ETV Bharat / state

নয়া বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের, উপযুক্ত ব্যবস্থার আশ্বাস মহুয়া দাসের

পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সংসদ সভানেত্রী মহুয়া দাস ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
author img

By

Published : Jul 27, 2021, 9:08 AM IST

কলকাতা, 27 জুলাই : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে ফেটে পড়েছে অকৃতকার্য পড়ুয়ারা ৷ কারণ একটাই ৷ বিনা পরীক্ষায় কেন তাদের ফেল করানো হল ৷ দিনে দিনে বিক্ষোভ চরম আকার নেওয়ায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ যার জেরে অস্বস্তিতে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ ও রাজ্য প্রশাসন ৷

পরিস্থিতি সামাল দিতে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস । তিনি জানান, সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অসন্তোষের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি সবকটি স্কুলের প্রধান শিক্ষকদের 29 জুলাই উচ্চ মাধ্যমিক সংসদের আঞ্চলিক কার্যালয়ে এসে যোগাযোগ করার আবেদন করা হয়েছে । সমস্ত অকৃতকার্য পরীক্ষার্থীদের নিজ স্কুলের প্রধানদের সঙ্গে 30 জুলাই যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী নেওয়া 'উপযুক্ত ব্যবস্থা' টা ঠিক কী তা এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Minister Sabina Yeasmin : মন্ত্রী সাবিনার বিধায়ক প্যাডে চাকরির সুপারিশ, বিতর্ক মালদায়

কলকাতা, 27 জুলাই : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে ফেটে পড়েছে অকৃতকার্য পড়ুয়ারা ৷ কারণ একটাই ৷ বিনা পরীক্ষায় কেন তাদের ফেল করানো হল ৷ দিনে দিনে বিক্ষোভ চরম আকার নেওয়ায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ যার জেরে অস্বস্তিতে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ ও রাজ্য প্রশাসন ৷

পরিস্থিতি সামাল দিতে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস । তিনি জানান, সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অসন্তোষের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি সবকটি স্কুলের প্রধান শিক্ষকদের 29 জুলাই উচ্চ মাধ্যমিক সংসদের আঞ্চলিক কার্যালয়ে এসে যোগাযোগ করার আবেদন করা হয়েছে । সমস্ত অকৃতকার্য পরীক্ষার্থীদের নিজ স্কুলের প্রধানদের সঙ্গে 30 জুলাই যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী নেওয়া 'উপযুক্ত ব্যবস্থা' টা ঠিক কী তা এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Minister Sabina Yeasmin : মন্ত্রী সাবিনার বিধায়ক প্যাডে চাকরির সুপারিশ, বিতর্ক মালদায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.