কলকাতা, 20 মে : আগামীকাল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকী ৷ করোনা পরিস্থিতিতে রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকী পালনে বিশেষ কর্মসূচি রাখছে কংগ্রেস ৷ দলের সর্বস্তরের কর্মীরা করোনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে ৷
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইতিমধ্যেই রাজ্য ও জেলাস্তরের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ৷ বেশ কিছু ভার্চুয়াল বৈঠক করেছেন কর্মসূচিকে সফল করতে ৷ অ্যাম্বুলেন্স, ওষুধ, অক্সিজেন, ভেন্টিলেশন ইউনিট, আইসিইউ বেড বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷
এছাড়া হাসপাতালগুলিতে করোনা বেডের সংখ্যা বাড়ানো এবং সকলের জন্য বিনামূল্যে করোনা টিকাকরণের দাবিতেও সরব হয়েছেন প্রদেশ সভাপতি ৷ কাল রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকীতে এই কর্মসূচিগুলিকে আরও জোরদার করে পালন করা হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে ৷