ETV Bharat / state

ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক আজ, তৃণমূলের যোগদান নিয়ে অনিশ্চয়তা - মমতা বন্দ্যোপাধ্যায়

INDIA Meeting: আজই ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক ৷ তবে শুক্রবার রাত পর্যন্ত বৈঠকে তৃণমূলের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল ৷ শেষবার দিল্লিতে হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 7:51 AM IST

Updated : Jan 13, 2024, 7:46 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: লোকসভা নির্বাচন এল বলে ৷ এখনও পর্যন্ত আসন রফা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ইন্ডিয়া জোটের তরফে ৷ এই প্রসঙ্গেই সিদ্ধান্ত গ্রহণের জন্য সময়সীমা ছিল 31 ডিসেম্বর ৷ কিন্তু সেই সময়ের মধ্যে কোনও রফাসূত্র বের হয়নি ৷ এই পরিস্থিতিতে শনিতে ভার্চুয়াল বৈঠকে বসছে জোটের দলগুলো ৷ তবে শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবে কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ৷

বৃহত্তর জোটের স্বার্থ রক্ষাই এই বৈঠকের মূল উদ্দেশ্য । ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা । তবে শুক্রবার রাত পর্যন্ত জানা যায়নি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বৈঠকে শেষ পর্যন্ত কে যোগ দেবে। এমনকী শাসকদলের পক্ষ থেকে এই বৈঠকে কেউ নাও থাকতে পারেন বলে খবর । চব্বিশের রোডম্যাপ তৈরি করতে ইতিমধ্যেই একাধিক শহরে বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের শরিকরা । শেষবার দিল্লিতে হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এবার শেষ মুহূর্তে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে ।

সূত্রের খবর, বিহার এবং মহারাষ্ট্রে আসল বিন্যাস নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছনো গেলেও, সবচেয়ে বেশি সমস্যায় দিল্লি এবং পঞ্জাব ৷ তৃণমূলও এ রাজ্যে কংগ্রেসকে দু’টির বেশি আসন ছাড়তে নারাজ । আর এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে । তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ স্পষ্টত বলেন, "এই মুহূর্তে গতবার জেতা 2 আসন ছাড়া কংগ্রেসকে অন্য কোনও আসন দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধির সম্পর্ক অত্যন্ত ভালো, সেক্ষেত্রে সোনিয়া গান্ধি ফোন করলে আরও একটি আসন ছাড়া হতে পারে ৷ সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন, "জাতীয় ক্ষেত্রে গোটা দেশ ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই করলেও রাজ্যে মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করুন। এর থেকেই স্পষ্ট আসন ভাগাভাগি নিয়ে তৃণমূলের অবস্থান।"

শনিবারের বৈঠক থেকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তা ঠিক করা হতে পারে সে ক্ষেত্রে তড়িঘড়ি এই বৈঠক ৷ তৃণমূল যদি শেষ পর্যন্ত কেউ না থাকে তাহলে আহ্বায়ক নির্ণয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কতটা সর্বসম্মত হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন উঠতে পারে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা !
  2. 'ইন্ডিয়া' জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন মানিক সরকার
  3. রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের

কলকাতা, 13 জানুয়ারি: লোকসভা নির্বাচন এল বলে ৷ এখনও পর্যন্ত আসন রফা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ইন্ডিয়া জোটের তরফে ৷ এই প্রসঙ্গেই সিদ্ধান্ত গ্রহণের জন্য সময়সীমা ছিল 31 ডিসেম্বর ৷ কিন্তু সেই সময়ের মধ্যে কোনও রফাসূত্র বের হয়নি ৷ এই পরিস্থিতিতে শনিতে ভার্চুয়াল বৈঠকে বসছে জোটের দলগুলো ৷ তবে শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবে কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ৷

বৃহত্তর জোটের স্বার্থ রক্ষাই এই বৈঠকের মূল উদ্দেশ্য । ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা । তবে শুক্রবার রাত পর্যন্ত জানা যায়নি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বৈঠকে শেষ পর্যন্ত কে যোগ দেবে। এমনকী শাসকদলের পক্ষ থেকে এই বৈঠকে কেউ নাও থাকতে পারেন বলে খবর । চব্বিশের রোডম্যাপ তৈরি করতে ইতিমধ্যেই একাধিক শহরে বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের শরিকরা । শেষবার দিল্লিতে হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এবার শেষ মুহূর্তে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে ।

সূত্রের খবর, বিহার এবং মহারাষ্ট্রে আসল বিন্যাস নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছনো গেলেও, সবচেয়ে বেশি সমস্যায় দিল্লি এবং পঞ্জাব ৷ তৃণমূলও এ রাজ্যে কংগ্রেসকে দু’টির বেশি আসন ছাড়তে নারাজ । আর এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে । তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ স্পষ্টত বলেন, "এই মুহূর্তে গতবার জেতা 2 আসন ছাড়া কংগ্রেসকে অন্য কোনও আসন দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধির সম্পর্ক অত্যন্ত ভালো, সেক্ষেত্রে সোনিয়া গান্ধি ফোন করলে আরও একটি আসন ছাড়া হতে পারে ৷ সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন, "জাতীয় ক্ষেত্রে গোটা দেশ ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই করলেও রাজ্যে মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করুন। এর থেকেই স্পষ্ট আসন ভাগাভাগি নিয়ে তৃণমূলের অবস্থান।"

শনিবারের বৈঠক থেকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তা ঠিক করা হতে পারে সে ক্ষেত্রে তড়িঘড়ি এই বৈঠক ৷ তৃণমূল যদি শেষ পর্যন্ত কেউ না থাকে তাহলে আহ্বায়ক নির্ণয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কতটা সর্বসম্মত হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন উঠতে পারে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা !
  2. 'ইন্ডিয়া' জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন মানিক সরকার
  3. রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের
Last Updated : Jan 13, 2024, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.