কলকাতা, 2 ডিসেম্বর : আগামী 72 ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতায় তাপমাত্রার পারদ কমে 16 ডিগ্রি ছুঁতে পারে ।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 72 ঘণ্টায় তাপমাত্রা কমবে । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার পারদ কমে 18 ডিগ্রি হবে । এরপর আরও 2 ডিগ্রি তাপমাত্রা কমে 16 ডিগ্রি ছুঁতে পারে । তবে এই তাপমাত্রার পতন স্থায়ী হবে না বলেও জানিয়েছেন তিনি ।
72 ঘণ্টা কেটে যাওয়ার পর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তরে ঠান্ডা হাওয়া । তবে আগামী তিনদিন উত্তর-পশ্চিমের ঠান্ডা বাতাস প্রবেশ করবে রাজ্যে ।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস । আগামীকাল কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।