ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের সময় তীব্র ঝাঁকুনি, আহত তিনযাত্রী - INJURED 3 PERSON

অবতরণের সময় ঝাঁকুনির জেরে কলকাতা বিমানবন্দরে একটি বেসরকারি সংস্থার বিমানে আহত হলেন তিন বিমানযাত্রী । এদের মধ্যে দু‘জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন ।

KOLKATA
কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের সময় তীব্র ঝাঁকুনি, আহত তিনযাত্রী
author img

By

Published : Jun 7, 2021, 8:07 PM IST

Updated : Jun 7, 2021, 9:25 PM IST

কলকাতা, 7 জুন: অবতরণের সময় ঝাঁকুনির জেরে কলকাতা বিমানবন্দরে একটি বেসরকারি সংস্থার বিমানে আহত হলেন তিন বিমানযাত্রী । এদের মধ্যে দু‘জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য মুম্বই থেকে আসা কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় একটি বেসরকারি সংস্থার বিমান ইউকে 775-তে ব্যাপক ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা । খারাপ আবহাওয়ার জন্য মাঝেমধ্যেই বিমান এই ধরনের ঝাঁকুনি লক্ষ করা যায় । এই ঘটনাকে বলা হয় টারবুলেন্স । এদিনও সেই ধরনের ঘটনা ঘটেছিল ।

আরও পড়ুন:পুণের ন্যাশানাল কেমিক্যাল ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডে মৃত 15

মেঘ এবং বজ্রবিদ্যুতের জন্য বিকেলে ওই বিমান যখন কলকাতা বিমানবন্দরে অবতরণ করছিল ঠিক তার আগের মুহূর্তে ওই বিমানে কলকাতা আকাশে ঘনীভূত মেঘ থেকে বেরোনোর সময় তীব্র ঝাঁকুনি হয় । যার জেরে আহত হন ওই তিন বিমানযাত্রী । তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে । অন্যদিকে বিমানটি সফলভাবেই কলকাতা বিমানবন্দরে ল্যান্ডিং করে বলে বিমানবন্দর সূত্রে খবর । বাকি যাত্রী ও পাইলটরা সুরক্ষিত আছেন ।

বিমান সংস্থার পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয় । বিমান অবতরণের ১৫ মিনিট আগে এই ঝাঁকুনির ঘটনা ঘটে । আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । আহত যাত্রীদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ।

কলকাতা, 7 জুন: অবতরণের সময় ঝাঁকুনির জেরে কলকাতা বিমানবন্দরে একটি বেসরকারি সংস্থার বিমানে আহত হলেন তিন বিমানযাত্রী । এদের মধ্যে দু‘জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য মুম্বই থেকে আসা কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় একটি বেসরকারি সংস্থার বিমান ইউকে 775-তে ব্যাপক ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা । খারাপ আবহাওয়ার জন্য মাঝেমধ্যেই বিমান এই ধরনের ঝাঁকুনি লক্ষ করা যায় । এই ঘটনাকে বলা হয় টারবুলেন্স । এদিনও সেই ধরনের ঘটনা ঘটেছিল ।

আরও পড়ুন:পুণের ন্যাশানাল কেমিক্যাল ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডে মৃত 15

মেঘ এবং বজ্রবিদ্যুতের জন্য বিকেলে ওই বিমান যখন কলকাতা বিমানবন্দরে অবতরণ করছিল ঠিক তার আগের মুহূর্তে ওই বিমানে কলকাতা আকাশে ঘনীভূত মেঘ থেকে বেরোনোর সময় তীব্র ঝাঁকুনি হয় । যার জেরে আহত হন ওই তিন বিমানযাত্রী । তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে । অন্যদিকে বিমানটি সফলভাবেই কলকাতা বিমানবন্দরে ল্যান্ডিং করে বলে বিমানবন্দর সূত্রে খবর । বাকি যাত্রী ও পাইলটরা সুরক্ষিত আছেন ।

বিমান সংস্থার পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয় । বিমান অবতরণের ১৫ মিনিট আগে এই ঝাঁকুনির ঘটনা ঘটে । আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । আহত যাত্রীদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ।

Last Updated : Jun 7, 2021, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.