কলকাতা, 14 অক্টোবর: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরু। গত কয়েকদিনে বৃষ্টির গতিপ্রকৃতি দেখে আলিপুর আবহাওয়া অফিস পুজোর আবহাওয়া নিয়ে আশ্বস্ত করেছিল। এবার নিশ্চিত করল বৃষ্টি মাথায় নিয়ে পুজোয় ঘুরতে হবে না। পুজোর সময় রাজ্যের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে নবমী এবং দশমীতে কয়েকটি জেলায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তবুও সেই সম্ভাবনা ক্ষীণ বলেই হাওয়া অফিস মনে করছে। সবমিলিয়ে ফলে পুজোয় ঘোরার পরিকল্পনায় বাধা পড়ার সম্ভাবনা নেই।
এখানেই শেষ নয় হাওয়া অফিস জানাচ্ছে, এবছর পুজোর সময় দরদর করে ঘামতেও হবে না। বরং সূর্য ডুবে রাত গড়ালে একটা স্বস্তিদায়ক আবহাওয়া মিলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় প্রাকপুজো এবং পুজোর আবহের পূর্বাভাসে জানিয়েছেন,
তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 17 এবং 18 তারিখ পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্জার কারণে শুধুমাত্র তৃতীয়া ও চতুর্থীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
বৃষ্টি সম্পূর্ণভাবে উত্তরবঙ্গ থেকে বিদায় নেয়নি। ফলে একটা সমস্যা রয়ে যাচ্ছেই। 21 থেকে 24 অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গে ওই চারদিন আবহাওয়া শুকনো থাকবে। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ছাড়াও দুই দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টি হবে না।
দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নিয়েছে। সপ্তমী এবং অষ্টমীতে অর্থাৎ 21 এবং 22 অক্টোবর ওই দু'দিন বৃষ্টি হবে না। তবে নবমী এবং দশমীতে উপকূলবর্তী জেলা ও তৎসংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং হুগলিতে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে। বাকি জেলাগুলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না।
পুজোয় গরম কেমন থাকবে?
এ নিয়ে তিনি জানিয়েছেন, 20 তারিখ থেকে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির নীচে নেমে আসবে। অর্থাৎ ষষ্ঠী থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। পুজোর সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। জেলার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশপাশে থাকতে পারে।
তাহলে পুজোয় কি হিমেল হাওয়া অনুভূত হবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, পুজোর সময় হিমেল হওয়া বইবে না। কারণ 20 ডিগ্রির নীচে পারদ না-নামলে শীত ভাবটা আসে না। তবে সূর্য ডোবার পরে আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে। শুক্রবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 তিন ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ। আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: মহালয়া শুভ না অশুভ! তর্ক ছেড়ে জানুন আসল তথ্য