ETV Bharat / state

UGC Scholarships: অবসরপ্রাপ্ত অধ্যাপক থেকে একমাত্র কন্যাসন্তান, গবেষক পড়ুয়াদের স্কলারশিপ ঘোষণা ইউজিসির - গবেষক পড়ুয়া

গবেষক পড়ুয়াদের জন্য তিনটি গ্রান্ট ও দুটি ফেলোশিপ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC Scholarships)। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্কলারশিপগুলি সহায়তা করবে পড়ুয়াদের (Scholarships for researchers)।

ugc-announces-5-scholarships-for-researchers
অবসরপ্রাপ্ত অধ্যাপক থেকে একমাত্র কন্যাসন্তান, গবেষক পড়ুয়াদের স্কলারশিপ ঘোষণা ইউজিসির
author img

By

Published : Sep 7, 2022, 6:22 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: গবেষক পড়ুয়াদের কথা মাথায় রেখে এ বার একগুচ্ছ স্কিমের ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC Scholarships)। সম্প্রতি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে । উচ্চশিক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে এই স্কিমগুলি সহায়তা করবে পড়ুয়াদের (Scholarships for researchers)।

frg.ugc.ac.in -এর মাধ্যমে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে । বিজ্ঞপ্তি অনুসারে তিনটি গ্রান্ট ও দুটি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে । ফ্যাকাল্টি সদস্য এবং ইন-সার্ভিস শিক্ষকদের জন্য গ্রান্টগুলি চালু করা হয়েছে । 100টি ফেলোশিপ দেওয়া হবে । নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 50,000 টাকা এবং প্রতি বছর 50,000 টাকা করে পাবেন । স্বাভাবিকভাবেই এতে যে গবেষকদের গবেষণা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে তা বলাই বাহুল্য ।

শুধুমাত্র পড়ুয়া বা গবেষকদের জন্য নয়, এই ফেলোশিপ এবং ব্র্যান্ডগুলি অবসরপ্রাপ্ত অধ্যাপকদেরও দেওয়া হবে, যাতে তাঁরা অবসর পাওয়ার পরেও তাঁদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারেন (UGC)।

এক নজরে গ্রান্ট ও ফেলোশিপের তালিকা

ফেলোশিপ ফর সুপারনুয়েটেড ফ্যাকাল্টি মেম্বারস

এই ফেলোশিপটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত ফ্যাকাল্টি সদস্যদের দেওয়া হবে, যাতে তাঁরা অবসর নেওয়ার পরেও নিজেদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারেন । মোট 100টি ফেলোশিপ দেওয়া হবে । নির্বাচিত প্রার্থীরা এই ফেলোশিপের অংশ হিসেবে প্রতি মাসে 50,000 টাকা পাবেন । এছাড়াও প্রতি বছর 50,000 টাকা দেওয়া হবে । এই ফেলোশিপের মেয়াদ তিন বছর বা 70 বছর পর্যন্ত ।

যোগ্যতা

আবেদনকারীর বয়স 67 বছরের কম হতে হবে । কমপক্ষে 10জন গবেষক পড়ুয়ার পিএইচডি তত্ত্বাবধান করেছেন এমন হতে হবে এবং এর মধ্যে অন্তত তিনজন ডিগ্রি পেয়েছেন এমন হতে হবে ।

এছাড়াও আবেদনকারীকে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার স্পনসরড গবেষণা প্রকল্পের প্রিন্সিপ্যাল ​​ইনভেস্টিগেটর পদে ছিলেন এমন হতে হবে । এটি ছাড়াও, আবেদনকারী ফেলোশিপ চলাকালীন কোনও প্রশাসনিক পদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ।

রিসার্চ গ্রান্ট ফর ইন-সার্ভিস ফ্যাকাল্টি মেম্বার

ফ্যাকাল্টি সদস্যদের এই ফেলোশিপ দেওয়া হবে । দুই বছরের জন্য 200 গবেষককে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে ।

যোগ্যতা

সর্বোচ্চ 50 বছর বয়সি প্রার্থীরাই আবেদন করতে পারবেন অথবা প্রতিষ্ঠানে তাঁর ন্যূনতম 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে । পাঁচজন পিএইচডি গবেষকের গবেষণার কাজ তত্ত্বাবধান করেছেন এমন হতে হবে । জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্পনসরড সরকারি বা বেসরকারি কোনও এজেন্সির গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন এমনটা হতে হবে ।

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয় হবে 'বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান', ইউজিসির নয়া নির্দেশে বিতর্কের ঝড়

ডক্টর ডি.এস কোঠারি রিসার্চ গ্রান্ট ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার

এই স্কলারশিপে নবনিযুক্ত ফ্যাকাল্টি সদস্যদের গবেষণার সুযোগ দেওয়া হবে । দুই বছরের জন্য 132 জন গবেষককে 10 লক্ষ টাকা দেওয়া হবে ।

যোগ্যতা

আবেদনকারীকে নবনিযুক্ত সহকারী অধ্যাপক হতে হবে । ন্যূনতম পাঁচটি গবেষণা পত্র-সহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে । বিশ্ববিদ্যালয়ে যোগদানের দু'বছরের মধ্যে আবেদন করতে হবে ।

ডক্টর রাধাকৃষ্ণাণ ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, হিউম্যানিটিজ ও সোশল সায়ান্স নিয়ে গবেষণা করার সুযোগ করিয়ে দেবে এই ফেলোশিপ । এই ফেলোশিপে 900টি আসন রয়েছে, যার মধ্যে 30 শতাংশ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । নির্বাচিত গবেষকরা ফেলোশিপের অংশ হিসাবে প্রতি মাসে 50,000 টাকা এবং একটি বার্ষিক 50,000 টাকা পাবেন ।

যোগ্যতা

আবেদনকারী কোনও চাকরির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ৷ তবে তাঁর পিএইচডি ডিগ্রি থাকতে হবে । পাশাপাশি ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেতে তিনি প্রথমবার আবেদন করছেন এমন হতে হবে । স্নাতকোত্তর স্তরে ন্যূনতম 55 শতাংশ নম্বর থাকতে হবে । সংরক্ষিত বিভাগ এবং ট্রান্সজেন্ডারদের জন্য 5 শতাংশ নম্বরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে । জেনারেল ক্যাটাগরিতে আবেদনকারীকে 35 বছর বয়সের নিচে হতে হবে এবং সংরক্ষিত/মহিলা/ট্রান্সজেন্ডার বিভাগের জন্য 40 বছর হতে হবে ।

সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গল গার্ল চাইল্ড

যেসব অভিভাবকদের একমাত্র সন্তান কন্যা, তাঁদের গবেষণার উৎসাহ যোগাবার জন্যই এই ফেলোসিটি । স্কিমের স্লটের কোনও নির্দিষ্ট সীমা নেই । ফেলোশিপের মেয়াদ পাঁচ বছর ।

যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানের যে কোনও বিভাগে পিএইচডি করা থাকতে হবে । আবেদনকারীকে অবিবাহিত হতে হবে এবং অভিভাবকের একমাত্র কন্যা সন্তান হতে হবে । আবেদনকারীর অসংরক্ষিত (ইউআর) বিভাগে 40 বছরের কম হতে হবে । সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদনকারীকে 45 বছর হতে হবে ।

কলকাতা, 7 সেপ্টেম্বর: গবেষক পড়ুয়াদের কথা মাথায় রেখে এ বার একগুচ্ছ স্কিমের ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC Scholarships)। সম্প্রতি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে । উচ্চশিক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে এই স্কিমগুলি সহায়তা করবে পড়ুয়াদের (Scholarships for researchers)।

frg.ugc.ac.in -এর মাধ্যমে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে । বিজ্ঞপ্তি অনুসারে তিনটি গ্রান্ট ও দুটি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে । ফ্যাকাল্টি সদস্য এবং ইন-সার্ভিস শিক্ষকদের জন্য গ্রান্টগুলি চালু করা হয়েছে । 100টি ফেলোশিপ দেওয়া হবে । নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 50,000 টাকা এবং প্রতি বছর 50,000 টাকা করে পাবেন । স্বাভাবিকভাবেই এতে যে গবেষকদের গবেষণা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে তা বলাই বাহুল্য ।

শুধুমাত্র পড়ুয়া বা গবেষকদের জন্য নয়, এই ফেলোশিপ এবং ব্র্যান্ডগুলি অবসরপ্রাপ্ত অধ্যাপকদেরও দেওয়া হবে, যাতে তাঁরা অবসর পাওয়ার পরেও তাঁদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারেন (UGC)।

এক নজরে গ্রান্ট ও ফেলোশিপের তালিকা

ফেলোশিপ ফর সুপারনুয়েটেড ফ্যাকাল্টি মেম্বারস

এই ফেলোশিপটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত ফ্যাকাল্টি সদস্যদের দেওয়া হবে, যাতে তাঁরা অবসর নেওয়ার পরেও নিজেদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারেন । মোট 100টি ফেলোশিপ দেওয়া হবে । নির্বাচিত প্রার্থীরা এই ফেলোশিপের অংশ হিসেবে প্রতি মাসে 50,000 টাকা পাবেন । এছাড়াও প্রতি বছর 50,000 টাকা দেওয়া হবে । এই ফেলোশিপের মেয়াদ তিন বছর বা 70 বছর পর্যন্ত ।

যোগ্যতা

আবেদনকারীর বয়স 67 বছরের কম হতে হবে । কমপক্ষে 10জন গবেষক পড়ুয়ার পিএইচডি তত্ত্বাবধান করেছেন এমন হতে হবে এবং এর মধ্যে অন্তত তিনজন ডিগ্রি পেয়েছেন এমন হতে হবে ।

এছাড়াও আবেদনকারীকে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার স্পনসরড গবেষণা প্রকল্পের প্রিন্সিপ্যাল ​​ইনভেস্টিগেটর পদে ছিলেন এমন হতে হবে । এটি ছাড়াও, আবেদনকারী ফেলোশিপ চলাকালীন কোনও প্রশাসনিক পদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ।

রিসার্চ গ্রান্ট ফর ইন-সার্ভিস ফ্যাকাল্টি মেম্বার

ফ্যাকাল্টি সদস্যদের এই ফেলোশিপ দেওয়া হবে । দুই বছরের জন্য 200 গবেষককে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে ।

যোগ্যতা

সর্বোচ্চ 50 বছর বয়সি প্রার্থীরাই আবেদন করতে পারবেন অথবা প্রতিষ্ঠানে তাঁর ন্যূনতম 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে । পাঁচজন পিএইচডি গবেষকের গবেষণার কাজ তত্ত্বাবধান করেছেন এমন হতে হবে । জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্পনসরড সরকারি বা বেসরকারি কোনও এজেন্সির গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন এমনটা হতে হবে ।

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয় হবে 'বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান', ইউজিসির নয়া নির্দেশে বিতর্কের ঝড়

ডক্টর ডি.এস কোঠারি রিসার্চ গ্রান্ট ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার

এই স্কলারশিপে নবনিযুক্ত ফ্যাকাল্টি সদস্যদের গবেষণার সুযোগ দেওয়া হবে । দুই বছরের জন্য 132 জন গবেষককে 10 লক্ষ টাকা দেওয়া হবে ।

যোগ্যতা

আবেদনকারীকে নবনিযুক্ত সহকারী অধ্যাপক হতে হবে । ন্যূনতম পাঁচটি গবেষণা পত্র-সহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে । বিশ্ববিদ্যালয়ে যোগদানের দু'বছরের মধ্যে আবেদন করতে হবে ।

ডক্টর রাধাকৃষ্ণাণ ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, হিউম্যানিটিজ ও সোশল সায়ান্স নিয়ে গবেষণা করার সুযোগ করিয়ে দেবে এই ফেলোশিপ । এই ফেলোশিপে 900টি আসন রয়েছে, যার মধ্যে 30 শতাংশ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । নির্বাচিত গবেষকরা ফেলোশিপের অংশ হিসাবে প্রতি মাসে 50,000 টাকা এবং একটি বার্ষিক 50,000 টাকা পাবেন ।

যোগ্যতা

আবেদনকারী কোনও চাকরির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ৷ তবে তাঁর পিএইচডি ডিগ্রি থাকতে হবে । পাশাপাশি ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেতে তিনি প্রথমবার আবেদন করছেন এমন হতে হবে । স্নাতকোত্তর স্তরে ন্যূনতম 55 শতাংশ নম্বর থাকতে হবে । সংরক্ষিত বিভাগ এবং ট্রান্সজেন্ডারদের জন্য 5 শতাংশ নম্বরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে । জেনারেল ক্যাটাগরিতে আবেদনকারীকে 35 বছর বয়সের নিচে হতে হবে এবং সংরক্ষিত/মহিলা/ট্রান্সজেন্ডার বিভাগের জন্য 40 বছর হতে হবে ।

সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গল গার্ল চাইল্ড

যেসব অভিভাবকদের একমাত্র সন্তান কন্যা, তাঁদের গবেষণার উৎসাহ যোগাবার জন্যই এই ফেলোসিটি । স্কিমের স্লটের কোনও নির্দিষ্ট সীমা নেই । ফেলোশিপের মেয়াদ পাঁচ বছর ।

যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানের যে কোনও বিভাগে পিএইচডি করা থাকতে হবে । আবেদনকারীকে অবিবাহিত হতে হবে এবং অভিভাবকের একমাত্র কন্যা সন্তান হতে হবে । আবেদনকারীর অসংরক্ষিত (ইউআর) বিভাগে 40 বছরের কম হতে হবে । সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদনকারীকে 45 বছর হতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.