কলকাতা, 17 জুন: ফের গাড়ি কেনা নিয়ে কটাক্ষের মুখে সিপিএম নেতা শতরূপ ঘোষ ৷ এবার কেরালা সিপিএমের উদাহরণ টেনে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ প্রশ্ন তুলেছেন, দামী গাড়ি কেনায় কেরালা সিপিএমের নেতার শাস্তি হলে শতরূপের জন্য কেন একই ব্যবস্থা নেওয়া হবে না ?
কেরালায় সিপিএমের শ্রমিক নেতা কে অনিল কুমার৷ তাঁকে নিয়ে একটি খবর ছড়িয়েছে মিডিয়ায় ৷ সেখানে জানানো হয়েছে যে ওই সিপিএম নেতা 50 লক্ষ টাকার একটি গাড়ি কিনেছেন ৷ কিন্তু দলের নেতার বিলাসবহুল গাড়ি চড়ায় আপত্তি তুলেছেন ওই রাজ্যের সিপিএম নেতাদের একাংশ ৷ তাই অনিল কুমারকে শাস্তি দিয়েছে সিপিএম ৷ তাঁকে দলের একটি সাব কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
সেই সংক্রান্ত দু’টি প্রতিবেদনের ছবি শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ সংশ্লিষ্ট ছবি দু’টি যে সংবাদমাধ্যমের, তার নামও টুইটে লিখেছেন কুণাল ৷ তার পর শতরূপ ও বঙ্গ সিপিএমকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘‘পড়ুন, ভাবুন । বিমান বসু, মহম্মদ সেলিম এবং বঙ্গীয় সিপিএমের জন্য । প্রশ্নটা ছিল মানসিকতার । বামপন্থী হোলটাইমারের বৈভবমুখী চারিত্রিক দিকের । আপনারা ব্যবস্থা না নিয়ে পার্টি রাজ্য দফতরে বসে পক্বপুচ্ছকে দিয়ে অসভ্যতা করালেন । নিন, আপনাদেরই কেরলের খবর পড়ুন ।’’
প্রসঙ্গত, মার্চের শেষের দিকে শতরূপ ঘোষের গাড়ি নিয়ে বিতর্ক ছড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে ৷ সিপিএমের হোলটাইমার হয়ে কীভাবে একজন নেতা 22 লক্ষ টাকা দামের গাড়ি কেনেন, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ ৷ পরে এই নিয়ে কলকাতায় সিপিএমের রাজ্য দফতর মুজাফ্ফর আহমেদ ভবনে বসে সাংবাদিক বৈঠক করেন শতরূপ ঘোষ ৷ সেখানে তিনি দাবি করেন যে তাঁর বাবা গাড়িটি তাঁকে উপহার দিয়েছেন ৷
আরও পড়ুন: শতরূপের 22 লাখি গাড়ি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল, পালটা জবাব যুবনেতার
সেই সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে শতরূপের করা কিছু মন্তব্য নিয়ে আপত্তি তোলেন কুণাল ৷ এই নিয়ে তিনি শতরূপ-সহ বিমান বসু ও মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ৷ শনিবার টুইটে সেই বিমান ও সেলিমকেই টেনে এনেছেন কুণাল ৷ তবে শতরূপের নাম লেখেননি৷ শুধু কটাক্ষ করেছেন ‘পক্বপুচ্ছ’ বলে ৷ যদিও এই নিয়ে এখনও সিপিএমের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷