ETV Bharat / state

West Bengal Weather Update : উধাও তাপপ্রবাহ ? রাজ্যজুড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস - thunderstorm and rain likely to be in North Bengal

দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গেও (thunderstorm and rain likely to be in North Bengal) ৷

rain in west bengal
রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : May 1, 2022, 9:12 PM IST

Updated : May 2, 2022, 6:37 AM IST

কলকাতা, 1 মে : আপাতত তীব্র দাবদাহ থেকে মুক্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৷ থাকছে না তাপপ্রবাহের চোখ রাঙানিও ৷ রবিবার এই আশার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলিও ৷ রবিবার অর্থাৎ 1 মে থেকে 4 মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হবে (thunderstorm and rain likely to be in Kolkata and South Bengal) ৷ কালবৈশাখীর জেরেই বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷ ফলে কমবে তাপমাত্রা ৷

তবে এই ঝড় বৃষ্টির দাপট সর্বত্র সমান থাকবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস ৷ 1 থেকে 3 মে পর্যন্ত 50-60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে জেলাগুলিতে ৷ বিকেলের পর সন্ধ্যের দিকে এই ঝড়-বৃষ্টি হবে ৷ 4 তারিখ কিছুটা কমবে হাওয়ার বেগ ৷ তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ বুধবারের পরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার পয়লা মে থেকে 3মে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ কিছু জায়গায় হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার স্পর্শ করতে পারে ৷ সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ 4 মের পর বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে । তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে আরও কয়েকদিন । বৃষ্টিপাতের প্রভাবে আগামী কয়েকদিন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে ।

আরও পড়ুন : উত্তর থেকে দক্ষিণে জারি থাকবে বারিধারা, তারপরই ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত !

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে । যা শুক্রবার, 6 মে নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে । পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়াতে পারে । রবিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ । বৃষ্টি হয়েছে 13.07 মিলিমিটার ।

কলকাতা, 1 মে : আপাতত তীব্র দাবদাহ থেকে মুক্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৷ থাকছে না তাপপ্রবাহের চোখ রাঙানিও ৷ রবিবার এই আশার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলিও ৷ রবিবার অর্থাৎ 1 মে থেকে 4 মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হবে (thunderstorm and rain likely to be in Kolkata and South Bengal) ৷ কালবৈশাখীর জেরেই বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷ ফলে কমবে তাপমাত্রা ৷

তবে এই ঝড় বৃষ্টির দাপট সর্বত্র সমান থাকবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস ৷ 1 থেকে 3 মে পর্যন্ত 50-60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে জেলাগুলিতে ৷ বিকেলের পর সন্ধ্যের দিকে এই ঝড়-বৃষ্টি হবে ৷ 4 তারিখ কিছুটা কমবে হাওয়ার বেগ ৷ তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ বুধবারের পরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার পয়লা মে থেকে 3মে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ কিছু জায়গায় হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার স্পর্শ করতে পারে ৷ সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ 4 মের পর বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে । তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে আরও কয়েকদিন । বৃষ্টিপাতের প্রভাবে আগামী কয়েকদিন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে ।

আরও পড়ুন : উত্তর থেকে দক্ষিণে জারি থাকবে বারিধারা, তারপরই ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত !

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে । যা শুক্রবার, 6 মে নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে । পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়াতে পারে । রবিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ । বৃষ্টি হয়েছে 13.07 মিলিমিটার ।

Last Updated : May 2, 2022, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.