ETV Bharat / state

অসমের বাংলা ভাষাভাষি ভাই-বোনের জন্য হৃদয় ভারাক্রান্ত : মমতা

অসমের NRC তালিকা থেকে বাদ গেছে 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ক্ষুব্ধ প্রায় প্রত্যেক রাজনৈতিক দল । তবে, সকাল থেকে মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাতের দিকে অবশ্য তিনি টুইট করেন ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 31, 2019, 10:29 PM IST

কলকাতা, 31 অগাস্ট : অসমে চূড়ান্ত NRC প্রকাশিত হয়েছে । তালিকা থেকে বাদ গেছে 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ক্ষুব্ধ প্রায় প্রত্যেক রাজনৈতিক দল । তবে, সকাল থেকে মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাতের দিকে অবশ্য তিনি টুইট করেন ।

মমতা লেখেন, 'বিশেষ করে বাংলা ভাষাভাষি ভাই-বোনদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত । কারণ, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির শিকার ।'

NRC ইশুতে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন মমতা । লেখেন, 'যারা রাজনৈতিকভাবে প্রচার পেতে চেয়েছিল, NRC-র ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে । দেশবাসীর কাছে এর জবাব দিতে হবে ।'

মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থের কথা না ভেবে যারা গোপন উদ্দেশ্য নিয়ে কোনও কিছু করার চেষ্টা করে তাদের জন্যই এই হাল ।'

কলকাতা, 31 অগাস্ট : অসমে চূড়ান্ত NRC প্রকাশিত হয়েছে । তালিকা থেকে বাদ গেছে 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ক্ষুব্ধ প্রায় প্রত্যেক রাজনৈতিক দল । তবে, সকাল থেকে মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাতের দিকে অবশ্য তিনি টুইট করেন ।

মমতা লেখেন, 'বিশেষ করে বাংলা ভাষাভাষি ভাই-বোনদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত । কারণ, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির শিকার ।'

NRC ইশুতে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন মমতা । লেখেন, 'যারা রাজনৈতিকভাবে প্রচার পেতে চেয়েছিল, NRC-র ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে । দেশবাসীর কাছে এর জবাব দিতে হবে ।'

মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থের কথা না ভেবে যারা গোপন উদ্দেশ্য নিয়ে কোনও কিছু করার চেষ্টা করে তাদের জন্যই এই হাল ।'

Mumbai, Aug 31 (ANI): Bollywood actress Dia Mirza attended an event organised by BIG FM in Mumbai on August 30. To spread awareness about using eco-friendly Ganesha idols, BIG FM held a two-week-long contest in the city. Dia Mirza was seen wearing traditional Indian outfit on this occasion. Mentioning about the event on her social media account, she said, "Soon the festive 'Ganesh Utsav' will commence in Maharashtra...a time we celebrate our Elephant God #GanpatiBappa. No better way than to recognise that the remover of obstacles, the God of wisdom, knowledge and luck would never want for us to pollute our waters, our food chain, our soil with idols made of Plaster of Paris and toxic paints. We are a culture and civilisation that has always revered and worshipped nature, this Ganesh Utsav bring home a #GreenGanesha." Lucky contest winners were also felicitated with a Tree Ganesha by Dia Mirza at the BIG FM office.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.