কলকাতা,8মে : রাজ্য বিধানসভার শনিবার অধ্যক্ষ নির্বাচন । তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়কে । বিজেপি তথা বিরোধীরা অন্য কোনও প্রার্থীর নাম জমা না দেওয়ায় তৃতীয়বারের জন্য অধ্যক্ষ পদে বসা একপ্রকার নিশ্চিত বিমান বন্দ্যোপাধ্যায়ের ।
বিধানসভা সূত্রের খবর, আজ অধ্যক্ষ নির্বাচিত হলেও এখনই ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ পদে কে বসছেন তা নির্ধারিত হয়নি । ডেপুটি স্পিকার নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে । এদিকে শুক্রবার বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অধ্যক্ষ নির্বাচনের দিন অধিবেশন বয়কট করছে বিরোধীরা । এদিন বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর এ কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন । ফলে তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই স্পিকার নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যের 292 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে 213 আসনে । তাছাড়া কালিম্পং থেকে নির্বাচিত নির্দল বিধায়কও শাসকদলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে । ফলে তৃণমূলের পক্ষে মোট বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে 214 । অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র 77 । ফলে শনিবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে খুব সহজেই জয়ী হওয়ার কথা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের ।
নির্বাচনে দাঁড়িয়ে মুখ পোড়ানো ছাড়া আর যে কিছু জুটবে না, তা ভালভাবেই বুঝতে পারছেন বিজেপি নেতারা । রাজনৈতিক মহল বলছে হয়তো সে কারণেই স্পিকার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ।এদিকে, এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, "অধ্যক্ষ নির্বাচনে সব সময় সব বিধায়ক উপস্থিত থাকেন । বিজেপি বিধায়করা সেই দিন বিধানসভায় না থাকলে বুঝতে হবে তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করে না ।"
আরও পড়ুন : গড়িয়ায় গুলি ব্যবসায়ীকে, এলাকায় আতঙ্ক