ETV Bharat / state

IS Suspected Terrorists Arrested: আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র

author img

By

Published : Jan 7, 2023, 6:36 PM IST

Updated : Jan 7, 2023, 8:46 PM IST

আইএস জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেফতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও তাঁর রুম পার্টনারকে ( Student of Aliah University Arrested on Suspicion of IS Militants in Kolkata) ৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ তাদের গ্রেফতার করেছে খিদিরপুর থেকে ৷

IS Terrorists Arrested in Kolkata ETV BHARAT
IS Terrorists Arrested in Kolkata

কলকাতা, 7 জানুয়ারি: খাস কলকাতায় ফের আইএস জঙ্গি সন্দেহে 2 যুবককে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ ধৃত 2 যুবকের নাম মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদ। তারা আদতে হাওড়ার পৌরনিগমের 55 নম্বর আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা ৷ আজ তাদের কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে খিদিরপুর এলাকা থেকে (Two suspected terrorists arrested in Kolkata) ৷ দুই যুবকের মধ্যে সইদ আহমেদ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন ৷ মহম্মদ সাদ্দাম হলেন সইদের রুম পার্টনার ৷ ধৃতদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, বেশ কয়েকটি বই এবং বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করেছে এসটিএফ ৷

তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভিন রাজ্য থেকে এরাজ্যে আগ্নেয়াস্ত্র সরবরাহ কাজে নিযুক্ত ছিল জঙ্গি সন্দেহে ধৃত দু’জন ৷ তাদের খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করে সরাসরি নিয়ে যাওয়া হয় হাওড়ার 55 নম্বর ওয়ার্ডের আফতাবউদ্দিন মুন্সি লেনে ৷ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পেরেছেন এই দুই যুবক 25 থেকে 30 বছর আগে থেকেই এরাজ্যে বসবাস করতে শুরু করেছে ৷

লালবাজার সুত্রের খবর, এই 2 জঙ্গির উদ্দেশ্য ছিল কলকাতার খিদিরপুরে গিয়ে একটি গোপন বৈঠক করার ৷ সেখানে আগ্নেয়াস্ত্র কীভাবে এই রাজ্যে ঢোকানো যায় তা নিয়েই এই বৈঠক ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে ৷ তবে, জঙ্গি সন্দেহে ধৃত ওই দুই যুবকের সঙ্গে খিদিরপুরে আর কাদের বৈঠকে সামিল হওয়ার কথা ছিল, সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি ৷ এ নিয়ে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, তদন্তকারী আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছ বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: বরানগরের আবাসন থেকে উদ্ধার বাংলাদেশি জঙ্গি ম্যাক্সনের ঝুলন্ত দেহ

গোয়েন্দা সূত্রে খবর, আইএস জঙ্গিদের কার্যকলাপের সঙ্গে মিল রয়েছে ধৃত মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদের ৷ আগাম খবর পেয়ে এসটিএফ-এর গোয়েন্দারা খিদিরপুরে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে ৷ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গোয়েন্দারা জানতে চাইছেন, আর কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে ? আইএস জঙ্গি মডিউলের কোন কোন জঙ্গি নেতা এবং স্লিপার সেলের সদস্যরা কোথায় কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে ?

কলকাতা, 7 জানুয়ারি: খাস কলকাতায় ফের আইএস জঙ্গি সন্দেহে 2 যুবককে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ ধৃত 2 যুবকের নাম মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদ। তারা আদতে হাওড়ার পৌরনিগমের 55 নম্বর আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা ৷ আজ তাদের কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে খিদিরপুর এলাকা থেকে (Two suspected terrorists arrested in Kolkata) ৷ দুই যুবকের মধ্যে সইদ আহমেদ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন ৷ মহম্মদ সাদ্দাম হলেন সইদের রুম পার্টনার ৷ ধৃতদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, বেশ কয়েকটি বই এবং বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করেছে এসটিএফ ৷

তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভিন রাজ্য থেকে এরাজ্যে আগ্নেয়াস্ত্র সরবরাহ কাজে নিযুক্ত ছিল জঙ্গি সন্দেহে ধৃত দু’জন ৷ তাদের খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করে সরাসরি নিয়ে যাওয়া হয় হাওড়ার 55 নম্বর ওয়ার্ডের আফতাবউদ্দিন মুন্সি লেনে ৷ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পেরেছেন এই দুই যুবক 25 থেকে 30 বছর আগে থেকেই এরাজ্যে বসবাস করতে শুরু করেছে ৷

লালবাজার সুত্রের খবর, এই 2 জঙ্গির উদ্দেশ্য ছিল কলকাতার খিদিরপুরে গিয়ে একটি গোপন বৈঠক করার ৷ সেখানে আগ্নেয়াস্ত্র কীভাবে এই রাজ্যে ঢোকানো যায় তা নিয়েই এই বৈঠক ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে ৷ তবে, জঙ্গি সন্দেহে ধৃত ওই দুই যুবকের সঙ্গে খিদিরপুরে আর কাদের বৈঠকে সামিল হওয়ার কথা ছিল, সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি ৷ এ নিয়ে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, তদন্তকারী আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছ বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: বরানগরের আবাসন থেকে উদ্ধার বাংলাদেশি জঙ্গি ম্যাক্সনের ঝুলন্ত দেহ

গোয়েন্দা সূত্রে খবর, আইএস জঙ্গিদের কার্যকলাপের সঙ্গে মিল রয়েছে ধৃত মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদের ৷ আগাম খবর পেয়ে এসটিএফ-এর গোয়েন্দারা খিদিরপুরে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে ৷ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গোয়েন্দারা জানতে চাইছেন, আর কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে ? আইএস জঙ্গি মডিউলের কোন কোন জঙ্গি নেতা এবং স্লিপার সেলের সদস্যরা কোথায় কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে ?

Last Updated : Jan 7, 2023, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.