কলকাতা, 31 অগাস্ট : অসমে চূড়ান্ত NRC প্রকাশিত হয়েছে । তালিকা থেকে বাদ গেছে 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ক্ষুব্ধ প্রায় প্রত্যেক রাজনৈতিক দল । তবে, সকাল থেকে মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাতের দিকে অবশ্য তিনি টুইট করেন ।
মমতা লেখেন, 'বিশেষ করে বাংলা ভাষাভাষি ভাই-বোনদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত । কারণ, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির শিকার ।'
NRC ইশুতে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন মমতা । লেখেন, 'যারা রাজনৈতিকভাবে প্রচার পেতে চেয়েছিল, NRC-র ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে । দেশবাসীর কাছে এর জবাব দিতে হবে ।'
মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থের কথা না ভেবে যারা গোপন উদ্দেশ্য নিয়ে কোনও কিছু করার চেষ্টা করে তাদের জন্যই এই হাল ।'