ETV Bharat / state

Abhishek Banerjee on Bharat Issue: 'ভারত' ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের - শুভেন্দু অধিকারী

আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানেই দেশের নাম ইন্ডিয়া'র পরিবর্তে ভারত করার প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু ইন্ডিয়া নিয়ে আপত্তির কারণ প্রসঙ্গে, একাধিক বিজেপি নেতা এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানান, এই নাম ব্রিটিশদের দেওয়া।

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 6:12 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ আর তাতেই কার্যত ঘি ঢেলেছে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের সরকারি নথি ৷ সেখানে নরেন্দ্র মোদির পরিচয়ে লেখা রয়েছে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' ৷ আর তা নিয়েই বুধবার বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বিজেপিকে আক্রমণ করে অভিষেক অভিযোগ করেছেন, 'ইন্ডিয়া' বনাম 'ভারত' করে বিজেপি আদতে বিভ্রান্তি ছড়াচ্ছে ৷

আগামী 9 তারিখ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর সেই নৈশভোজের আমন্ত্রণ পত্রে দ্রৌপদী মুর্মুর পরিচয় হিসাবে 'গণপ্রজাতন্ত্রী ভারত'-এর রাষ্ট্রপতি লেখা হয়েছে ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ মঙ্গলবারই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দেশের নাম 'ইন্ডিয়া' থেকে 'ভারত' হওয়ার নিয়ে প্রায় সবকটি রাজনৈতিক দলই তাদের প্রতিক্রিয়া দিয়েছে ৷ অনেকেই মনে করছেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল কেন্দ্র আনতে পারে ৷ এদিন টুইট করে বিজেপিকে এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লিখেছেন, "জিনিসের আকাশ ছোঁয়া দাম, ব্যাপক মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক উত্তেজনা, বেকারত্ব, সীমান্তে বিরোধ, ডবল ইঞ্জিন সরকার এবং জাতীয়তাবাদ নিয়ে বক্তব্যের জন্য সরকারকে কাঠগড়ায় তুলব আমরা ৷"

  • TMC MP Abhishek Banerjee tweets, "INDIA vs BHARAT is just a distraction orchestrated by the BJP. Let's cut to the chase and hold the govt accountable for skyrocketing prices, rampant inflation, communal tensions, unemployment, border disputes and their empty rhetoric of Double… pic.twitter.com/cGyT0SkWRo

    — ANI (@ANI) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদিকে চিঠি সোনিয়ার, বিশেষ অধিবেশনে ন'টি ইস্যুতে আলোচনার দাবি

অন্যদিকে, আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানেই দেশের নাম ইন্ডিয়া'র পরিবর্তে ভারত করার প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু ইন্ডিয়া নিয়ে আপত্তির কারণ প্রসঙ্গে, একাধিক বিজেপি নেতা এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানান, এই নাম ব্রিটিশদের দেওয়া। ভারতবর্ষ আদিকাল থেকেই ভারত বলেই পরিচিত। তাই এখন আর ইন্ডিয়ার প্রয়োজন নেই বলেই সওয়াল করছেন বিজেপি নেতৃত্ব। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তামাম বিরোধী নেতা-নেত্রী অবশ্য পালটা জানাচ্ছেন, বিরোধী 'ইন্ডিয়া' জোটের জন্য ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে জয়ের জন্য মরিয়া হয়ে এখন দেশেরই নাম বদলে দিতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই অভিযোগ বিরোধীদের।

কলকাতা, 6 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ আর তাতেই কার্যত ঘি ঢেলেছে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের সরকারি নথি ৷ সেখানে নরেন্দ্র মোদির পরিচয়ে লেখা রয়েছে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' ৷ আর তা নিয়েই বুধবার বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বিজেপিকে আক্রমণ করে অভিষেক অভিযোগ করেছেন, 'ইন্ডিয়া' বনাম 'ভারত' করে বিজেপি আদতে বিভ্রান্তি ছড়াচ্ছে ৷

আগামী 9 তারিখ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর সেই নৈশভোজের আমন্ত্রণ পত্রে দ্রৌপদী মুর্মুর পরিচয় হিসাবে 'গণপ্রজাতন্ত্রী ভারত'-এর রাষ্ট্রপতি লেখা হয়েছে ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ মঙ্গলবারই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দেশের নাম 'ইন্ডিয়া' থেকে 'ভারত' হওয়ার নিয়ে প্রায় সবকটি রাজনৈতিক দলই তাদের প্রতিক্রিয়া দিয়েছে ৷ অনেকেই মনে করছেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল কেন্দ্র আনতে পারে ৷ এদিন টুইট করে বিজেপিকে এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লিখেছেন, "জিনিসের আকাশ ছোঁয়া দাম, ব্যাপক মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক উত্তেজনা, বেকারত্ব, সীমান্তে বিরোধ, ডবল ইঞ্জিন সরকার এবং জাতীয়তাবাদ নিয়ে বক্তব্যের জন্য সরকারকে কাঠগড়ায় তুলব আমরা ৷"

  • TMC MP Abhishek Banerjee tweets, "INDIA vs BHARAT is just a distraction orchestrated by the BJP. Let's cut to the chase and hold the govt accountable for skyrocketing prices, rampant inflation, communal tensions, unemployment, border disputes and their empty rhetoric of Double… pic.twitter.com/cGyT0SkWRo

    — ANI (@ANI) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদিকে চিঠি সোনিয়ার, বিশেষ অধিবেশনে ন'টি ইস্যুতে আলোচনার দাবি

অন্যদিকে, আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানেই দেশের নাম ইন্ডিয়া'র পরিবর্তে ভারত করার প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু ইন্ডিয়া নিয়ে আপত্তির কারণ প্রসঙ্গে, একাধিক বিজেপি নেতা এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানান, এই নাম ব্রিটিশদের দেওয়া। ভারতবর্ষ আদিকাল থেকেই ভারত বলেই পরিচিত। তাই এখন আর ইন্ডিয়ার প্রয়োজন নেই বলেই সওয়াল করছেন বিজেপি নেতৃত্ব। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তামাম বিরোধী নেতা-নেত্রী অবশ্য পালটা জানাচ্ছেন, বিরোধী 'ইন্ডিয়া' জোটের জন্য ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে জয়ের জন্য মরিয়া হয়ে এখন দেশেরই নাম বদলে দিতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই অভিযোগ বিরোধীদের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.