ETV Bharat / state

গঙ্গার ঘাটে ওত পেতে ছিল পুলিশ, গাঁজা পাচারের আগেই বমাল ধৃত দুষ্কৃতী - Drug peddler

সোমবার সন্ধ্যায় শহরের সবকটি গঙ্গার ঘাটে নজর রেখেছিল গোয়েন্দা বিভাগ । আহিরীটোলা ঘাটের কাছে রাজা চৌধুরি নামে 21 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তার কাছ থেকেই উদ্ধার হয় 7 কিলোগ্রাম গাঁজা ।

গাঁজা
author img

By

Published : Oct 1, 2019, 2:41 PM IST

কলকাতা, 1 অক্টোবর: পাচার হবে প্রচুর গাঁজা । ব্যবহার করা হবে লঞ্চ । কলকাতা থেকে গাঁজা যাবে হাওড়ায় । গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের অ্যান্টিনারকোটিকস সেল৷ খবর পেয়েই নড়েচড়ে বসে পুলিশ ৷ পাচারের আগেই পাচারকারীকে বমাল ধরার পরিকল্পনা সাজায় কলকাতা পুলিশ । সেই পরিকল্পনায় এল সাফল্য৷ আহিরীটোলা ঘাট থেকে পাচারের আগেই উদ্ধার হল 7 কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে ।

কয়েক দিন আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধরা পড়ে একটি গাঁজা বোঝাই লরি । উদ্ধার হয় 867 কিলোগ্রাম গাঁজা ৷ উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ওই গাঁজা ডেলিভারি দিতে এসেছিল মধ্যপ্রদেশের একটি লরি । তখন থেকেই চক্রটির বিষয়ে খোঁজ রাখা হচ্ছিল । পুলিশ জানতে পারে গঙ্গার কোনও ঘাট থেকে পাচার হওয়ার কথা ছিল ওই গাঁজার ।

পাচারকারীকে ধরতে সোমবার সন্ধ্যায় শহরের সবকটি গঙ্গার ঘাটে নজর রেখেছিল গোয়েন্দা বিভাগ । আহিরীটোলা ঘাটের কাছে রাজা চৌধুরি নামে 21 বছরের এক যুবককে আটক করে পুলিশ । তার কাছ থেকেই উদ্ধার হয় 7 কিলোগ্রাম গাঁজা । গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের বাড়ি 162/2 স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ।

কলকাতা, 1 অক্টোবর: পাচার হবে প্রচুর গাঁজা । ব্যবহার করা হবে লঞ্চ । কলকাতা থেকে গাঁজা যাবে হাওড়ায় । গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের অ্যান্টিনারকোটিকস সেল৷ খবর পেয়েই নড়েচড়ে বসে পুলিশ ৷ পাচারের আগেই পাচারকারীকে বমাল ধরার পরিকল্পনা সাজায় কলকাতা পুলিশ । সেই পরিকল্পনায় এল সাফল্য৷ আহিরীটোলা ঘাট থেকে পাচারের আগেই উদ্ধার হল 7 কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে ।

কয়েক দিন আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধরা পড়ে একটি গাঁজা বোঝাই লরি । উদ্ধার হয় 867 কিলোগ্রাম গাঁজা ৷ উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ওই গাঁজা ডেলিভারি দিতে এসেছিল মধ্যপ্রদেশের একটি লরি । তখন থেকেই চক্রটির বিষয়ে খোঁজ রাখা হচ্ছিল । পুলিশ জানতে পারে গঙ্গার কোনও ঘাট থেকে পাচার হওয়ার কথা ছিল ওই গাঁজার ।

পাচারকারীকে ধরতে সোমবার সন্ধ্যায় শহরের সবকটি গঙ্গার ঘাটে নজর রেখেছিল গোয়েন্দা বিভাগ । আহিরীটোলা ঘাটের কাছে রাজা চৌধুরি নামে 21 বছরের এক যুবককে আটক করে পুলিশ । তার কাছ থেকেই উদ্ধার হয় 7 কিলোগ্রাম গাঁজা । গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের বাড়ি 162/2 স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ।

Intro:কলকাতা, 1 অক্টোবর: পাচার হবে প্রচুর গাঁজা। ব্যবহার করা হবে লঞ্চ। কলকাতা থেকে গাঁজা যাবে হাওড়ায়। কলকাতা পুলিশের এন্টি নারকটিকস সেলকে খবর দেয় সোর্স। তারপর তা কোথায় যাবে তা অবশ্য জানা ছিল না। তবে পাচারের আগেই চেষ্টা ভেস্তে দিতে চেয়েছিল পুলিশ। সেই কাজে সাফল্য পাওয়া গেল। পাচারের আগেই উদ্ধার করা হলো 7 কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে।
Body:আসলে দিন কয়েক আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধরা পড়ে গাঁজা বোঝাই লরি। উদ্ধার হয় ৮৬৭.২ কেজি মাদক। উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ওই গাজা ডেলিভারি দিতে এসেছিল মধ্যপ্রদেশের একটি লরি। তখন থেকেই এই চক্রটি বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছিল। সেই সূত্রে জানা যায় চক্রটির বেশ কিছু খবরা খবর। পুলিশ জানতে পারে ওই এলাকা থেকেই পাচার হবে গাঁজা। লালবাজার সূত্রের খবর এমনটাই।Conclusion:লালবাজার সূত্রের খবর, গত সন্ধ্যায় সবকটি গঙ্গার ঘাট এই নজর রাখছিল গোয়েন্দা বিভাগ। আহিরীটোলা ঘাটের কাছে রাজা চৌধুরী নামে 21 বছরের এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকেই উদ্ধার হয় 7 কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের বাড়ি ১৬২/২ স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে। ধৃতকে আজ আদালতে তুলছে পুলিশ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.