কলকাতা, 29 জুন: স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না-করায় সাতটি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর । জানা গিয়েছে, মঙ্গলবার বীরভূম, উত্তর 24 পরগনা-সহ আরও দু-একটি জেলার মোট সাতটি নার্সিংহোমের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেছে স্বাস্থ্য দফতর (Swasthya Bhavan Fined Seven Nursing Homes for Not Taking Swasthya Sathi Card)৷ প্রতিটি নার্সিংহোমের বিরুদ্ধেই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না-করার অভিযগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷
প্রায়ই খবরে দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েও চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ এর জন্য নার্সিংহোমগুলিকে প্রথম থেকেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী কোনও নার্সিংহোম বা হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না-করলে তার বিরুদ্ধে এফআইআর করার কথাও জানান তিনি ৷ সেই মতোই কার্ডে চিকিৎসা না-পাওয়ায় বিভিন্ন জেলার মোট সাতটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দফতরে ৷ অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আগেই জানিয়েছিল স্বাস্থ্য ভবন ।
এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, মানুষের চিকিৎসা প্রকল্প যার সঙ্গে যুক্ত সেখানে কোনওভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে যে হাসপাতালগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়েছে তা তাদেরকে জানানো হবে ।
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার নার্সিংহোমের, আধিকারিকের দারস্থ হওয়ার পর মিলল পরিষেবা