কলকাতা, 19 ডিসেম্বর : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তারপরই তৃণমূলের আক্রমণের শিকার শুভেন্দু অধিকারী ৷ সাংবাদিক বৈঠকে শুভেন্দুর পরিবারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷
তিনি বলেন, ‘‘অধিকারী পরিবারের বিশ্বাসযোগ্যতা আছে ? সেই প্রশ্নটা শুভেন্দু অধিকারী আজ তুলে দিলেন ৷ আজ যে প্রণামটা অমিত শাহকে করেছেন সেই প্রণামটা 10 বছর ধরে মমতাকে করেছেন শুভেন্দু ৷ দলটা যদি পচে যায় তাহলে আপনিও তো পচে গেছেন ৷’’
একই সঙ্গে অমিত শাহকেও কটাক্ষ করেন কল্য়াণ ৷ বলেন, ‘‘অমিত শাহ কি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন ? তা অধিকারী পরিবারতন্ত্র নেই ? কী কোয়ালিটি ছিল যে আপনার ছেলেকে বিসিসিআই সেক্রেটারি করতে হল ? বিজেপি লুটেরাদের পার্টি ৷’’
তিনি আরও বলেন, ‘‘ বিভিন্ন এজেন্সিকে দিয়ে বিরোধী দলের নেতাদের ভয় দেখাচ্ছে বিজেপি ৷ তাঁদের জোর করে দলে যোগ করাচ্ছে ৷’’
আরও পড়ুন :- তোলাবাজ ভাইপো হটাও : শুভেন্দু
অমিত শাহর কেন্দ্রীয় সরকারের কৃষকবন্ধু মন্তব্যেরও পালটা দেন তৃণমূল সাংসদ ৷ বলেন, ‘‘শুধুমাত্র কৃষকের বাড়িতে খেতে গেলে কেউ কৃষকবন্ধু হয়ে যায় না ৷ আপনারা যদি কৃষকবন্ধু হতেন তাহলে, দেশজুড়ে কৃষকদের এত আন্দোলন হত না ৷ আপনারা বড় বড় এজেন্সির কাছে কৃষিটাকে বেচে দিয়েছেন ৷’’