ETV Bharat / state

উৎসবে সংক্রমণ বাড়ার আশঙ্কায় কোরোনাজয়ী তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য কমিশনের - দুর্গাপুজো

কমিশনের তরফে আরও একটি আবেদন করা হয়েছে ৷ যে সব COVID-19 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যাঁদের কোনও কোমরবিডিটি নেই, সেই সকল তরুণ তরুণীদের স্বেচ্ছাসেবক হিসাবে এগিয়ে আসার অনুরোধ করছে কমিশন । কারণ হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে গেলে স্বাস্থ্যকর্মীদের পক্ষে তা সামলানো সম্ভব নয়৷ এক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ।

তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য কমিশনের
তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য কমিশনের
author img

By

Published : Oct 15, 2020, 10:41 PM IST

কলকাতা, 15 অক্টোবর : দুর্গাপুজোকে কেন্দ্র করে COVID-19-এর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। আর তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যাবস্থা নিতে চলেছে কমিশন ৷ যে সব চিকিৎসক COVID-19 রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত নন, তাঁদেরকে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করল কমিশন । উৎসবের মরশুমে চিকিৎসকদের শহরে থাকার অনুরোধ করছে কমিশন । বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের ৷

রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বছরের এই চারটা দিন আমরা অপেক্ষা করে থাকি । মাকে ঘিরে এটা আমাদের জাতীয় উৎসব । এই সময়ে আমরা ভয় পাচ্ছি যে, ভিড়ের কারণে এই রোগের প্রাদুর্ভাব যেনও বেড়ে না যায় ৷ তাই সরকারি ও বেসরকারি ক্ষেত্রে তৈরি থাকার চেষ্টা করছি ৷ আমরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বসে নানা রকমভাবে পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করছি ।"

এছাড়া কমিশনের তরফে আরও একটি আবেদন করা হয়েছে ৷ যে সব COVID-19 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যাঁদের কোনও কোমরবিডিটি নেই, সেই সকল তরুণ তরুণীদের স্বেচ্ছাসেবক হিসাবে এগিয়ে আসার অনুরোধ করছে কমিশন । কারণ হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে গেলে স্বাস্থ্যকর্মীদের পক্ষে তা সামলানো সম্ভব নয়৷ এক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ।

রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন বলেন, "আমরা বেসরকারি হাসপাতালগুলিকে বলব, যাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও কোমরবিডিটি নেই, সেই সব তরুণ তরুণীদের তালিকা তৈরি করুন ৷ তাঁদের ফোনে অনুরোধ করুন । তবে পুরোটাই তাঁদের ইচ্ছার উপর নির্ভর করছে । কারণ এটা স্বেচ্ছাসেবক। তাঁরা যদি এগিয়ে আসেন, তার জন্য অনুরোধ রাখছি ৷ উৎসবের সময় অনেক মানুষ যদি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাঁদের সেবার জন্য আপনাদের স্বেচ্ছাশ্রম প্রয়োজন ৷ আপনারা এগিয়ে আসুন । এবং,যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে নাম নথিভুক্ত করুন ৷ প্রয়োজন পড়লে আপনাদের আমরা ডাকব ।’’

কলকাতা, 15 অক্টোবর : দুর্গাপুজোকে কেন্দ্র করে COVID-19-এর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। আর তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যাবস্থা নিতে চলেছে কমিশন ৷ যে সব চিকিৎসক COVID-19 রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত নন, তাঁদেরকে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করল কমিশন । উৎসবের মরশুমে চিকিৎসকদের শহরে থাকার অনুরোধ করছে কমিশন । বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের ৷

রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বছরের এই চারটা দিন আমরা অপেক্ষা করে থাকি । মাকে ঘিরে এটা আমাদের জাতীয় উৎসব । এই সময়ে আমরা ভয় পাচ্ছি যে, ভিড়ের কারণে এই রোগের প্রাদুর্ভাব যেনও বেড়ে না যায় ৷ তাই সরকারি ও বেসরকারি ক্ষেত্রে তৈরি থাকার চেষ্টা করছি ৷ আমরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বসে নানা রকমভাবে পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করছি ।"

এছাড়া কমিশনের তরফে আরও একটি আবেদন করা হয়েছে ৷ যে সব COVID-19 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যাঁদের কোনও কোমরবিডিটি নেই, সেই সকল তরুণ তরুণীদের স্বেচ্ছাসেবক হিসাবে এগিয়ে আসার অনুরোধ করছে কমিশন । কারণ হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে গেলে স্বাস্থ্যকর্মীদের পক্ষে তা সামলানো সম্ভব নয়৷ এক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ।

রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন বলেন, "আমরা বেসরকারি হাসপাতালগুলিকে বলব, যাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও কোমরবিডিটি নেই, সেই সব তরুণ তরুণীদের তালিকা তৈরি করুন ৷ তাঁদের ফোনে অনুরোধ করুন । তবে পুরোটাই তাঁদের ইচ্ছার উপর নির্ভর করছে । কারণ এটা স্বেচ্ছাসেবক। তাঁরা যদি এগিয়ে আসেন, তার জন্য অনুরোধ রাখছি ৷ উৎসবের সময় অনেক মানুষ যদি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাঁদের সেবার জন্য আপনাদের স্বেচ্ছাশ্রম প্রয়োজন ৷ আপনারা এগিয়ে আসুন । এবং,যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে নাম নথিভুক্ত করুন ৷ প্রয়োজন পড়লে আপনাদের আমরা ডাকব ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.