ETV Bharat / state

15 জুন থেকে ভাঙা হবে পোস্তা উড়ালপুল : ফিরহাদ - পোস্তা উড়ালপুল ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

পোস্তা উড়ালপুল দুর্ঘটনার পাঁচ বছর পার হয়ে গিয়েছে ৷ তারপরও প্রায় ভগ্নদশায় পড়েছিল পোস্তা উড়ালপুল ৷ অবশেষে চলতি মাসের 15 তারিখ থেকে উড়ালপুলটি ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷

পোস্তা উড়ালপুল
পোস্তা উড়ালপুল
author img

By

Published : Jun 2, 2021, 10:29 PM IST

কলকাতা, 2 জুন : এক একটা লোহার বিম সরছে আর বেরিয়ে আসছে একের পর রক্তাক্ত , ক্ষত , চামড়া গুটিয়ে যাওয়া মৃতদেহ ৷ 2016 এর পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ৷ কেটে গিয়েছে পাঁচ পাঁচটা বছর ৷ বহুবার এই উড়ালপুল নিয়ে সরকারের তরফে আলোচনা হলেও চূড়ান্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর গতবছর উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য ৷ কিন্তু কোথায় কী ৷ সেই বিপজ্জনক অবস্থাতেই পড়েছিল উড়ালপুলটি ৷ ফের 200 এর বেশি আসনে জিতে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার পরিবহণ মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম ৷ মন্ত্রিত্ব পাওয়ার পর ফের পোস্তা উড়ালপুল ভাঙার কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম ৷

তিনি বলেন, " চলতি মাসের 15 তারিখ থেকে শুরু হবে উড়ালপুল ভাঙার কাজ ৷ 45 দিনের মধ্যে পুরো উড়ালপুলটিই ভেঙে ফেলা হবে ৷ দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ তত্ত্বাবধানে চারটি সংস্থাকে ৷ যতদিন এই কাজ চলবে , ততদিন পোস্তারুট বন্ধ থাকবে ৷ অন্যরুটে চলবে গাড়িগুলি ৷ " পাশাপাশি তিনি আরও জানান, " এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই আবেদন জানাচ্ছেন উড়ালপুল ভাঙার জন্য ৷ অবশেষে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ ভাঙার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মীরা এসে তা পরিস্কার করে দেবেন ৷ পুলিশ প্রসাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে কাজ চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে বাড়তি সতর্কতা দিতে ৷ " উড়ালপুল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সেইসময় সতর্ক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

পোস্তা উড়ালপুল ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, জানালেন ফিরহাদ হাকিম

এদিন কলকাতা পৌরনিগমে পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও । প্রসঙ্গত , 2016 সালের 31 মার্চ ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। র্ঘটনায় প্রায় 100 জন নিহত হন। পাঁচ বছর ধরে প্রায় ভগ্নদশায় থাকার পর উড়ালপুলটি আদেও শেষ পর্যন্ত ভাঙা হবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে পোস্তাবাসী ৷

আরও পড়ুন : আলাপন অধ্যায় শেষ, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা

কলকাতা, 2 জুন : এক একটা লোহার বিম সরছে আর বেরিয়ে আসছে একের পর রক্তাক্ত , ক্ষত , চামড়া গুটিয়ে যাওয়া মৃতদেহ ৷ 2016 এর পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ৷ কেটে গিয়েছে পাঁচ পাঁচটা বছর ৷ বহুবার এই উড়ালপুল নিয়ে সরকারের তরফে আলোচনা হলেও চূড়ান্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর গতবছর উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য ৷ কিন্তু কোথায় কী ৷ সেই বিপজ্জনক অবস্থাতেই পড়েছিল উড়ালপুলটি ৷ ফের 200 এর বেশি আসনে জিতে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার পরিবহণ মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম ৷ মন্ত্রিত্ব পাওয়ার পর ফের পোস্তা উড়ালপুল ভাঙার কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম ৷

তিনি বলেন, " চলতি মাসের 15 তারিখ থেকে শুরু হবে উড়ালপুল ভাঙার কাজ ৷ 45 দিনের মধ্যে পুরো উড়ালপুলটিই ভেঙে ফেলা হবে ৷ দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ তত্ত্বাবধানে চারটি সংস্থাকে ৷ যতদিন এই কাজ চলবে , ততদিন পোস্তারুট বন্ধ থাকবে ৷ অন্যরুটে চলবে গাড়িগুলি ৷ " পাশাপাশি তিনি আরও জানান, " এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই আবেদন জানাচ্ছেন উড়ালপুল ভাঙার জন্য ৷ অবশেষে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ ভাঙার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মীরা এসে তা পরিস্কার করে দেবেন ৷ পুলিশ প্রসাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে কাজ চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে বাড়তি সতর্কতা দিতে ৷ " উড়ালপুল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সেইসময় সতর্ক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

পোস্তা উড়ালপুল ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, জানালেন ফিরহাদ হাকিম

এদিন কলকাতা পৌরনিগমে পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও । প্রসঙ্গত , 2016 সালের 31 মার্চ ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। র্ঘটনায় প্রায় 100 জন নিহত হন। পাঁচ বছর ধরে প্রায় ভগ্নদশায় থাকার পর উড়ালপুলটি আদেও শেষ পর্যন্ত ভাঙা হবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে পোস্তাবাসী ৷

আরও পড়ুন : আলাপন অধ্যায় শেষ, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.