ETV Bharat / state

রাজ্যে আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা - temperature will be increased in bengal

আজ ও আগামীকাল শীতের আমেজ থাকবে । তবে সোমবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ।

weather update
আলিপুর আবহাওয়া দপ্তর
author img

By

Published : Jan 22, 2021, 11:49 AM IST

কলকাতা, 22 জানুয়ারি : কলকাতায় আরও কমল তাপমাত্রা । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা । তবে রবিবারের পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে । যদিও রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে ।

আজ সকালে কলকাতা হালকা কুয়াশাচ্ছন্ন ছিল । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1ডিগ্রি বেশি । এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ, সর্বনিম্ন 26 শতাংশ । কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ও সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা । কলকাতায় আগামী সোম ও মঙ্গলবার তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে । উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে । ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলি সকালে হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আজ ও আগামীকাল শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । তবে সোমবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে । 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । আগামী সপ্তাহে সোম-মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

আরও পড়ুন : কলকাতায় এক ধাক্কায় পারদ কমল 4 ডিগ্রি, শুক্র-শনি জাঁকিয়ে শীত

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে । পশ্চিমী ঝঞ্ঝার ফলে সাময়িকভাবে থমকে যাবে উত্তরের ঠান্ডা হাওয়া । উত্তরে ঠান্ডা হাওয়া বাধা পাওয়ার ফলে বাড়বে গরমের অনুভূতি । আগামীকাল জম্মু কাশ্মীর লাদাখ-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হারিয়ানা চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । শনি ও রবিবার জম্মু-কাশ্মীর ও লাদাখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 22 জানুয়ারি : কলকাতায় আরও কমল তাপমাত্রা । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা । তবে রবিবারের পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে । যদিও রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে ।

আজ সকালে কলকাতা হালকা কুয়াশাচ্ছন্ন ছিল । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1ডিগ্রি বেশি । এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ, সর্বনিম্ন 26 শতাংশ । কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ও সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা । কলকাতায় আগামী সোম ও মঙ্গলবার তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে । উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে । ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলি সকালে হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আজ ও আগামীকাল শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । তবে সোমবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে । 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । আগামী সপ্তাহে সোম-মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

আরও পড়ুন : কলকাতায় এক ধাক্কায় পারদ কমল 4 ডিগ্রি, শুক্র-শনি জাঁকিয়ে শীত

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে । পশ্চিমী ঝঞ্ঝার ফলে সাময়িকভাবে থমকে যাবে উত্তরের ঠান্ডা হাওয়া । উত্তরে ঠান্ডা হাওয়া বাধা পাওয়ার ফলে বাড়বে গরমের অনুভূতি । আগামীকাল জম্মু কাশ্মীর লাদাখ-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হারিয়ানা চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । শনি ও রবিবার জম্মু-কাশ্মীর ও লাদাখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.