কলকাতা, 16 সেপ্টেম্বর: আপাতত রাজ্যে নিম্নচাপের দুর্যোগ কেটে গিয়েছে । আবহাওয়ার উন্নতি হচ্ছে দক্ষিণবঙ্গে । আগামী 24 ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । তবে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
এই মুহূর্তে নিম্নচাপ শক্তিক্ষয় করে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । ইতিপূর্বে মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছে । সেইসঙ্গে গুজরাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । শুক্রবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে । এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হবে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে ৷ ফলে আগামী শনি ও রবিবার এর প্রভাবে সপ্তাহ শেষে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়াও মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন: কলেরা রুখতে আগাম ব্যবস্থা কলকাতা পৌরনিগমের
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গের আকাশ আজ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ পার্বত্য এলাকাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে । তবে সপ্তাহ শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।