ETV Bharat / state

Train Cancelled: বহাল কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভ, রবিবার পর্যন্ত বাতিল একাধিক ট্রেন - কুড়মি আন্দোলনে ব্যাহত ট্রেন পরিষেবা

কুড়মি আন্দোলনের জেরে ব্যাহত ট্রেন পরিষেবা ৷ 5 এপ্রিল থেকে বাতিল করা হয়েছে 244টি ট্রেন ৷ স্বাভাবিকভাবেই হয়রানির স্বীকার যাত্রীরা ।

Train Cancelled
রবিবার পর্যন্ত বাতিল একাধিক ট্রেন
author img

By

Published : Apr 7, 2023, 6:18 PM IST

কলকাতা, 7 এপ্রিল: চলতি মাসের 5 তারিখ থেকে আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তাঁদের দাবি, তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাঁদের ৷ কুড়মিদের এই বিক্ষোভের জেরে বিপর্যস্ত হচ্ছে ট্রেন পরিষেবা ৷ দক্ষিণ-পূর্ব রেলের শিয়ালদা বিভাগে প্রতিদিন একগুচ্ছ করে ট্রেন বাতিল হচ্ছে । শুক্রবার বাতিল হয়েছে 69টি ট্রেন । এছাড়াও একাধিক ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে গত 5 এপ্রিল থেকে এখনও পর্যন্ত বাতিল হয়েছে প্রায় 244টি ট্রেন ।

কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে অবরুদ্ধ হয় রেল চলাচল । ফলে স্বাভাবিকভাবেই হয়রানির স্বীকার হতে হয় যাত্রীদের ।

এই অবরোধের জেরেই 7 এপ্রিল বাতিল হয় একাধিক ট্রেন ৷ এই বাতিল হওয়া ট্রেনের তালিকায় আছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস, টাটানগর-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-কান্তবাজি এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা এক্সপ্রেস, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, কান্তবাঞ্জি-হাওড়া এক্সপ্রেস, ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, হাওড়া-টাটানগর এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি মেল, শালিমার-পোরবন্দর এক্সপ্রেস, হাওড়া-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া- জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস, জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, মুম্বই সিএসএমটি-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, এলটিটি-শালিমার এক্সপ্রেস, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস, মুম্বই সিএসএমটি-হাওড়া মেল, পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস ৷

আরও পড়ুন: কুড়মি বিক্ষোভে ব্যাহত পরিষেবা, বাতিল 78 জোড়া ট্রেন

এছাড়াও রবিবার অর্থাৎ 8 এপ্রিল যে সমস্ত ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলি হল হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, পুরুলিয়া- হাওড়া এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস, বোকারো-স্টিল সিটি হাওড়া এক্সপ্রেস, হাওড়া- হাতিয়া এক্সপ্রেস, সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস, পুনে- হাওড়া দুরন্ত এক্সপ্রেস ৷ 9 এপ্রিল বাতিল হয়েছে মুম্বই সিএসএমটি-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ৷

কলকাতা, 7 এপ্রিল: চলতি মাসের 5 তারিখ থেকে আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তাঁদের দাবি, তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাঁদের ৷ কুড়মিদের এই বিক্ষোভের জেরে বিপর্যস্ত হচ্ছে ট্রেন পরিষেবা ৷ দক্ষিণ-পূর্ব রেলের শিয়ালদা বিভাগে প্রতিদিন একগুচ্ছ করে ট্রেন বাতিল হচ্ছে । শুক্রবার বাতিল হয়েছে 69টি ট্রেন । এছাড়াও একাধিক ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে গত 5 এপ্রিল থেকে এখনও পর্যন্ত বাতিল হয়েছে প্রায় 244টি ট্রেন ।

কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে অবরুদ্ধ হয় রেল চলাচল । ফলে স্বাভাবিকভাবেই হয়রানির স্বীকার হতে হয় যাত্রীদের ।

এই অবরোধের জেরেই 7 এপ্রিল বাতিল হয় একাধিক ট্রেন ৷ এই বাতিল হওয়া ট্রেনের তালিকায় আছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস, টাটানগর-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-কান্তবাজি এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা এক্সপ্রেস, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, কান্তবাঞ্জি-হাওড়া এক্সপ্রেস, ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, হাওড়া-টাটানগর এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি মেল, শালিমার-পোরবন্দর এক্সপ্রেস, হাওড়া-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া- জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস, জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, মুম্বই সিএসএমটি-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, এলটিটি-শালিমার এক্সপ্রেস, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস, মুম্বই সিএসএমটি-হাওড়া মেল, পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস ৷

আরও পড়ুন: কুড়মি বিক্ষোভে ব্যাহত পরিষেবা, বাতিল 78 জোড়া ট্রেন

এছাড়াও রবিবার অর্থাৎ 8 এপ্রিল যে সমস্ত ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলি হল হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, পুরুলিয়া- হাওড়া এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস, বোকারো-স্টিল সিটি হাওড়া এক্সপ্রেস, হাওড়া- হাতিয়া এক্সপ্রেস, সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস, পুনে- হাওড়া দুরন্ত এক্সপ্রেস ৷ 9 এপ্রিল বাতিল হয়েছে মুম্বই সিএসএমটি-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.