কলকাতা, 12 নভেম্বর: বিপাকে তৃণমূল কংগ্রেস ৷ নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক অখিল গিরি (TMC MP Akhil Giri) তাঁর অনুগামীদের মাঝে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে করুচিকর মন্তব্য করছেন, সংবাদসংস্থার মাধ্যমে এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ অখিল গিরির মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ ৷ যদিও মন্ত্রী তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, "আমার কোনও মন্তব্যের জন্য যদি রাষ্ট্রপতির অবমাননা হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত ৷ আমি যা বলেছি, তার জন্য আমি অনুতপ্ত ৷"
তাতে রাজনৈতিক বিতর্ক কোনওভাবেই কমেনি ৷ নিন্দায় সরব হয়েছে বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা ৷ এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেস বিধায়কের থেকে দূরত্ব বজায় রাখছে বলে মনে করা হচ্ছে ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি টুইট করে জানিয়েছে, "ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে ৷ আমাদের দল বিধায়ক অখিল গিরির করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ৷ আমরা স্পষ্ট জানাচ্ছি, এ ধরনের বিবৃতিকে সমর্থন করি না ৷ নারী ক্ষমতায়নের যুগে এধরনের নারী-বিদ্বেষী ভাবনা গ্রহণযোগ্য নয় ৷"
-
We have the utmost respect for Hon'ble President of India, Smt. Droupadi Murmu.
— All India Trinamool Congress (@AITCofficial) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our party strongly condemns the unfortunate remarks made by MLA @AkhilGiriAITC and clarifies that we do not condone such statements.
In the era of women's empowerment, such misogyny is unacceptable.
">We have the utmost respect for Hon'ble President of India, Smt. Droupadi Murmu.
— All India Trinamool Congress (@AITCofficial) November 12, 2022
Our party strongly condemns the unfortunate remarks made by MLA @AkhilGiriAITC and clarifies that we do not condone such statements.
In the era of women's empowerment, such misogyny is unacceptable.We have the utmost respect for Hon'ble President of India, Smt. Droupadi Murmu.
— All India Trinamool Congress (@AITCofficial) November 12, 2022
Our party strongly condemns the unfortunate remarks made by MLA @AkhilGiriAITC and clarifies that we do not condone such statements.
In the era of women's empowerment, such misogyny is unacceptable.
আরও পড়ুন: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Dev) বলেন, "তৃণমূল কংগ্রেস এই মন্তব্য সমর্থন করে না ৷ ভারতের সংবিধানের এবং রাষ্ট্রপতির জন্য তৃণমূলের সর্বোচ্চ সম্মান আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক ৷ তাই এ ধরনের মন্তব্যকে সমর্থন করার কোনও প্রশ্নই ওঠে না ৷ মন্ত্রী (অখিল গিরি) তাঁর ভুল বুঝতে পেরেছেন এবং সোশাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন ৷"
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) অখিল গিরিকে তাঁর মন্তব্যের জন্য ভর্ৎসনা করেন ৷ তিনি জানান, তাঁর এই বিতর্কিত কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সামগ্রিক ভাবনাকে প্রতিফলিত করে না ৷ তিনি টুইট করেন, "সংবিধানের সর্বোচ্চ পদাধিকারীর সম্বন্ধে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ এমন কুৎসিত মন্তব্য কুরুচিকর ৷ এটা কোনও ভাবেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চিন্তাভাবনাকে প্রকাশ করে না ৷" এদিকে বিজেপি অবশ্য এই সুযোগ হাতছাড়া করেনি৷ গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আদিবাসী-বিরোধী' (anti-tribal) বলে আক্রমণ করেছে ৷
বঙ্গ বিজেপি (BJP4Bengal) টুইট করে, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৷ তাঁর সম্পর্কে অখিল গিরি, তৃণমূল সরকারের কারামন্ত্রী আপত্তিকর মন্তব্য করেছেন ৷ সে সময় শশী পাঁজা উপস্থিত ছিলেন৷ তিনি নারীকল্যাণ দফতরের মন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আদিবাসী-বিরোধী ৷"
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি'র