ETV Bharat / state

হেস্টিংসের বিক্ষোভ "স্বতঃস্ফূর্ত", দাবি সৌগতর - হেস্টিংসের সামনে বিক্ষোভ

কালো পতাকা, স্লোগান, বিক্ষোভ, পালটা বিক্ষোভ, ধস্তাধস্তি । সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলের গাড়িকে হেস্টিংসের দলীয় কার্যালয়ে প্রবেশের আগে আটকানো নিয়ে যে পরিস্থিতি তৈরি হয় তাতে, তৃণমূলের কোনও পরিকল্পনা ছিল না বলে জানালেন সৌগত রায় ।

সৌগত রায়
সৌগত রায়
author img

By

Published : Dec 26, 2020, 3:55 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের সামনে সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ । সুনীল মণ্ডলের গাড়ি পার্টি অফিসের দিকে এগোতে গেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা । রাস্তায় শুয়েও বিক্ষোভ দেখান তাঁরা । সাংসদের উদ্দেশে ওঠে কালো পতাকা, স্লোগান । পালটা আসরে নামেন বিজেপি কর্মীরাও । পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি । তৃণমূল কর্মীদের বিক্ষোভ পুরোপুরি স্বতঃস্ফূর্ত, বলছেন রাজ্যের শাসক দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় । তিনি বলেন, " এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ । দলের কোনও পরিকল্পনা ছিল না ।"

বিজেপিতে সদ্য যোগদানকারীদের নিয়ে হেস্টিং পার্টি অফিসে বৈঠক ডাকা হয়েছিল । এই বৈঠকে যোগ দিতে এসেছিলেন সাংসদ সুনীল মণ্ডল । কিন্তু, বিজেপি পার্টি অফিসের সামনে সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে । ঘটনায় দু'পক্ষের মধ্যে হাতাহাতি চলে । যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : সুনীল মণ্ডলের গাড়িতে হামলা, অমিত শাহকে ফোন কৈলাসের

এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "আমি শুনেছি সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে । তবে এটি স্বতস্ফূর্ত বিক্ষোভ । দলের কোনও পরিকল্পনা ছিল না । কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল যে সুনীল মণ্ডল কেন দলের কাউকে না জানিয়ে বিজেপিতে যোগ দান করলেন । উনি তো দলীয় চিহ্নে জিতেছেন । সেই ক্ষোভটা প্রকাশ পেয়েছে । তবে বেশি গড়ায়নি । পুলিশ ব্যবস্থা নিয়েছে । ঠিকই আছে ।"

কলকাতা, 26 ডিসেম্বর : হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের সামনে সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ । সুনীল মণ্ডলের গাড়ি পার্টি অফিসের দিকে এগোতে গেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা । রাস্তায় শুয়েও বিক্ষোভ দেখান তাঁরা । সাংসদের উদ্দেশে ওঠে কালো পতাকা, স্লোগান । পালটা আসরে নামেন বিজেপি কর্মীরাও । পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি । তৃণমূল কর্মীদের বিক্ষোভ পুরোপুরি স্বতঃস্ফূর্ত, বলছেন রাজ্যের শাসক দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় । তিনি বলেন, " এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ । দলের কোনও পরিকল্পনা ছিল না ।"

বিজেপিতে সদ্য যোগদানকারীদের নিয়ে হেস্টিং পার্টি অফিসে বৈঠক ডাকা হয়েছিল । এই বৈঠকে যোগ দিতে এসেছিলেন সাংসদ সুনীল মণ্ডল । কিন্তু, বিজেপি পার্টি অফিসের সামনে সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে । ঘটনায় দু'পক্ষের মধ্যে হাতাহাতি চলে । যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : সুনীল মণ্ডলের গাড়িতে হামলা, অমিত শাহকে ফোন কৈলাসের

এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "আমি শুনেছি সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে । তবে এটি স্বতস্ফূর্ত বিক্ষোভ । দলের কোনও পরিকল্পনা ছিল না । কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল যে সুনীল মণ্ডল কেন দলের কাউকে না জানিয়ে বিজেপিতে যোগ দান করলেন । উনি তো দলীয় চিহ্নে জিতেছেন । সেই ক্ষোভটা প্রকাশ পেয়েছে । তবে বেশি গড়ায়নি । পুলিশ ব্যবস্থা নিয়েছে । ঠিকই আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.