ETV Bharat / state

Bangladeshi Smugglers: বড়বাজার থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জিনিস পাচার, আটক দুই - Bangladesh Smuggling by BSF

কলকাতার বড়বাজার বিপুল পরিমাণ সামগ্রী কিনে তা বাংলাদেশে চোরাকারবারিদের কাছে সরবরাহ করত দুই বাংলাদেশি নাগরিক ৷ এই চেষ্টা করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল দু'জন (Two Bangladeshi detained by BSF) ৷

India Bangladesh Smuggling
গ্রেফতার হওয়া বাংলাদেশি
author img

By

Published : Mar 26, 2023, 9:16 PM IST

কলকাতা, 26 মার্চ: জামাকাপড়, প্রসাধনী থেকে ইলেকট্রনিক সামগ্রী- সব কিছু পাচার হচ্ছে বাংলাদেশে ৷ তবে, এই পাচারের সঙ্গে যুক্ত বাংলাদেশি নাগরিক ৷ তারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কলকাতার বড়বাজারে চলে আসে ৷ জামাকাপড়, প্রসাধনী থেকে ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে প্রায় 4 লক্ষ টাকার জিনিস কেনেন ৷ তবে বিএসএফের চোখ এড়িয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ হল ৷ বিপুল টাকার সামগ্রী-সহ বিএসএফ-এর হাতে ধরা পড়ল তারা ৷ উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পেট্রাপোল থেকে তাদের আটক করা হয় ৷ পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল কাস্টমস অফিসে জব্দকৃত সামগ্রী হস্তান্তর করা হয়েছে (BSF detained two Bangladeshi national over smuggling) ৷

সূত্রে জানা গিয়েছে, বিএসএফ আইসিপি পেট্রাপোলে জামাকাপড়, প্রসাধনী এবং ইলেকট্রনিক সামগ্রী-সহ দুই যাত্রীকে আটক করেছে ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোল, 145 ব্যাটালিয়ন বিএসএফের সজাগ জওয়ানরা, 2 জন বাংলাদেশি যাত্রীকে জামাকাপড়, প্রসাধনী এবং ইলেকট্রনিক সামগ্রী-সহ আটক করেছে ৷ যেগুলি তারা বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ৷ জব্দকৃত জিনিসের আনুমানিক মূল্য 4 লক্ষ 620 টাকা ৷

বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে প্যাসেঞ্জার টার্মিনাল আইসিপি পেট্রাপোলে দায়িত্বরত বিএসএফ কর্মীরা 2 জন সন্দেহভাজন যাত্রীকে ভারী সামগ্রী-সহ ভারত থেকে বাংলাদেশে যেতে দেখেন ৷ কর্তব্যরত জওয়ানরা যাত্রীদের কাছে তাদের সামগ্রী সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি ৷ এরপরই বিএসএফ জওয়ানরা দুই যাত্রীকে আটক করে ৷ আটক যাত্রীদের পরিচয়- শেখ মফিজুল ইসলাম বাবুল ৷ সে বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা ৷ দ্বিতীয়জন মহম্মদ শাহীন আহমেদ ৷ তিনিও বাংলাদেশের চুয়াডাঙা জেলার বাসিন্দা ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিএসএফকে জানায়, বেশি টাকা রোজগারের লোভে বাহক হিসেবে কাজ করে তারা । কলকাতার বড়বাজার থেকে পণ্য কিনে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যায় এবং চোরাকারবারিদের কাছে দেয় ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, "বিএসএফ সদস্যরা 24x7 ধরে সীমান্ত পাহারা দিচ্ছে ৷ সীমান্তে সব ধরনের চোরাচালানের কারবার বন্ধ করতে বিএসএফ বদ্ধপরিকর ৷ যে কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে ৷"

আরও পড়ুন: কোমরে জড়ানো 81 লক্ষের সোনা, পাচারকারিকে ধরল বিএসএফ

কলকাতা, 26 মার্চ: জামাকাপড়, প্রসাধনী থেকে ইলেকট্রনিক সামগ্রী- সব কিছু পাচার হচ্ছে বাংলাদেশে ৷ তবে, এই পাচারের সঙ্গে যুক্ত বাংলাদেশি নাগরিক ৷ তারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কলকাতার বড়বাজারে চলে আসে ৷ জামাকাপড়, প্রসাধনী থেকে ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে প্রায় 4 লক্ষ টাকার জিনিস কেনেন ৷ তবে বিএসএফের চোখ এড়িয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ হল ৷ বিপুল টাকার সামগ্রী-সহ বিএসএফ-এর হাতে ধরা পড়ল তারা ৷ উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পেট্রাপোল থেকে তাদের আটক করা হয় ৷ পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল কাস্টমস অফিসে জব্দকৃত সামগ্রী হস্তান্তর করা হয়েছে (BSF detained two Bangladeshi national over smuggling) ৷

সূত্রে জানা গিয়েছে, বিএসএফ আইসিপি পেট্রাপোলে জামাকাপড়, প্রসাধনী এবং ইলেকট্রনিক সামগ্রী-সহ দুই যাত্রীকে আটক করেছে ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোল, 145 ব্যাটালিয়ন বিএসএফের সজাগ জওয়ানরা, 2 জন বাংলাদেশি যাত্রীকে জামাকাপড়, প্রসাধনী এবং ইলেকট্রনিক সামগ্রী-সহ আটক করেছে ৷ যেগুলি তারা বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ৷ জব্দকৃত জিনিসের আনুমানিক মূল্য 4 লক্ষ 620 টাকা ৷

বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে প্যাসেঞ্জার টার্মিনাল আইসিপি পেট্রাপোলে দায়িত্বরত বিএসএফ কর্মীরা 2 জন সন্দেহভাজন যাত্রীকে ভারী সামগ্রী-সহ ভারত থেকে বাংলাদেশে যেতে দেখেন ৷ কর্তব্যরত জওয়ানরা যাত্রীদের কাছে তাদের সামগ্রী সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি ৷ এরপরই বিএসএফ জওয়ানরা দুই যাত্রীকে আটক করে ৷ আটক যাত্রীদের পরিচয়- শেখ মফিজুল ইসলাম বাবুল ৷ সে বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা ৷ দ্বিতীয়জন মহম্মদ শাহীন আহমেদ ৷ তিনিও বাংলাদেশের চুয়াডাঙা জেলার বাসিন্দা ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিএসএফকে জানায়, বেশি টাকা রোজগারের লোভে বাহক হিসেবে কাজ করে তারা । কলকাতার বড়বাজার থেকে পণ্য কিনে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যায় এবং চোরাকারবারিদের কাছে দেয় ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, "বিএসএফ সদস্যরা 24x7 ধরে সীমান্ত পাহারা দিচ্ছে ৷ সীমান্তে সব ধরনের চোরাচালানের কারবার বন্ধ করতে বিএসএফ বদ্ধপরিকর ৷ যে কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে ৷"

আরও পড়ুন: কোমরে জড়ানো 81 লক্ষের সোনা, পাচারকারিকে ধরল বিএসএফ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.