ETV Bharat / state

নটী মন্তব্যের জেরে তথাগতকে দিল্লিতে তলব

author img

By

Published : May 6, 2021, 2:18 PM IST

বিজেপির হারের জন্য তিনি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বেকে কড়া ভাষায় আক্রমণও করেন । বেশ কয়েকটি বিষয় সম্পর্কে বিজেপির পদক্ষেপকে কড়া ভাষায় আক্রমণও করতে দেখা যায় ।

তথাগত রায়
তথাগত রায়

কলকাতা, 6 মে : ভোটে বিজেপির বিপর্যয়ের পর বারবার প্রার্থী নির্বাচন নিয়ে দলকে তোপ দেগেছেন তথাগত রায় । টুইটে তারকা প্রার্থী থেকে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ শানিয়েছেন । দলের শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় ও শিব প্রকাশের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি । এর জেরে এবার দিল্লিতে ডাক পড়ল তাঁর ।

বিজেপি সূত্রে খবর, তথাগত করোনার আক্রান্ত ,তাই এখনই দিল্লি যাচ্ছেন না তিনি । বিজেপির হারের জন্য তিনি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বেকে কড়া ভাষায় আক্রমণও করেন ।

বিজেপির এই পরাজয়ের কারণ হিসাবে তথাগত বলেন, ১৯৮০ দশক থেকে আদি বিজেপি কর্মীরা প্রাণপাত করে খাটলেও তাদের গুরুত্ব না দেওয়াই আজকের এই ফলাফল । আজ ফের কড়া ভাষায় টুইট করে তথাগত রায় বলেন, পুরোনো কর্মীদের না ফেরালে দল শেষ হয়ে যাবে ।

  • I have been asked by the topmost party leadership to come to Delhi ASAP.

    This is for general information.

    — Tathagata Roy (@tathagata2) May 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না করে কড়া ভাষায় টুইট করে তিনি বলেন, " অষ্টম শ্রেনি পর্যন্ত পড়াশনা করা ফিটার মিস্ত্রির থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায় ৷" তিনি আরও জানিয়েছেন, সাত তারা হোটেল থেকে তৃণমূলের জঞ্জালদের টিকিট দেওয়া হয়েছে দলের তরফ থেকে ।

আরও পড়ুন : রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

কলকাতা, 6 মে : ভোটে বিজেপির বিপর্যয়ের পর বারবার প্রার্থী নির্বাচন নিয়ে দলকে তোপ দেগেছেন তথাগত রায় । টুইটে তারকা প্রার্থী থেকে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ শানিয়েছেন । দলের শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় ও শিব প্রকাশের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি । এর জেরে এবার দিল্লিতে ডাক পড়ল তাঁর ।

বিজেপি সূত্রে খবর, তথাগত করোনার আক্রান্ত ,তাই এখনই দিল্লি যাচ্ছেন না তিনি । বিজেপির হারের জন্য তিনি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বেকে কড়া ভাষায় আক্রমণও করেন ।

বিজেপির এই পরাজয়ের কারণ হিসাবে তথাগত বলেন, ১৯৮০ দশক থেকে আদি বিজেপি কর্মীরা প্রাণপাত করে খাটলেও তাদের গুরুত্ব না দেওয়াই আজকের এই ফলাফল । আজ ফের কড়া ভাষায় টুইট করে তথাগত রায় বলেন, পুরোনো কর্মীদের না ফেরালে দল শেষ হয়ে যাবে ।

  • I have been asked by the topmost party leadership to come to Delhi ASAP.

    This is for general information.

    — Tathagata Roy (@tathagata2) May 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না করে কড়া ভাষায় টুইট করে তিনি বলেন, " অষ্টম শ্রেনি পর্যন্ত পড়াশনা করা ফিটার মিস্ত্রির থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায় ৷" তিনি আরও জানিয়েছেন, সাত তারা হোটেল থেকে তৃণমূলের জঞ্জালদের টিকিট দেওয়া হয়েছে দলের তরফ থেকে ।

আরও পড়ুন : রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.