ETV Bharat / state

Mahua Moitra: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, অভিযোগ মহুয়ার

Mahua Moitra on Women's Reservation Bill: বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর দাবি, মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি ৷

Mahua Moitra/ Photo Courtesy - Sansad TV YT
Mahua Moitra/ Photo Courtesy - Sansad TV YT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 5:49 PM IST

Updated : Sep 20, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ এ দিন সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার সময় এই কথা বলেন তিনি ৷

কৃষ্ণনগরের সাংসদের কথায়, ‘‘বিজেপি আবারও দেশের মানুষকে বোকা বানাচ্ছে । মহিলা সংরক্ষণ বিল 2023 বলছে যে সংরক্ষণ কার্যকর হবে শুধুমাত্র আসন পুনর্বিন্যাস হওয়ার পরে ৷ তা পরবর্তী আদমশুমারির পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই হবে ।"

উল্লেখ্য, আইনসভায় মহিলা প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে ৷ 1996 সাল থেকে বেশ কয়েকবার এই বিল পেশ হলেও, তা পাশ হয়নি৷ ফলে আইন হিসেবেও কার্যকর হয়নি ৷ এই পরিস্থিতিতে আচমকা সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন সংসদ ভবনে অধিবেশন বসার পর প্রথম বিল হিসেবে এটি পেশ করা হয় ৷

  • "@BJP4India is once again fooling the people of the country. The Women's Reservation Bill 2023 states that reservation shall come into effect only after the delimitation has been undertaken, which is only after the relevant figures of the next census have been published."
    - Smt.… pic.twitter.com/xVoAgBKMI3

    — All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার এই বিলের উপর আলোচনা হয় লোকসভায় ৷ তৃণমূল কংগ্রেসের হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আলোচনায় অংশ নেন ৷ সেখানেই এই বিল নিয়ে একের পর এক পয়েন্ট তুলে ধরে দাবি করেন যে কেন্দ্রের মোদি সরকার এই বিল পাশ করলেও তা আইনে কার্যকর করতে চায় না ৷

মহুয়ার বক্তব্যের অংশের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে মহুয়ার বক্তব্যের অংশ লিখে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, জনগণনা কবে শেষ হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ অথচ এই বিল জনগণনার পর ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের পর কার্যকর হবে বলে জানানো হয়েছে ৷

সেই কারণে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনে তো এই বিল কার্যকর হবে না ৷ এমনকী, 2029 সালের লোকসভার ভোটের আগেও এই বিল আইনে পরিণত হয়ে কার্যকর হওয়ার সম্ভাবনা কম ৷

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল রাজীব গান্ধির স্বপ্ন ছিল, লোকসভায় বললেন সোনিয়া

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ এ দিন সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার সময় এই কথা বলেন তিনি ৷

কৃষ্ণনগরের সাংসদের কথায়, ‘‘বিজেপি আবারও দেশের মানুষকে বোকা বানাচ্ছে । মহিলা সংরক্ষণ বিল 2023 বলছে যে সংরক্ষণ কার্যকর হবে শুধুমাত্র আসন পুনর্বিন্যাস হওয়ার পরে ৷ তা পরবর্তী আদমশুমারির পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই হবে ।"

উল্লেখ্য, আইনসভায় মহিলা প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে ৷ 1996 সাল থেকে বেশ কয়েকবার এই বিল পেশ হলেও, তা পাশ হয়নি৷ ফলে আইন হিসেবেও কার্যকর হয়নি ৷ এই পরিস্থিতিতে আচমকা সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন সংসদ ভবনে অধিবেশন বসার পর প্রথম বিল হিসেবে এটি পেশ করা হয় ৷

  • "@BJP4India is once again fooling the people of the country. The Women's Reservation Bill 2023 states that reservation shall come into effect only after the delimitation has been undertaken, which is only after the relevant figures of the next census have been published."
    - Smt.… pic.twitter.com/xVoAgBKMI3

    — All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার এই বিলের উপর আলোচনা হয় লোকসভায় ৷ তৃণমূল কংগ্রেসের হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আলোচনায় অংশ নেন ৷ সেখানেই এই বিল নিয়ে একের পর এক পয়েন্ট তুলে ধরে দাবি করেন যে কেন্দ্রের মোদি সরকার এই বিল পাশ করলেও তা আইনে কার্যকর করতে চায় না ৷

মহুয়ার বক্তব্যের অংশের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে মহুয়ার বক্তব্যের অংশ লিখে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, জনগণনা কবে শেষ হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ অথচ এই বিল জনগণনার পর ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের পর কার্যকর হবে বলে জানানো হয়েছে ৷

সেই কারণে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনে তো এই বিল কার্যকর হবে না ৷ এমনকী, 2029 সালের লোকসভার ভোটের আগেও এই বিল আইনে পরিণত হয়ে কার্যকর হওয়ার সম্ভাবনা কম ৷

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল রাজীব গান্ধির স্বপ্ন ছিল, লোকসভায় বললেন সোনিয়া

Last Updated : Sep 20, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.