ETV Bharat / state

BJP-তে যোগ দিচ্ছেন শুভ্রাংশু, সঙ্গে একাধিক বিধায়ক ও কাউন্সিলর - bjp

একাধিক কাউন্সিলর ও বিধায়ক নিয়ে BJP-তে যোগ মুকুল পুত্রের

adasd
author img

By

Published : May 28, 2019, 3:25 PM IST

Updated : May 28, 2019, 4:18 PM IST

কলকাতা, 28 মে : আজ BJP-তে যোগ দেবেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দেবেন আরও পাঁচ বিধায়ক ও কাউন্সিলর । BJP সূত্রে এখবর জানা গেছে ।

BJP সূত্রে খবর, কৈলাস বিজয়বর্গীয় ও একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে যোগ দেবেন তিনি । তাঁর সঙ্গে থাকবেন আরও পাঁচ বিধায়ক । যেই তালিকায় আছেন হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও । এছাড়া কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর ও চেয়ারম্যান মিলিয়ে মোট 45 জন যোগ দেবেন ।

24 মে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলকে আক্রমণ করেন বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় । এরপর সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশুকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড কথা ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় । এরপর গতকাল মুকুল রায়ের সঙ্গে দিল্লি যান শুভ্রাংশু । এরপরই তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা ছড়ায় ।

কলকাতা, 28 মে : আজ BJP-তে যোগ দেবেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দেবেন আরও পাঁচ বিধায়ক ও কাউন্সিলর । BJP সূত্রে এখবর জানা গেছে ।

BJP সূত্রে খবর, কৈলাস বিজয়বর্গীয় ও একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে যোগ দেবেন তিনি । তাঁর সঙ্গে থাকবেন আরও পাঁচ বিধায়ক । যেই তালিকায় আছেন হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও । এছাড়া কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর ও চেয়ারম্যান মিলিয়ে মোট 45 জন যোগ দেবেন ।

24 মে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলকে আক্রমণ করেন বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় । এরপর সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশুকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড কথা ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় । এরপর গতকাল মুকুল রায়ের সঙ্গে দিল্লি যান শুভ্রাংশু । এরপরই তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা ছড়ায় ।

শ্বশুরবাড়িতে যুবকের রহস্যমৃত্য, আটক তিন বাগদাঃ শ্বশুরবাড়িতে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির মারে যুবকের মৃত্য। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজ্জাক আলি মণ্ডল (৩২)। পুলিশ শ্বশুরবাড়ির অভিযুক্ত তিন জনকে জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদার গোবিন্দপুরের বাসিন্দা রাজ্জাক আলি মণ্ডলের সঙ্গে স্ত্রী ফিরদৌসি মণ্ডলের বিবাদ চলছিল। মূলত মেয়ে রহিমাকে নিয়ে চলছিল এই বিবাদ। অশান্তির কারণে মেয়েকে নিয়ে ফিরৌদসি কিছুদিন আগে আষাঢ়ুতে চলে গিয়েছিলেন। রবিবার রাতে শ্বশুরবাড়ি থেকে রাজ্জাককে ফোন করে ডাকা হয়। সোমবার বিকেলে রাজ্জাক শ্বশুরবাড়িতে যান। অভিযোগ, ওই রাতে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শালা মিলে রাজ্জাককে প্রচণ্ড মারধর করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার গভীর রাতে রাজ্জাকের মৃত্যু হয়। রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে মা আনোয়ারা বিবি বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজ্জাকের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ আটক করেছে। মৃতের শ্যালক ঘটনার পর থেকে বেপাত্তা।
Last Updated : May 28, 2019, 4:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.