ETV Bharat / state

Suvendu over Mamata: 'আরে ও নন্দলাল', মমতার হিন্দি ভিডিয়ো টুইট করে কটাক্ষ শুভেন্দুর - Suvendu over Mamata

রেড রোডের ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে হিন্দি ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ আর সেই ভিডিয়ো পোস্ট করে তাঁর বিরুদ্ধে 'রাজভাষা'কে অপমান করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu alleges of insulting Hindi Language against Mamata Banerjee) ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Mar 30, 2023, 12:47 PM IST

কলকাতা, 30 মার্চ: হিন্দি বলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সকাল 12টা থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গতকাল সকাল থেকে নানা ভাবে কেন্দ্রকে বিঁধেছেন নেত্রী ৷ সন্ধ্যার পরে ধরনা মঞ্চ থেকে তিনি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন ৷ সেখানে হিন্দিতে মন্তব্য করেন মমতা ৷ তাঁর সেই হিন্দি ভাষায় কথা বলার ভিডিয়ো পোস্ট করে হিন্দি ভাষায় টুইট করলেন বিরোধী দলনেতা (LOP Suvendu Adhikari slams Mamata Banerjee over comment in Hindi language) ৷

এই ধরনা শুরুর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়েছিলেন ৷ সেখানে কেন্দ্রের বিরুদ্ধে হাতিয়ারের ভাষা হিসেবে নন্দলাল কবিতাটি বেছে নেন তিনি ৷ কবিতায় তাঁর নিজের শব্দ বসিয়ে বেশ সুর করে গ্যাসের দাম নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "ওহে নন্দলা 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ৷" বুধবার ধরনা মঞ্চেও গ্যাসের সিলিন্ডারের একটি কাটআউট দেখা যায় ৷ তাতেও একই কথা লেখা হয়েছে ৷

Nandalal written over Gas Cylinder Cutout in Dharna Mancha
রেড রোডের ধরনা মঞ্চে গ্যাসের কাটআউটে নন্দলাল

শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো হিন্দি ভাষায় বলছেন, "আরে ও নন্দলাল..." ৷ কিন্তু এরপরেই হিন্দি ভাষায় বলতে গিয়ে খানিক বেগ পেতে হয়েছে তাঁকে ৷ মমতা মোবাইল দেখেই বলছিলেন ৷ কিন্তু তাতেও সমস্যা হচ্ছিল ৷ ভালোভাবে বলতে পারছিলেন না ৷ এই ভিডিয়ো নিয়ে কটাক্ষ করে শুভেন্দু হিন্দি ভাষায় যা লেখেন তার বাংলায় তরজমা করলে দাঁড়ায়, "দিদি, যখন হিন্দিতে কথা বলতে পারেন না, তাহলে আপনি এটা নিয়ে মজা করছেন কেন ? আমাদের রাজভাষার অপমান করছেন আপনি ৷ আমি আপনাকে সাহায্য করছি- আরে ও নন্দলাল, তৃণমূল নেতা মন্ত্রীরা সরকারি চাকরি বিক্রি করে কত মাল লুট করল ? আরে ও নন্দলাল, ইডি, সিবিআই কালীঘাটে কবে পৌঁছবে ? বাংলার মানুষের এটাই প্রশ্ন ?"

  • दीदी, जब हिंदी बोलना ना आता हो तो फिर क्यों अपना मजाक बना रहीं हैं और हमारे राजभाषा का अपमान कर रहीं हैं।
    मैं मदत कर देता हूं:

    अरे ओ नंदलाल, तृणमूल नेता मंत्रियों ने सरकारी नौकरी बेचकर लुटा है कितना माल?

    अरे ओ नंदलाल, ईडी सीबीआई कालीघाट कब पहुंचेगी, बंगाल की जनता का है ये सवाल! pic.twitter.com/qZ5BFQIHC4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটেছে বিনা পয়সার চাল !' সিঙ্গুরে পথের ইট গেঁথে কেন্দ্রকে ঠুকলেন মমতা

কলকাতা, 30 মার্চ: হিন্দি বলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সকাল 12টা থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গতকাল সকাল থেকে নানা ভাবে কেন্দ্রকে বিঁধেছেন নেত্রী ৷ সন্ধ্যার পরে ধরনা মঞ্চ থেকে তিনি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন ৷ সেখানে হিন্দিতে মন্তব্য করেন মমতা ৷ তাঁর সেই হিন্দি ভাষায় কথা বলার ভিডিয়ো পোস্ট করে হিন্দি ভাষায় টুইট করলেন বিরোধী দলনেতা (LOP Suvendu Adhikari slams Mamata Banerjee over comment in Hindi language) ৷

এই ধরনা শুরুর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়েছিলেন ৷ সেখানে কেন্দ্রের বিরুদ্ধে হাতিয়ারের ভাষা হিসেবে নন্দলাল কবিতাটি বেছে নেন তিনি ৷ কবিতায় তাঁর নিজের শব্দ বসিয়ে বেশ সুর করে গ্যাসের দাম নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "ওহে নন্দলা 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ৷" বুধবার ধরনা মঞ্চেও গ্যাসের সিলিন্ডারের একটি কাটআউট দেখা যায় ৷ তাতেও একই কথা লেখা হয়েছে ৷

Nandalal written over Gas Cylinder Cutout in Dharna Mancha
রেড রোডের ধরনা মঞ্চে গ্যাসের কাটআউটে নন্দলাল

শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো হিন্দি ভাষায় বলছেন, "আরে ও নন্দলাল..." ৷ কিন্তু এরপরেই হিন্দি ভাষায় বলতে গিয়ে খানিক বেগ পেতে হয়েছে তাঁকে ৷ মমতা মোবাইল দেখেই বলছিলেন ৷ কিন্তু তাতেও সমস্যা হচ্ছিল ৷ ভালোভাবে বলতে পারছিলেন না ৷ এই ভিডিয়ো নিয়ে কটাক্ষ করে শুভেন্দু হিন্দি ভাষায় যা লেখেন তার বাংলায় তরজমা করলে দাঁড়ায়, "দিদি, যখন হিন্দিতে কথা বলতে পারেন না, তাহলে আপনি এটা নিয়ে মজা করছেন কেন ? আমাদের রাজভাষার অপমান করছেন আপনি ৷ আমি আপনাকে সাহায্য করছি- আরে ও নন্দলাল, তৃণমূল নেতা মন্ত্রীরা সরকারি চাকরি বিক্রি করে কত মাল লুট করল ? আরে ও নন্দলাল, ইডি, সিবিআই কালীঘাটে কবে পৌঁছবে ? বাংলার মানুষের এটাই প্রশ্ন ?"

  • दीदी, जब हिंदी बोलना ना आता हो तो फिर क्यों अपना मजाक बना रहीं हैं और हमारे राजभाषा का अपमान कर रहीं हैं।
    मैं मदत कर देता हूं:

    अरे ओ नंदलाल, तृणमूल नेता मंत्रियों ने सरकारी नौकरी बेचकर लुटा है कितना माल?

    अरे ओ नंदलाल, ईडी सीबीआई कालीघाट कब पहुंचेगी, बंगाल की जनता का है ये सवाल! pic.twitter.com/qZ5BFQIHC4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটেছে বিনা পয়সার চাল !' সিঙ্গুরে পথের ইট গেঁথে কেন্দ্রকে ঠুকলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.