কলকাতা, 5 অক্টোবর: আপাতত ইডির দফতরে হাজিরা দিতে হবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে ইডি লিপস এণ্ড বাউন্স কোম্পানির যে নথি অভিষেকের থেকে চেয়েছে তা আগামী 10 অক্টোবরের মধ্যে জমা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে, ইডিকে এবার রীতিমতো তদন্ত শেষের গাইডলাইন বেঁধে দিল হাইকোর্ট ৷ আগামী 31 ডিসেম্বরের মধ্য়ে ইডিকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷
বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার-এর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে ৷ তবে মৌখিক ভাবে দু'পক্ষকেই নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, 10 তারিখের মধ্যে নথি ও যাবতীয় তথ্য জমা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রয়োজনে সমন করে ডাকতে হলে ইডি 19 তারিখের আগে বা 26-এর পর ডাকতে পারে। একই সঙ্গে, দুর্গা পুজোর পাঁচদিন অভিষেককে তলব করা যাবে না বলেও জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আদি-অনন্তকাল ধরে তদন্ত চালানোর যে প্রবৃত্তি সাধারণত দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রে, সেক্ষেত্রেও এবার রাশ টানল হাইকোর্ট ৷ এবার তদন্ত শেষের সময়সীমা বেঁধে দিল ডিভিশন বেঞ্চ ৷
বিচারপতি সৌমেন সেন এদিন শুনানিতে বলেন, "অভিষেক দু'বছর ওই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এখন সিইও। উনি তো স্বর্গ থেকে চলে আসেননি। ফলে ওনাকে ডকুমেন্টস জমা দিতে হবে। আদালত ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল এবং টাইম বাউন্ড তদন্ত চায়।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সওয়াল করেন এদিন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, "আইন অনুযায়ী কোনও ভাবেই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এই জাতীয় নির্দেশ দিতে পারেন না। স্বাধীনতা হরণ করা হচ্ছে। স্বাধীনতা রক্ষা করা হোক। তদন্তে হস্তক্ষেপ করছে আদালত।"
বিচারপতি সেন বলেন, "27 সেপ্টেম্বর সমন ইস্যু হয়। খুব ভুল তো কিছু নেই তাতে ! আপনি কি আপনার মক্কেলের 28 তারিখের রিপ্লাইটা দেখেছেন ? উনি বলেছেন, সব ডকুমেন্টস জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হোক।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও বলেন, "এজলাসে রীতিমতো হ্যাকল করার টোনে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি আইও-কে প্রশ্ন করেছেন। উনি জানতে চান কিসের ফ্যাক্টরি ওটা ? জলের বোতলের ফ্যাক্টরি জানানোর পর, বিচারপতি জানতে চাইছেন, জল কোথা থেকে ভরা হয় ? গঙ্গা থেকে ? একবার টোনটা ভাবুন ! আমার মক্কেলকে ইডি কী প্রশ্ন করবে সেটাও বিচারপতি বলে দিচ্ছেন !"
একই সঙ্গে, তিনি বলেন, "ইডিকে জমা দেওয়া কিছু ডকুমেন্টস শুভেন্দু অধিকারীর টুইটারে পাওয়া যাচ্ছে। ইডি যা বলছে, শুভেন্দু অধিকারীর টুইটারে দেখা যাচ্ছে।" আদালত ইডির আইনজীবীকে এই ব্যাপারে সতর্ক হতে বলে এদিন। বিচারপতি বলেন, "এগুলো যথেষ্ট কনফিডেনসিয়াল ডকুমেন্টস। একটু সামলে রাখুন। লিক হতে পারে তবে কেয়ারফুল থাকুন। ভাববেন না, লিক হতে পারে না। পানামা পেপারও লিক হয়েছিল। সামলে রাখুন।"
বিচারপতি সৌমেন সেন আরও বলেন, "19 মাস ধরে আপনারা কিছু করলেন না। আপনারা ডকুমেন্টস ভেরিফাই করে ওনাকে আবার সমন পাঠান।ওনাকে ডকুমেন্টস জমা দিতে দিন। আপনারা সেগুলো আগে স্ক্যান করুন। ওনাকে 9 বা 10 তারিখের মধ্যে ডকুমেন্টস জমা দিতে বলুন। তারপরের সপ্তাহে ওনাকে তলব করুন। ডকুমেন্টস হাতে পেয়ে নিজেদের তৈরি করুন। পড়ে দেখুন পেপার ওয়ার্কস করুন।"
ইডির পালটা বক্তব্য, "উনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। এমনকী ওনাকে ডাকলেও উনি আসছেন না। ওনাকে জিজ্ঞাসাবাদ করার মতো আমাদের কাছে যথেষ্ট মেটেরিয়াল আছে। ওনাকে 9 অক্টোবর আসতে দেওয়া হোক।" ইডির আইনজীবী আরও বলেন, "আমরা যথেষ্ট কঠোর। কাজ করার পর আমাদের অফিসারদের কষ্টটা কেউ দেখে না। শেষ 15 মাসে 50 কোটি টাকা, পাঁচ কোটি টাকার সোনা, 71.8 কোটি টাকার অ্যাসেট। প্রায় 126 কোটি টাকা বাজায়াপ্ত করেছি আমরা। সাত জন প্রভাবশালীকে গ্রেফতার করেছি। তার পরেও প্রতি পদক্ষেপে আমরা কাজ করছি না, শুনতে হয়।"
আরও পড়ুন: 'দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন', রাজ্যপালের মন্তব্যকে 'জমিদারি কালচার' বলছে তৃণমূল
ডিভিশন বেঞ্চ জানায়, "আপনারা কেন আদালতের পরামর্শ মানছেন না ? আমি বুঝতে পারছি না ! এটা আপনাদের জন্য ভালো হবে। প্রথমে ডকুমেন্টস নিন। তারপর ডাকুন ওনাকে। আমরা কোন বাঁধা দেব না আপনাকে। প্রথমে সব ডকুমেন্টস দেখুন।"