সপ্তাহে টালিগঞ্জের সিরিটি শ্মশানে বাঙুর হাসপাতালের একটি মৃতদেহ নিয়ে যাওয়ায় স্থানীয়রা আপত্তি জানান । মৃতদেহটিকে কোনওরকমে গাড়িতে তুলে ফিরিয়ে নিয়ে আসেন শবযাত্রীরা । এই বিষয়ে উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, “ রাজ্য সরকার ক্রমশ অমানবিক হয়ে উঠেছে । অধিকাংশ ক্ষেত্রে মৃতের বাড়িতে সঠিকভাবে খবর দেওয়া হচ্ছে না । হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্তমতো ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস এলাকায় মৃতদেহগুলি নিয়ে গিয়ে সৎকার করছে । প্রিয় মানুষের মৃত্যুর খবর অনেকক্ষেত্রে গরিব মানুষকে জানানো হচ্ছে না ।”

টালিগঞ্জ এলাকায় একাধিকবার এরকম ঘটনা ঘটেছে । শববাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ রাস্তায় নামিয়ে রেখে যাওয়ার চেষ্টা করেছেন কয়েকজন। যাঁদের সর্বাঙ্গ PPE দিয়ে মোড়া । হাতে গ্লাভস । স্থানীয়রা প্রশ্ন করলে তখনই মৃতদেহটি নিয়ে চম্পট দিচ্ছেন শবযাত্রীরা । সমগ্র বিষয়টি নিয়ে রাজ্য সরকারের আরও বেশি নজরদারি চালানো উচিত বলে মনে করেন রাজ্যের দুই বিরোধী দলনেতা ।

কলকাতা, 9 মে : কোরোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করেছে রাজ্যের বিরোধীদলগুলি । এবার আরও সুর চড়াল বাম-কংগ্রেস ।কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে কুৎসিত রাজনীতি করছে রাজ্য , এই অভিযোগ এনে মমতা সরকারের কড়া সমালোচনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । শহরের বিভিন্ন জায়গায় মৃতদেহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । তাঁর বক্তব্য, কোরোনা আক্রান্তের মৃত্যুর পর দেহগুলিকে বেওয়ারিস হিসেবে শহরের বিভিন্ন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে । যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা দেহ সৎকার করতে পারছেন না । এই পরিস্থিতিতে রাজ্য সরকার নির্দিষ্ট জায়গায় মৃতদেহ সৎকার করুক বলে দাবি বিরোধীদের ।

এই সপ্তাহে টালিগঞ্জের সিরিটি শ্মশানে বাঙুর হাসপাতালের একটি মৃতদেহ নিয়ে যাওয়ায় স্থানীয়রা আপত্তি জানান । মৃতদেহটিকে কোনওরকমে গাড়িতে তুলে ফিরিয়ে নিয়ে আসেন শবযাত্রীরা । এই বিষয়ে উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, “ রাজ্য সরকার ক্রমশ অমানবিক হয়ে উঠেছে । অধিকাংশ ক্ষেত্রে মৃতের বাড়িতে সঠিকভাবে খবর দেওয়া হচ্ছে না । হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্তমতো ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস এলাকায় মৃতদেহগুলি নিয়ে গিয়ে সৎকার করছে । প্রিয় মানুষের মৃত্যুর খবর অনেকক্ষেত্রে গরিব মানুষকে জানানো হচ্ছে না ।”

টালিগঞ্জ এলাকায় একাধিকবার এরকম ঘটনা ঘটেছে । শববাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ রাস্তায় নামিয়ে রেখে যাওয়ার চেষ্টা করেছেন কয়েকজন। যাঁদের সর্বাঙ্গ PPE দিয়ে মোড়া । হাতে গ্লাভস । স্থানীয়রা প্রশ্ন করলে তখনই মৃতদেহটি নিয়ে চম্পট দিচ্ছেন শবযাত্রীরা । সমগ্র বিষয়টি নিয়ে রাজ্য সরকারের আরও বেশি নজরদারি চালানো উচিত বলে মনে করেন রাজ্যের দুই বিরোধী দলনেতা ।

Last Updated : May 9, 2020, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.