কলকাতা, 14 সেপ্টেম্বর: ‘‘অত্যাচারী শক্তি আমাদের বিভ্রান্ত করতে পারবে না । নিরঙ্কুশ ভাবে আমরা জনগণের সেবা চালিয়ে যাব’’, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
প্রসঙ্গত, গতকাল বুধবারই বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠক ছেড়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । আর সেই জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে একরকম তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি । অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘‘আমাকে যদি মাথা নত করতেই হয়, আমি জনগণের সামনে মাথা নত করব, ক্ষমতায় থাকা মানুষের কাছে নয় ।’’ এ দিন তাঁরই বক্তব্যকে উদ্ধৃত করে ফের আক্রমণ করল তৃণমূল ।
প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের দুই নেতা তথা মন্ত্রী দাবি করেছিলেন, অভিষেকের শিরদাঁড়া সোজা । তিনি শুভেন্দু অধিকারীর মতো শিরদাঁড়া বিক্রি করেননি । তাই বারবার ওঁকে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনে জিজ্ঞাসাবাদের নামে ডেকে বিব্রত করার চেষ্টা হচ্ছে । তবে তদন্তের মুখোমুখি হতে ভয় পায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় । শিরদাঁড়া সোজা করেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন । বুধবারও তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করা হয়েছিল ৷
ইডি জিজ্ঞাসাবাদের পরও রাতেই এক্স হ্যান্ডেল থেকে পালটা বিজেপি তথা এনডিএকে আক্রমণ করেছিলেন অভিষেক । সেখানে তিনি লিখেছিলেন, ‘‘বিজেপি ভয় পেয়েছ, এনডিএ ভয় পেয়েছে । নড়বড়ে টাইটানের মতো ভয়ের ধাক্কা তাদের ভিত নড়িয়ে দিয়েছে । এটাই ইন্ডিয়ার ক্ষমতা ।’’
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বিজেপির বিরুদ্ধে এই আক্রমণ লাগাতার চালিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সেই কারণে মঙ্গল ও বুধ এবং বৃহস্পতিবার টানা আক্রমণ করা হল বিজেপিকে ৷ এভাবেই বিজেপির বিরুদ্ধে জনমত সমর্থনের চেষ্টা করছে তৃণমূল ।
আরও পড়ুন: 9 ঘণ্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেকের