ETV Bharat / state

Cash Recovered in kolkata: কলকাতায় ফের টাকার পাহাড়! স্ট্র্যান্ড রোডে উদ্ধার 43 লক্ষ টাকা, ধৃত 3

সোমবার বিকেলে স্ট্র্যান্ড রোড থেকে তিন ব্যক্তিকে আটক করেন লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা ৷ তাদের কাছ থেকে নগদ প্রায় 45 লক্ষ টাকা পাওয়া যায় ৷ পরে তাদের গ্রেফতার করা হয় (huge cash recovered in kolkata) ৷

ETV Bharat
কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার নগদ 43 লক্ষ টাকা
author img

By

Published : Jan 9, 2023, 9:01 PM IST

Updated : Jan 9, 2023, 9:41 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: ফের লাখ লাখ নগদ টাকা উদ্ধার হল কলকাতা থেকে ৷ এবার একেবারে স্ট্র্যান্ড রোডে রাস্তার ধারের বাস স্ট্যান্ড থেকে ৷ উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় 43 লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ এই নগদের প্রায় সব নোটই 500 টাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ তিন ব্যক্তির কাছে থাকা দুটি ব্যাগে এই বিপুল নগদ রাখা ছিল (cash 43 lakh found in Kolkata Strand Road)৷ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ ধৃতদের নাম বিমল ওঝা, অমনকুমার তিওয়ারি এবং বিমলকুমার তিওয়ারি ৷

ধৃত 3 ব্যক্তির বিরুদ্ধে বড়বাজার থানায় মামলা রুজু হয়েছে ৷ এই বিপুল পরিমাণ টাকা নিয়ে বাস স্ট্যান্ডে ওই তিন ব্যক্তি কী করছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হবে ৷ লালবাজার সূত্রে খবর, সোমবার বিকালে সাদা পোশাকে স্ট্র্যান্ড রোডের উপর ডিউটি করছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । এই তিন ব্যক্তিকে ওই বাস স্ট্যান্ডে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় তাঁদের (three arrested with huge cash from Kolkata) ৷

এরপর এই তিন ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ লুকানোর চেষ্টা করে ধৃতরা ৷ এতে তাদের প্রতি সন্দেহের আরও দৃঢ় হয় । এরপরেই এলাকা থেকে পালানোর চেষ্টা করে একজন ৷ এরপরেই ওই তিন ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ প্রথমে তাদের একটি জায়গায় নিয়ে যাওয়া হয় । এরপর ওই তিন ব্যক্তির সঙ্গে থাকা 2টি ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের ৷ ব্যাগ দুটি থেকে উদ্ধার হয় 500 টাকার নোট ভরতি 43 লক্ষ টাকা ৷ ধৃতদের লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: ইসলামিক স্টেট গঠনে জঙ্গিদের বাধা ভারত, বাংলার একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে মাস্টারমাইন্ডরা !

এরআগেও কলকাতা ও সন্নিহিত এলাকা থেকে কোটি কোটি নগদ উদ্ধারের ঘটনা ঘটেছে (Cash Recovered in kolkata) ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় 49 কোটি টাকা ৷ ব্যবসায়ী আমির খানের বাড়িতে মেলে প্রায় 19 কোটি টাকা ৷ সম্প্রতি খড়দায় এক অধ্যাপকের ফ্ল্যাট থেকে নগদ প্রায় 32 লক্ষ টাকা পাওয়া গিয়েছে ৷

কলকাতা, 9 জানুয়ারি: ফের লাখ লাখ নগদ টাকা উদ্ধার হল কলকাতা থেকে ৷ এবার একেবারে স্ট্র্যান্ড রোডে রাস্তার ধারের বাস স্ট্যান্ড থেকে ৷ উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় 43 লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ এই নগদের প্রায় সব নোটই 500 টাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ তিন ব্যক্তির কাছে থাকা দুটি ব্যাগে এই বিপুল নগদ রাখা ছিল (cash 43 lakh found in Kolkata Strand Road)৷ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ ধৃতদের নাম বিমল ওঝা, অমনকুমার তিওয়ারি এবং বিমলকুমার তিওয়ারি ৷

ধৃত 3 ব্যক্তির বিরুদ্ধে বড়বাজার থানায় মামলা রুজু হয়েছে ৷ এই বিপুল পরিমাণ টাকা নিয়ে বাস স্ট্যান্ডে ওই তিন ব্যক্তি কী করছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হবে ৷ লালবাজার সূত্রে খবর, সোমবার বিকালে সাদা পোশাকে স্ট্র্যান্ড রোডের উপর ডিউটি করছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । এই তিন ব্যক্তিকে ওই বাস স্ট্যান্ডে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় তাঁদের (three arrested with huge cash from Kolkata) ৷

এরপর এই তিন ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ লুকানোর চেষ্টা করে ধৃতরা ৷ এতে তাদের প্রতি সন্দেহের আরও দৃঢ় হয় । এরপরেই এলাকা থেকে পালানোর চেষ্টা করে একজন ৷ এরপরেই ওই তিন ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ প্রথমে তাদের একটি জায়গায় নিয়ে যাওয়া হয় । এরপর ওই তিন ব্যক্তির সঙ্গে থাকা 2টি ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের ৷ ব্যাগ দুটি থেকে উদ্ধার হয় 500 টাকার নোট ভরতি 43 লক্ষ টাকা ৷ ধৃতদের লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: ইসলামিক স্টেট গঠনে জঙ্গিদের বাধা ভারত, বাংলার একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে মাস্টারমাইন্ডরা !

এরআগেও কলকাতা ও সন্নিহিত এলাকা থেকে কোটি কোটি নগদ উদ্ধারের ঘটনা ঘটেছে (Cash Recovered in kolkata) ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় 49 কোটি টাকা ৷ ব্যবসায়ী আমির খানের বাড়িতে মেলে প্রায় 19 কোটি টাকা ৷ সম্প্রতি খড়দায় এক অধ্যাপকের ফ্ল্যাট থেকে নগদ প্রায় 32 লক্ষ টাকা পাওয়া গিয়েছে ৷

Last Updated : Jan 9, 2023, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.