কলকাতা, 8 এপ্রিল : দুই কাউন্সিলর খুন, বগটুই হত্যাকাণ্ড সহ একাধিক ইস্যুতে লাগাতার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসছে বিজেপি ৷ তারই জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে গিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিলেন তিনি ৷ মনে করিয়ে দিলেন একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ৷
এদিন অভিষেক বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার ভুল করে তাহলে,পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্যে 250টি আসন পাবে ৷ বৃহস্পতিবার এমনই দাবি করেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Reacts on BJP demand of Presidents Rule Bengal) ৷ বীরভূমের বগটুই গণহত্যা কাণ্ডের পর রাজ্য বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি তুলেছে তার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অভিষেক ৷ উল্লেখ্য, গত 21 মার্চ অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাটের বগটুইয় গ্রাম ৷ গ্রামের একাধিক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ওইদিন রাতে ৷ এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি ৷
আরও পড়ুন : এখন সব মানুষের সঙ্গে মেশার সুযোগ পাই, আগে পেতাম না, ভোট বাজারে দাবি বাবুলের
বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে যান অভিষেক ৷ সেখানে তিনি বলেন, "বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে ৷ 2021 বিধানসভা নির্বাচনে তাদের অত প্রচারের পরেও তৃণমূল 213 আসন পেয়েছে ৷ ক্ষমতা থাকলে ওরা এখানে রাষ্ট্রপতি শাসন জারি করুক ৷ আবার ভোট হবে ৷ আমরা 250 আসনে জিতব ৷ এটা আমার চ্যালেঞ্জ ৷ " পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে এদিন আক্রমণ করেন অভিষেক ৷