কলকাতা , 12 মে : লকডাউনের জেরে কাজ বন্ধ ৷ ফলে বেকার বহু মানুষ । অনেকেরই জীবনধারণের ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর সামর্থ্য হচ্ছে না । এর মাঝে আবার চলছে রমজ়ান মাস । ইফতারের জন্য সময় প্রয়োজন হয় খেজুর, বাদামের মতো সামগ্রীর । কিন্তু সেসব জুটবে কীভাবে ? বাধ্য হয়ে কেউ বেছে নিচ্ছে অসৎ পথ ৷ তেমনই এক ঘটনায় গতকাল গ্রেপ্তার করা হল একজনকে ।
কিছুদিন আগে কাশীপুরে মুদিখানায় তেল-মশলা , চাল চুরির ঘটনা ঘটেছিল । নিউমার্কেটের একটি দোকান থেকে জিন্সের প্যান্ট চুরির ঘটনাও ঘটে । অথচ সাধারণ সময় এই ধরনের অপরাধ একটা দেখা যায় না । গতকাল ফুলবাগানে রিটেল চেনের স্টোরে চুরি হয় আলমন্ডের প্যাকেট আর ঘিয়ের প্যাকেট । সেই ঘটনায় নারকেলডাঙা মেইন রোডের কুড়ি বছরের জুবের খুরশিদ আহমেদকে গ্রেপ্তার করা হয় । CCTV ক্যামেরায় বিষয়টি বুঝতে পেরে ফুলবাগান থানায় দায়ের করা হয় অভিযোগ । সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ খুরশিদকে গ্রেপ্তার করেছে ।
পুলিশের জেরায় সে জানিয়েছে , কোথাও বিক্রি করার জন্য নয়, সে চুরি করেছিল বাড়িতে ব্যবহারের জন্য । রমজ়ানের সময় এইগুলি কেনার সামর্থ্য ছিল না । তার থেকে ঘি আর কাঠবাদাম (আলমন্ড) উদ্ধার করেছে পুলিশ ।
মনোবিদ কেদার বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে বলেছেন , “ অনেকেই জীবনধারণের মান নির্দিষ্ট করে ফেলে । সেই মানের সঙ্গে আপস করতে চায় না । যখন সদুপায়ে জোগাড় করার ক্ষমতা চলে যায় , তখন অসদুপায়ে পাওয়ার চেষ্টা করে । লকডাউনে বহু মানুষ কাজ হারাচ্ছেন, অথচ সংসারের প্রয়োজনীয়তা কম হচ্ছে না । সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে ।"