কলকাতা, 26 সেপ্টেম্বর : পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পক্ষে আজ নবান্নে রিপোর্ট পেশ করলেন সেতু বিশেষজ্ঞ । রাইটস ও KMDA ইঞ্জিনিয়ারদের সঙ্গে সেতু পরিদর্শন করে সেতু বিশেষজ্ঞ ভিকে রায়না পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পক্ষে মত দিলেন । পোস্তা সেতু নিয়ে নবান্নের একটি বৈঠকে রিপোর্ট পেশ করেছেন বলেই খবর ।
পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে আজ নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় । বিশেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব রাজীব সিনহা এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, পোস্তা উড়ালপুল ভাঙার কারণ হিসেবে ভিকে রায়না অত্যন্ত খারাপ সামগ্রী ও নকশাকে দায়ী করেছেন ।
জানা গেছে, কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটসেরও রিপোর্ট দেওয়া ছিল সেতু ভেঙে ফেলার পক্ষে । প্রসঙ্গত, 2016 সালের 31 মার্চ ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল । এই দুর্ঘটনায় মৃত্যু হয় 26 জনের । এরপর থেকে গত 4 বছর যাবৎ পোস্তা উড়ালপুল নিয়ে চলছে টানা পোড়েন । তবে পোস্তা সেতুর ভবিষ্যৎ ঠিক করতে শেষ পর্যন্ত মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই কমিটি রিপোর্ট তৈরি করতে সেতু বিশেষজ্ঞ ভিকে রায়নাকে বিশেষ দায়িত্ব দিয়েছিল ।
সূত্রের খবর, সেইমতো দু সপ্তাহ যাবৎ উড়ালপুলের সর্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন রায়না। এরপর আজ নবান্নে রিপোর্ট পেশ করেন তিনি। পোস্তা সেতু ভেঙে ফেলার পক্ষে রিপোর্ট পেশ করেন রায়না ।