কলকাতা, 10 এপ্রিল : লকডাউনের সুযোগে কলকাতায় সক্রিয় হয়ে উঠেছে চোরের দল । সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইবাজরাও । লকডাউনের জেরে শহরে বড় অপরাধ কমে গেলেও চুরি, ছিনতাইয়ের ঘটনা বেড়েছে । এমনটাই জানা গেছে লালবাজার সূত্রে । নিউমার্কেটে একটি দোকানে চুরির ঘটনায় আজ গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।
লকডাউনের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সব কিছুর দোকান বন্ধ । চোরেদের নজর পড়েছে সেই বন্ধ দোকানগুলোর উপরেই । গত বুধবার তেমন ঘটনাই ঘটে নিউমার্কেটের একটি দোকানে । একটি জামা কাপড়ের দোকান থেকে চুরি যায় প্রচুর ব্র্যান্ডেড জিন্স প্যান্ট । খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ আজ 4 নম্বর কোরাবর্ধন লেন থেকে লালটু মালিক নামে 21 বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় দশটি জিন্স । এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে কবির মালিকের খোঁজ পাওয়া যায় । তার কাছে পাওয়া যায় আরও কিছু জিন্স । ওই দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ ।
সম্প্রতি, কলকাতায় বেশ কিছু ছিনতাইয়ের অভিযোগ এসেছে। গতকাল শোভাবাজারে এক বৃদ্ধ বাজার করে ফিরছিলেন । নীলমণি মিত্র সিটির কাছে ফাঁকা রাস্তায় তাঁকে ব্লেড দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায় এক দুষ্কৃতী । দিন কয়েক আগে টালিগঞ্জে এক বৃদ্ধার গলার হার এবং কানের দুল ছিনিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী । শহরের অন্যান্য অপরাধ কমে গেলেও এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তিত লালবাজার ।