ETV Bharat / state

TMC Reaction on Akhil: 'বিধায়ক অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করছে তৃণমূল কংগ্রেস', টুইট ঘাসফুলের - তৃণমূল কংগ্রেস

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির আপত্তিকর মন্তব্যে তোলপাড় দেশ ৷ বিধায়ক তথা মন্ত্রীর এই মন্তব্যকে তাঁর দল ঘাসফুল কোনও ভাবে সমর্থন করে না বলে জানালেন সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen over Akhil Giri) ৷ তৃণমূল কংগ্রেসও একটি টুইট করে তাদের মত জানিয়েছে ৷

Akhil Giri
ETV Bharat
author img

By

Published : Nov 12, 2022, 2:33 PM IST

Updated : Nov 12, 2022, 4:46 PM IST

কলকাতা, 12 নভেম্বর: বিপাকে তৃণমূল কংগ্রেস ৷ নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক অখিল গিরি (TMC MP Akhil Giri) তাঁর অনুগামীদের মাঝে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে করুচিকর মন্তব্য করছেন, সংবাদসংস্থার মাধ্যমে এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ অখিল গিরির মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ ৷ যদিও মন্ত্রী তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, "আমার কোনও মন্তব্যের জন্য যদি রাষ্ট্রপতির অবমাননা হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত ৷ আমি যা বলেছি, তার জন্য আমি অনুতপ্ত ৷"

তাতে রাজনৈতিক বিতর্ক কোনওভাবেই কমেনি ৷ নিন্দায় সরব হয়েছে বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা ৷ এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেস বিধায়কের থেকে দূরত্ব বজায় রাখছে বলে মনে করা হচ্ছে ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি টুইট করে জানিয়েছে, "ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে ৷ আমাদের দল বিধায়ক অখিল গিরির করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ৷ আমরা স্পষ্ট জানাচ্ছি, এ ধরনের বিবৃতিকে সমর্থন করি না ৷ নারী ক্ষমতায়নের যুগে এধরনের নারী-বিদ্বেষী ভাবনা গ্রহণযোগ্য নয় ৷"

  • We have the utmost respect for Hon'ble President of India, Smt. Droupadi Murmu.

    Our party strongly condemns the unfortunate remarks made by MLA @AkhilGiriAITC and clarifies that we do not condone such statements.

    In the era of women's empowerment, such misogyny is unacceptable.

    — All India Trinamool Congress (@AITCofficial) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Dev) বলেন, "তৃণমূল কংগ্রেস এই মন্তব্য সমর্থন করে না ৷ ভারতের সংবিধানের এবং রাষ্ট্রপতির জন্য তৃণমূলের সর্বোচ্চ সম্মান আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক ৷ তাই এ ধরনের মন্তব্যকে সমর্থন করার কোনও প্রশ্নই ওঠে না ৷ মন্ত্রী (অখিল গিরি) তাঁর ভুল বুঝতে পেরেছেন এবং সোশাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন ৷"

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) অখিল গিরিকে তাঁর মন্তব্যের জন্য ভর্ৎসনা করেন ৷ তিনি জানান, তাঁর এই বিতর্কিত কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সামগ্রিক ভাবনাকে প্রতিফলিত করে না ৷ তিনি টুইট করেন, "সংবিধানের সর্বোচ্চ পদাধিকারীর সম্বন্ধে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ এমন কুৎসিত মন্তব্য কুরুচিকর ৷ এটা কোনও ভাবেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চিন্তাভাবনাকে প্রকাশ করে না ৷" এদিকে বিজেপি অবশ্য এই সুযোগ হাতছাড়া করেনি৷ গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আদিবাসী-বিরোধী' (anti-tribal) বলে আক্রমণ করেছে ৷

বঙ্গ বিজেপি (BJP4Bengal) টুইট করে, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৷ তাঁর সম্পর্কে অখিল গিরি, তৃণমূল সরকারের কারামন্ত্রী আপত্তিকর মন্তব্য করেছেন ৷ সে সময় শশী পাঁজা উপস্থিত ছিলেন৷ তিনি নারীকল্যাণ দফতরের মন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আদিবাসী-বিরোধী ৷"

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি'র

কলকাতা, 12 নভেম্বর: বিপাকে তৃণমূল কংগ্রেস ৷ নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক অখিল গিরি (TMC MP Akhil Giri) তাঁর অনুগামীদের মাঝে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে করুচিকর মন্তব্য করছেন, সংবাদসংস্থার মাধ্যমে এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ অখিল গিরির মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ ৷ যদিও মন্ত্রী তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, "আমার কোনও মন্তব্যের জন্য যদি রাষ্ট্রপতির অবমাননা হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত ৷ আমি যা বলেছি, তার জন্য আমি অনুতপ্ত ৷"

তাতে রাজনৈতিক বিতর্ক কোনওভাবেই কমেনি ৷ নিন্দায় সরব হয়েছে বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা ৷ এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেস বিধায়কের থেকে দূরত্ব বজায় রাখছে বলে মনে করা হচ্ছে ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি টুইট করে জানিয়েছে, "ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে ৷ আমাদের দল বিধায়ক অখিল গিরির করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ৷ আমরা স্পষ্ট জানাচ্ছি, এ ধরনের বিবৃতিকে সমর্থন করি না ৷ নারী ক্ষমতায়নের যুগে এধরনের নারী-বিদ্বেষী ভাবনা গ্রহণযোগ্য নয় ৷"

  • We have the utmost respect for Hon'ble President of India, Smt. Droupadi Murmu.

    Our party strongly condemns the unfortunate remarks made by MLA @AkhilGiriAITC and clarifies that we do not condone such statements.

    In the era of women's empowerment, such misogyny is unacceptable.

    — All India Trinamool Congress (@AITCofficial) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Dev) বলেন, "তৃণমূল কংগ্রেস এই মন্তব্য সমর্থন করে না ৷ ভারতের সংবিধানের এবং রাষ্ট্রপতির জন্য তৃণমূলের সর্বোচ্চ সম্মান আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক ৷ তাই এ ধরনের মন্তব্যকে সমর্থন করার কোনও প্রশ্নই ওঠে না ৷ মন্ত্রী (অখিল গিরি) তাঁর ভুল বুঝতে পেরেছেন এবং সোশাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন ৷"

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) অখিল গিরিকে তাঁর মন্তব্যের জন্য ভর্ৎসনা করেন ৷ তিনি জানান, তাঁর এই বিতর্কিত কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সামগ্রিক ভাবনাকে প্রতিফলিত করে না ৷ তিনি টুইট করেন, "সংবিধানের সর্বোচ্চ পদাধিকারীর সম্বন্ধে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ এমন কুৎসিত মন্তব্য কুরুচিকর ৷ এটা কোনও ভাবেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চিন্তাভাবনাকে প্রকাশ করে না ৷" এদিকে বিজেপি অবশ্য এই সুযোগ হাতছাড়া করেনি৷ গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আদিবাসী-বিরোধী' (anti-tribal) বলে আক্রমণ করেছে ৷

বঙ্গ বিজেপি (BJP4Bengal) টুইট করে, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৷ তাঁর সম্পর্কে অখিল গিরি, তৃণমূল সরকারের কারামন্ত্রী আপত্তিকর মন্তব্য করেছেন ৷ সে সময় শশী পাঁজা উপস্থিত ছিলেন৷ তিনি নারীকল্যাণ দফতরের মন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আদিবাসী-বিরোধী ৷"

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি'র

Last Updated : Nov 12, 2022, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.