ETV Bharat / state

চার মেট্রো স্টেশনে বাহির গেট খুলে দেওয়া হল - exit gates were opened at four metro stations in kolkata

আজ থেকে খুলছে সেন্ট্রাল, চাঁদনি চক, যতীনদাস পার্ক ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাহির গেটগুলি।

metro
metro
author img

By

Published : Dec 18, 2020, 10:50 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর : এবার যাত্রী সুবিধার্থে চারটি মেট্রো স্টেশনের বাহির বা এক্সিট গেটগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ । আজ থেকে বাহির গেটগুলি খুলে দেওয়া হবে। দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর 14 সেপ্টেম্বর থেকে আবার চালু হয় মেট্রো পরিষেবা। নিউ নর্মালে বিভিন্ন নিয়ম-কানুন মেনে আরম্ভ হয় মেট্রো চলাচল।

ভিড় নিয়ন্ত্রণ করতে মেট্রোর স্টেশনগুলির বেশিরভাগ গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও বিভিন্ন সময় প্রবীণ যাত্রীরা এই বিষয় অভিযোগ জানান। তবে নিয়ম মেনেই বন্ধ রাখা হয় গেটগুলি। এবার খুলে দেওয়া হল সেই গেট ৷

আরও পড়ুন : রবিবার থেকে বাড়ছে মেট্রো, শনিবারও লাগবে না ই-পাস


তবে, ধীরে ধীরে বাড়ছে যাত্রী সংখ্যা। এই পরিস্থিতিতে সম্প্রতি বাড়ানোও হয়েছে মেট্রোর সংখ্যাও। তাও ভিড় ! তাই বাড়তে থাকা যাত্রী ভিড় সামাল দিতে এবার বাহির গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত মেট্রোর ৷ সেন্ট্রাল, চাঁদনি চক, যতীনদাস পার্ক ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাহির গেটগুলি আজ থেকে খুলছে।

কলকাতা, 18 ডিসেম্বর : এবার যাত্রী সুবিধার্থে চারটি মেট্রো স্টেশনের বাহির বা এক্সিট গেটগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ । আজ থেকে বাহির গেটগুলি খুলে দেওয়া হবে। দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর 14 সেপ্টেম্বর থেকে আবার চালু হয় মেট্রো পরিষেবা। নিউ নর্মালে বিভিন্ন নিয়ম-কানুন মেনে আরম্ভ হয় মেট্রো চলাচল।

ভিড় নিয়ন্ত্রণ করতে মেট্রোর স্টেশনগুলির বেশিরভাগ গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও বিভিন্ন সময় প্রবীণ যাত্রীরা এই বিষয় অভিযোগ জানান। তবে নিয়ম মেনেই বন্ধ রাখা হয় গেটগুলি। এবার খুলে দেওয়া হল সেই গেট ৷

আরও পড়ুন : রবিবার থেকে বাড়ছে মেট্রো, শনিবারও লাগবে না ই-পাস


তবে, ধীরে ধীরে বাড়ছে যাত্রী সংখ্যা। এই পরিস্থিতিতে সম্প্রতি বাড়ানোও হয়েছে মেট্রোর সংখ্যাও। তাও ভিড় ! তাই বাড়তে থাকা যাত্রী ভিড় সামাল দিতে এবার বাহির গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত মেট্রোর ৷ সেন্ট্রাল, চাঁদনি চক, যতীনদাস পার্ক ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাহির গেটগুলি আজ থেকে খুলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.