ETV Bharat / state

তেলাঙ্গানাকে 2 কোটি সাহায্য মমতার , ধন্যবাদ রাও-এর - মমতাকে ধন্যবাদ চন্দ্রশেখর রাও-এর

মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রশেখরের রাজ্যকে দু'কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছিলেন । আর্থিক সাহায্য করার বিষয়ে মমতার চিঠি পাওয়ার পরই চন্দ্রশেখর মমতাকে ফোন করে ধন্যবাদ জানান বলে নবান্ন সূত্রে খবর ।

Kolkata
তেলাঙ্গানাকে 2 কোটি সাহায্য মমতার
author img

By

Published : Oct 21, 2020, 7:53 AM IST

Updated : Oct 21, 2020, 8:38 AM IST

কলকাতা , 21 অক্টোবর : তেলাঙ্গানার জন্য দু'কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সাহায্যের জন্য মমতাকে ধন্যবাদ জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রশেখরের রাজ্যকে দু'কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছিলেন । সপ্তাহখানেক আগে টরেনশিয়াল রেন এবং ফ্লাস ফ্লাডের কারণে তেলাঙ্গানা-হায়দরাবাদের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে । প্রাণ যায় প্রায় 50 জন মানুষের । ভাঙে বহু বাড়ি । এই ক্ষয়ক্ষতির পর তেলাঙ্গানার পাশে দাঁড়ানোর জন্য মমতার এই আর্থিক সাহায্য । এই সাহায্যের জন্য মঙ্গলবার মমতাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রশেখর রাও । আর্থিক সাহায্য করার বিষয়ে মমতার চিঠি পাওয়ার পরে চন্দ্রশেখর মমতাকে ফোন করেন বলে নবান্ন সূত্রে খবর ।

মমতা চন্দ্রশেখরকে বলেন , "কয়েকমাস আগে বাংলার মানুষ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের সাক্ষ্মী থেকেছে । আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম । আমি শুনেছি তেলাঙ্গানাতে বৃষ্টির কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে । অনেক কষ্টের মধ্যে রয়েছেন সেখানকার মানুষজন । তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই এই সাহায্য ঘোষণা করা ।"

কলকাতা , 21 অক্টোবর : তেলাঙ্গানার জন্য দু'কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সাহায্যের জন্য মমতাকে ধন্যবাদ জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রশেখরের রাজ্যকে দু'কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছিলেন । সপ্তাহখানেক আগে টরেনশিয়াল রেন এবং ফ্লাস ফ্লাডের কারণে তেলাঙ্গানা-হায়দরাবাদের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে । প্রাণ যায় প্রায় 50 জন মানুষের । ভাঙে বহু বাড়ি । এই ক্ষয়ক্ষতির পর তেলাঙ্গানার পাশে দাঁড়ানোর জন্য মমতার এই আর্থিক সাহায্য । এই সাহায্যের জন্য মঙ্গলবার মমতাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রশেখর রাও । আর্থিক সাহায্য করার বিষয়ে মমতার চিঠি পাওয়ার পরে চন্দ্রশেখর মমতাকে ফোন করেন বলে নবান্ন সূত্রে খবর ।

মমতা চন্দ্রশেখরকে বলেন , "কয়েকমাস আগে বাংলার মানুষ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের সাক্ষ্মী থেকেছে । আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম । আমি শুনেছি তেলাঙ্গানাতে বৃষ্টির কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে । অনেক কষ্টের মধ্যে রয়েছেন সেখানকার মানুষজন । তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই এই সাহায্য ঘোষণা করা ।"

Last Updated : Oct 21, 2020, 8:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.