ETV Bharat / state

Fare Hike Of Taxis: ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে গণ কনভেনশনের ডাক ট্যাক্সি সংগঠনের - Fare Hike Of Taxis

বারে বারে ভাড়া বৃদ্ধির আবেদন সত্ত্বেও বৃদ্ধি হয়নি ভাড়া । তাই 13 মার্চ গণ কনভেনশনের ডাক হলুদ ট্যাক্সি ও লাক্সারি ট্যাক্সি সংগঠনের (Fare Hike Of Taxis) ।

Fare Hike Of Taxis
ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে গণ কনভেনশনের ডাক ট্যাক্সি সংগঠনের
author img

By

Published : Mar 9, 2022, 10:36 PM IST

কলকাতা, 9 মার্চ: একদিকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অপরদিকে নতুন জরিমানার আইন । এই দু'য়ের যাঁতাকলে জেরবার অবস্থা রাজ্যের ট্যাক্সি মালিক ও চালকদের । তাই অবিলম্বে ট্যাক্সির ভাড়া বৃদ্ধি-সহ আরও বেশ কয়েক দফা দাবিতে গন কনভেনশনের ডাক হলুদ ট্যাক্সি ও লাক্সারি ট্যাক্সি মালিক সংগঠনের (Taxi Union To Hold A Convention)।

জ্বালানির দাম বেড়েছে লাগামছাড়া । অপরদিকে রাজ্য সরকারের জরিমানার নতুন আইনের চাপে দেওয়ালে পিঠ থেকেছে ট্যাক্সি মালিকদের । এমনটাই জানিয়েছেন মালিকপক্ষ । মালিকদের মতে, বহুদিন ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়নি অথচ এই কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানি ও গাড়ির যন্ত্রাংশের দাম ।

আরও পড়ুন: Madhyamik Examination 2022: মালদায় নকল সরবরাহে বাধা দিতে গিয়ে নিগ্রহের শিকার সিভিক ভলেন্টিয়ার

এআইটিইউসি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপেরকটেরস কোঅর্ডিনেশন কমিটির কনভেনার নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "করোনা পরিস্থিতিতে ট্যাক্সি চালক ও মালিকদের দুর্রবস্থার কথা জানিয়ে আমরা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চিঠি দিয়েছিলাম । কিন্তু কোনও ফল হয়নি । প্রতিবার হতাশ হয়েছি । এখন ডিজেল ও পেট্রলের দাম লিটার প্রতি 100 ছাড়িয়েছে । তাই ট্যাক্সির 'বেস ফেয়ার' না-বাড়ালে আসতে আসতে রাস্তায় ট্যাক্সির সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকবে ।"

lতিনি আরও জানান, নতুন জরিমানা আইনের জেরে পুলিশের জুলুম চালকদের উপর আরও বেড়েছে । তাই গাড়ির তেল ভরে এবং জরিমানা হলে তার টাকা দিয়ে আমাদের হাতে আর কিছুই পড়ে থাকে না । তাই পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব নয় ।

Fare Hike Of Taxis
13 মার্চ গন কনভেনশনের ডাক

ভয়েস অফ ট্রান্সপোর্ট ওয়ার্কারদের আরেক সদস্য নরেশ শর্মা বলেন, "সরকারের কাছে আমরা অনেকবার চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছি । তবে কোনও ফল হয়নি । এবার রাজ্য সরকার যেভাবে লাগামছাড়া জরিমানার নয়া নির্দেশিকা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে । তাই আবারও সরকারকে মনে করিয়ে দিতে আমরা এই গণ কনভেনশনের ডাক দিয়েছি । প্রয়োজনে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ।"

এই প্রসঙ্গেই জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত শংকর ঘোষ বলেন, "সরকারি দফতরে যে মাসিক ভাড়ায় লাক্সারি ট্যাক্সি চলে সেই ভাড়া 2008 সালের পর থেকে আজও বাড়েনি । আমরা 475 টাকা প্রতিদিন হিসাবে ভাড়া পাই । অথচ গাড়ির পারমিট ফি, রোড ট্যাক্স্, cf, তেলের দাম বৃদ্ধি সহ আকাশ ছোঁয়া বিমার প্রিমিয়াম বৃদ্ধি হয়ে চলেছে । তাই এভাবে আর কতদিন পরিষেবা দেওয়া সম্ভব?"

কলকাতা, 9 মার্চ: একদিকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অপরদিকে নতুন জরিমানার আইন । এই দু'য়ের যাঁতাকলে জেরবার অবস্থা রাজ্যের ট্যাক্সি মালিক ও চালকদের । তাই অবিলম্বে ট্যাক্সির ভাড়া বৃদ্ধি-সহ আরও বেশ কয়েক দফা দাবিতে গন কনভেনশনের ডাক হলুদ ট্যাক্সি ও লাক্সারি ট্যাক্সি মালিক সংগঠনের (Taxi Union To Hold A Convention)।

জ্বালানির দাম বেড়েছে লাগামছাড়া । অপরদিকে রাজ্য সরকারের জরিমানার নতুন আইনের চাপে দেওয়ালে পিঠ থেকেছে ট্যাক্সি মালিকদের । এমনটাই জানিয়েছেন মালিকপক্ষ । মালিকদের মতে, বহুদিন ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়নি অথচ এই কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানি ও গাড়ির যন্ত্রাংশের দাম ।

আরও পড়ুন: Madhyamik Examination 2022: মালদায় নকল সরবরাহে বাধা দিতে গিয়ে নিগ্রহের শিকার সিভিক ভলেন্টিয়ার

এআইটিইউসি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপেরকটেরস কোঅর্ডিনেশন কমিটির কনভেনার নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "করোনা পরিস্থিতিতে ট্যাক্সি চালক ও মালিকদের দুর্রবস্থার কথা জানিয়ে আমরা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চিঠি দিয়েছিলাম । কিন্তু কোনও ফল হয়নি । প্রতিবার হতাশ হয়েছি । এখন ডিজেল ও পেট্রলের দাম লিটার প্রতি 100 ছাড়িয়েছে । তাই ট্যাক্সির 'বেস ফেয়ার' না-বাড়ালে আসতে আসতে রাস্তায় ট্যাক্সির সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকবে ।"

lতিনি আরও জানান, নতুন জরিমানা আইনের জেরে পুলিশের জুলুম চালকদের উপর আরও বেড়েছে । তাই গাড়ির তেল ভরে এবং জরিমানা হলে তার টাকা দিয়ে আমাদের হাতে আর কিছুই পড়ে থাকে না । তাই পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব নয় ।

Fare Hike Of Taxis
13 মার্চ গন কনভেনশনের ডাক

ভয়েস অফ ট্রান্সপোর্ট ওয়ার্কারদের আরেক সদস্য নরেশ শর্মা বলেন, "সরকারের কাছে আমরা অনেকবার চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছি । তবে কোনও ফল হয়নি । এবার রাজ্য সরকার যেভাবে লাগামছাড়া জরিমানার নয়া নির্দেশিকা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে । তাই আবারও সরকারকে মনে করিয়ে দিতে আমরা এই গণ কনভেনশনের ডাক দিয়েছি । প্রয়োজনে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ।"

এই প্রসঙ্গেই জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত শংকর ঘোষ বলেন, "সরকারি দফতরে যে মাসিক ভাড়ায় লাক্সারি ট্যাক্সি চলে সেই ভাড়া 2008 সালের পর থেকে আজও বাড়েনি । আমরা 475 টাকা প্রতিদিন হিসাবে ভাড়া পাই । অথচ গাড়ির পারমিট ফি, রোড ট্যাক্স্, cf, তেলের দাম বৃদ্ধি সহ আকাশ ছোঁয়া বিমার প্রিমিয়াম বৃদ্ধি হয়ে চলেছে । তাই এভাবে আর কতদিন পরিষেবা দেওয়া সম্ভব?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.