ETV Bharat / state

WB Panchayat Election 2023: পাখির চোখ পঞ্চায়েত, 2 জানুয়ারি সভাতেই তৈরি হবে জনসংযোগের রূপরেখা - মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে আগামী 2 জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের (TMC) বৃহত্তর কার্যনির্বাহী কমিটির বৈঠক (Extended Executive Committee Meeting) ৷ সূত্রের দাবি, এই বৈঠকেই তৈরি হবে জনসংযোগ কর্মসূচির রূপরেখা ৷

TMC Extended Executive Committee Meeting will be held on 2 January before WB Panchayat Election 2023
আগামী 2 জানুয়ারি নজরুল মঞ্চে জরুরি বৈঠক ৷
author img

By

Published : Dec 21, 2022, 7:09 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: 'পাখির চোখ' পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগেই সংগঠনকে সক্রিয় করতে বছরের শুরুতে নতুন লক্ষ্যমাত্রা নিয়ে 'মাঠে' নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ৷ আগামী 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ৷ তার পরদিন, অর্থাৎ আগামী 2 জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Mancha) বৃহত্তর কার্যনির্বাহী কমিটির বৈঠক (Extended Executive Committee Meeting) ডাকা হয়েছে ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ৷ সাংসদ, বিধায়ক থেকে শুরু করে গ্রামীণ স্তরে দলের টিকিটে জয়ী জনপ্রতিনিরা, সকলেই এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

তৃণমূল সূত্রে খবর, 2 জানুয়ারির ওই বৈঠক থেকেই পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের কার কী দায়িত্ব থাকবে, তা বুঝিয়ে দেওয়া হবে ৷ একইসঙ্গে, সাংগঠনিকভাবে দলের জন্য বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে সেদিনের বৈঠক থেকে ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) 2 জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকবেন ৷ মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে দল কোন পথে চলবে, তা নিয়ে এই বৈঠকেই দলীয় কর্মীদের বার্তা দিতে পারেন এই দুই শীর্ষ নেতানেত্রী ৷

আরও পড়ুন: দলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের আবাস যোজনায় ঘর না নেওয়ার আবেদন কোচবিহার তৃণমূলের

এখনও পর্যন্ত যত দূর খবর পাওয়া যাচ্ছে, এই বৈঠক থেকেই পঞ্চায়েতকে সামনে রেখে দলের নতুন জনসংযোগ কর্মসূচির সূচনা করা হতে পারে ৷ উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই 'দিদিকে বলো'র কায়দায় ফের জনসংযোগ শুরু করা হবে বলে শোনা গিয়েছিল ৷ কিন্তু, বছর শেষ হতে চললেও তৃণমূল কংগ্রেসের তরফে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ এই অবস্থায় মনে করা হচ্ছে, 2 জানুয়ারির বৈঠক তথা সভা থেকেই জনসংযোগ কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী ৷ ইতিমধ্যেই দলীয় জনপ্রতিনিধিদের কাছে এই সংক্রান্ত একটি ফর্ম পাঠানো হয়েছে ৷ মনে করা হচ্ছে, এর উপর ভিত্তি করেই জনসংযোগ কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে ৷

কলকাতা, 21 ডিসেম্বর: 'পাখির চোখ' পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগেই সংগঠনকে সক্রিয় করতে বছরের শুরুতে নতুন লক্ষ্যমাত্রা নিয়ে 'মাঠে' নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ৷ আগামী 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ৷ তার পরদিন, অর্থাৎ আগামী 2 জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Mancha) বৃহত্তর কার্যনির্বাহী কমিটির বৈঠক (Extended Executive Committee Meeting) ডাকা হয়েছে ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ৷ সাংসদ, বিধায়ক থেকে শুরু করে গ্রামীণ স্তরে দলের টিকিটে জয়ী জনপ্রতিনিরা, সকলেই এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

তৃণমূল সূত্রে খবর, 2 জানুয়ারির ওই বৈঠক থেকেই পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের কার কী দায়িত্ব থাকবে, তা বুঝিয়ে দেওয়া হবে ৷ একইসঙ্গে, সাংগঠনিকভাবে দলের জন্য বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে সেদিনের বৈঠক থেকে ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) 2 জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকবেন ৷ মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে দল কোন পথে চলবে, তা নিয়ে এই বৈঠকেই দলীয় কর্মীদের বার্তা দিতে পারেন এই দুই শীর্ষ নেতানেত্রী ৷

আরও পড়ুন: দলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের আবাস যোজনায় ঘর না নেওয়ার আবেদন কোচবিহার তৃণমূলের

এখনও পর্যন্ত যত দূর খবর পাওয়া যাচ্ছে, এই বৈঠক থেকেই পঞ্চায়েতকে সামনে রেখে দলের নতুন জনসংযোগ কর্মসূচির সূচনা করা হতে পারে ৷ উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই 'দিদিকে বলো'র কায়দায় ফের জনসংযোগ শুরু করা হবে বলে শোনা গিয়েছিল ৷ কিন্তু, বছর শেষ হতে চললেও তৃণমূল কংগ্রেসের তরফে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ এই অবস্থায় মনে করা হচ্ছে, 2 জানুয়ারির বৈঠক তথা সভা থেকেই জনসংযোগ কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী ৷ ইতিমধ্যেই দলীয় জনপ্রতিনিধিদের কাছে এই সংক্রান্ত একটি ফর্ম পাঠানো হয়েছে ৷ মনে করা হচ্ছে, এর উপর ভিত্তি করেই জনসংযোগ কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.