ETV Bharat / state

বেপরোয়া বাসের গতিতে শহরে মৃত 2 - two died in bus accident in kolkata

বুধবার সকালে শহরে ভিন্ন দুই ঘটনায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুজনের ৷

শহরের জোড়া দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত 2
শহরের জোড়া দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত 2
author img

By

Published : Aug 19, 2020, 10:54 AM IST

কলকাতা, 19 অগাস্ট : শহরে ফের বাসের বেপরোয়া গতির শিকার দু'জন । মুচিপাড়ায় রাস্তা পার হতে গিয়ে 211 নম্বর বাস ধাক্কা দেয় এক মহিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । পুলিশ ঘাতক বাসটি আটক করেছে । অন্যদিকে মৌলালিতে দুই বাসের রেষারেষির শিকার হয়েছেন এক বাইক আরোহী ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে দ্রুতগতিতে রাজারহাট থেকে আহিরীটোলার দিকে যাচ্ছিল 211 নম্বর রুটের বাস । খান্না যাওয়ার পথে মুচিপাড়ার কাছে বাসটি ধাক্কা মারে এক মহিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই মহিলার । পরে পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায় RG কর হাসপাতালে । অন্যদিকে মৌলালিতে দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক বাইক আরোহীর ৷ বাইকে দুজন ছিলেন । রেষারেষি করতে গিয়ে বাইকের পিছনে বাস ধাক্কা মারে বাসটি ৷ রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী । দ্রুত নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ধাক্কা মেরেই পালিয়ে যায় বাসটি ৷ পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখে বাসটিকে চিহ্নিত করার চেষ্টা করছে ।

কলকাতা, 19 অগাস্ট : শহরে ফের বাসের বেপরোয়া গতির শিকার দু'জন । মুচিপাড়ায় রাস্তা পার হতে গিয়ে 211 নম্বর বাস ধাক্কা দেয় এক মহিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । পুলিশ ঘাতক বাসটি আটক করেছে । অন্যদিকে মৌলালিতে দুই বাসের রেষারেষির শিকার হয়েছেন এক বাইক আরোহী ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে দ্রুতগতিতে রাজারহাট থেকে আহিরীটোলার দিকে যাচ্ছিল 211 নম্বর রুটের বাস । খান্না যাওয়ার পথে মুচিপাড়ার কাছে বাসটি ধাক্কা মারে এক মহিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই মহিলার । পরে পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায় RG কর হাসপাতালে । অন্যদিকে মৌলালিতে দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক বাইক আরোহীর ৷ বাইকে দুজন ছিলেন । রেষারেষি করতে গিয়ে বাইকের পিছনে বাস ধাক্কা মারে বাসটি ৷ রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী । দ্রুত নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ধাক্কা মেরেই পালিয়ে যায় বাসটি ৷ পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখে বাসটিকে চিহ্নিত করার চেষ্টা করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.