কলকাতা, 9 নভেম্বর : সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত । আর সেই কারণেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয় না । অথচ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রথম শর্তই হল ত্রুটিমুক্ত ভোটার তালিকা । আর সেটা করতে হলে সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতগুলোকে চিহ্নিত করতে হবে । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদল বৈঠকের পরে এমনই দাবি জানালেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার । রাজ্যের সবকটি বিরোধী দলের দাবিও অনেকটা এমনই । আজকের সর্বদল বৈঠকে তারা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির উপর জোর দিয়েছে ।
BJP-র দাবি, নির্বাচন কমিশনের এ রাজ্যের অফিসের নিজস্ব কোনও লোকবল নেই । তার ফলে কমিশনকে পুরোটাই নির্ভর করতে হয় রাজ্য সরকারি কর্মীদের উপর । এটা সবাই জানে রাজ্য সরকারি কর্মীরা কার অঙ্গুলি হেলনে চলে । বাম জামানাতেও এই পুরো বিষয়টি ঠিক করত কো-অর্ডিনেশন কমিটি । আর এখন করে পার্টি ।
এ প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, “ কার্যত রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে তৈরি হয় ভোটার তালিকা । আমরা ভোটার তালিকা তৈরির ত্রুটির বিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অভিযোগ জানালে, ওরা দেখিয়ে দেয় জেলাশাসকের দিকে । আর জেলাশাসকেরা রিপোর্ট দেন সব ঠিক আছে । এখন জেলাশাসকের পরিবর্তন কীভাবে করা হচ্ছে সেটা বাংলার মানুষ জানে । সেই কারণেই বলছি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত ।’’ পাশাপাশি তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই বুথ লেভেল অফিসারদের পাওয়া যায় না । তাঁরা যাতে নির্দিষ্ট সময়ে বুথে বসেন সেটি নিশ্চিত করতে হবে ।
এই মুহূর্তে রাজ্যে 78,903 টি বুথ আছে । BJP-র সুরেই CPI(M) এবং কংগ্রেসের দাবি, অতীতে দেখা গেছে রাজ্যের সব বুথ লেভেল অফিসাররা নিয়মমতো বসেন না । ফলে, তালিকায় নাম তোলা এবং নম্বর দেওয়ার ক্ষেত্রে নানান রকম সমস্যা তৈরি হয় । এপ্রসঙ্গে বাম নেতা রবীন দেব বলেন, “ রাজ্যের সবকটি বুথে যাতে বুথ লেভেল অফিসার ঠিকমতো কাজ করেন সেটা দেখা কমিশনের দায়িত্ব । ভূতুড়ে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখতে হবে । কোনও অজুহাতে যেন কোনও ভোটারের নাম না বাদ যায় সেটা দেখতে হবে । মালদা-মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের জেরে ভোটারদের ঠিকানা পালটে যাচ্ছে । এই বিষয়টি নিয়ে BLO-দের সক্রিয় ভূমিকা নিতে হবে । সবচেয়ে বড় কথা রাজ্যের সবকটি বুথে BLO হিসেবে নিয়োগ করতে হবে সরকারি কর্মীদের । কোনও অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না ।"
বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বিরোধীরা একযোগে দাবি করেছে, রাজ্যের সবকটি বুথের BLO-দের বিকল্প কর্মী তৈরি রাখতে হবে । কারণ এই পরিস্থিতিতে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন ।