ETV Bharat / state

Suvendu Adhikari: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা - Suvendu Adhikari demanding to sack Akhil Giri

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে অখিল গিরির (Akhil Giri) করা বিতর্কিত মন্তব্যের সমালোচনায় সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ টুইটারে উগড়ে দিলেন ক্ষোভ ৷ কী লিখলেন তিনি ?

Suvendu Adhikari demanding to sack Akhil Giri after his controversial remark on President Droupadi Murmu
Suvendu Adhikari: অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা
author img

By

Published : Nov 12, 2022, 4:07 PM IST

Updated : Nov 12, 2022, 5:56 PM IST

কলকাতা, 12 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে অখিল গিরি (Akhil Giri) যে মন্তব্য করেছেন, তা 'সংশোধন অযোগ্য' ! রাষ্ট্রপতির চেহারা নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির করা মন্তব্য়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এভাবেই তার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ প্রতিবাদে সরব হলেন টুইটারে ৷ অখিল গিরির মন্ত্রিত্ব সামলানোর যোগ্যতা নিয়েই কার্যত প্রশ্ন তুললেন তিনি ৷ একইসঙ্গে, অবিলম্বে অখিলকে যাতে কারা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানো হয়, সেই দাবিও করলেন ৷ এ নিয়ে আগামিদিনে তিনি যে রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) দ্বারস্থ হতে চলেছেন, টুইটে সেকথাও জানিয়েছেন শুভেন্দু ৷

Suvendu Adhikari
দেখা করতে চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো (Viral Video) ৷ সেই ভিডিয়োটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বলে দাবি করা হচ্ছে ৷ তাতে অখিল গিরিকে ভাষণ দিতে দেখা যাচ্ছে ৷ তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ ৷ তাঁরা মন্ত্রীর ভাষণ শুনে হাততালি দিচ্ছেন ৷ এদিকে, নিজের বক্তব্যে লাগাতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে চলেছেন মন্ত্রী ৷ আর সেটা করতে গিয়েই বেফাঁস মন্তব্য করেন বসেন অখিল ৷ রাষ্ট্রপতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা ?"

Suvendu Adhikari

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য অখিলের ! প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা

এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে ৷ চাপের মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হন অখিল ৷ তাঁর সাফাই, তিনি প্রবীণ মানুষ ৷ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ৷ অথচ, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী লাগাতার তাঁর চেহারা নিয়ে তাঁকে কটাক্ষ করে চলেছেন ! অখিলের দাবি, বয়সে অনেক ছোট শুভেন্দুর এমন আচরণেই মেজাজ হারান তিনি ৷ রাগের বশে কিছু মন্তব্য করে বসেন ৷ কিন্তু, রাষ্ট্রপতির প্রতি তাঁর মনে কোনও বিদ্বেষ নেই ৷ তা সত্ত্বেও এমন মন্তব্য করার জন্য তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন অখিল ৷

এতে অবশ্য বিরোধীদের, বিশেষ করে বিজেপি নেতাদের মুখ বন্ধ করা যায়নি ৷ তাঁদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আদতে আদিবাসীবিরোধী ৷ অখিলের মন্তব্যেই তাঁর প্রমাণ মিলেছে ৷ এই প্রেক্ষাপটেই অখিলের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী ৷ তিনি মনে করেন, দেশের প্রথম নাগরিক এবং সাংবিধানিক প্রধান সম্পর্কে অখিল যে মন্তব্য করেছেন, তা সংশোধন করারও যোগ্য নয় ৷ এ নিয়ে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ লিখেছেন, "রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি 'সংশোধন অযোগ্য' বেলাগাম নিকৃষ্টমানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী ৷ লজ্জাজনক !"

  • রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি "সংশোধন অযোগ্য" বেলাগাম নিকৃষ্টমানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী।

    লজ্জাজনক ! pic.twitter.com/V9vCBDD0ac

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তীতে আরও একটি টুইট করেন শুভেন্দু ৷ সেখানে তিনি জানান, বিজেপি বিধায়করা কারা প্রতিমন্ত্রীর পদ থেকে অখিল গিরিকে হঠাতে শীঘ্রই রাজ্যপালের দ্বারস্থ হবেন ৷ শুভেন্দু লেখেন, "এই মুহূর্তে মাননীয় রাজ্যপাল লা গণেশন রাজ্য়ের বাইরে আছেন ৷ তাই অখিল গিরিকে বরখাস্ত করার বিষয়টি নিয়ে দ্রুত রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান বিধায়করা ৷ রাষ্ট্রপতির প্রতি অবমাননাকর মন্তব্য করে তিনি (অখিল গিরি) মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ৷"

কলকাতা, 12 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে অখিল গিরি (Akhil Giri) যে মন্তব্য করেছেন, তা 'সংশোধন অযোগ্য' ! রাষ্ট্রপতির চেহারা নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির করা মন্তব্য়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এভাবেই তার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ প্রতিবাদে সরব হলেন টুইটারে ৷ অখিল গিরির মন্ত্রিত্ব সামলানোর যোগ্যতা নিয়েই কার্যত প্রশ্ন তুললেন তিনি ৷ একইসঙ্গে, অবিলম্বে অখিলকে যাতে কারা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানো হয়, সেই দাবিও করলেন ৷ এ নিয়ে আগামিদিনে তিনি যে রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) দ্বারস্থ হতে চলেছেন, টুইটে সেকথাও জানিয়েছেন শুভেন্দু ৷

Suvendu Adhikari
দেখা করতে চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো (Viral Video) ৷ সেই ভিডিয়োটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বলে দাবি করা হচ্ছে ৷ তাতে অখিল গিরিকে ভাষণ দিতে দেখা যাচ্ছে ৷ তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ ৷ তাঁরা মন্ত্রীর ভাষণ শুনে হাততালি দিচ্ছেন ৷ এদিকে, নিজের বক্তব্যে লাগাতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে চলেছেন মন্ত্রী ৷ আর সেটা করতে গিয়েই বেফাঁস মন্তব্য করেন বসেন অখিল ৷ রাষ্ট্রপতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা ?"

Suvendu Adhikari

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য অখিলের ! প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা

এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে ৷ চাপের মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হন অখিল ৷ তাঁর সাফাই, তিনি প্রবীণ মানুষ ৷ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ৷ অথচ, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী লাগাতার তাঁর চেহারা নিয়ে তাঁকে কটাক্ষ করে চলেছেন ! অখিলের দাবি, বয়সে অনেক ছোট শুভেন্দুর এমন আচরণেই মেজাজ হারান তিনি ৷ রাগের বশে কিছু মন্তব্য করে বসেন ৷ কিন্তু, রাষ্ট্রপতির প্রতি তাঁর মনে কোনও বিদ্বেষ নেই ৷ তা সত্ত্বেও এমন মন্তব্য করার জন্য তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন অখিল ৷

এতে অবশ্য বিরোধীদের, বিশেষ করে বিজেপি নেতাদের মুখ বন্ধ করা যায়নি ৷ তাঁদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আদতে আদিবাসীবিরোধী ৷ অখিলের মন্তব্যেই তাঁর প্রমাণ মিলেছে ৷ এই প্রেক্ষাপটেই অখিলের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী ৷ তিনি মনে করেন, দেশের প্রথম নাগরিক এবং সাংবিধানিক প্রধান সম্পর্কে অখিল যে মন্তব্য করেছেন, তা সংশোধন করারও যোগ্য নয় ৷ এ নিয়ে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ লিখেছেন, "রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি 'সংশোধন অযোগ্য' বেলাগাম নিকৃষ্টমানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী ৷ লজ্জাজনক !"

  • রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি "সংশোধন অযোগ্য" বেলাগাম নিকৃষ্টমানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী।

    লজ্জাজনক ! pic.twitter.com/V9vCBDD0ac

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তীতে আরও একটি টুইট করেন শুভেন্দু ৷ সেখানে তিনি জানান, বিজেপি বিধায়করা কারা প্রতিমন্ত্রীর পদ থেকে অখিল গিরিকে হঠাতে শীঘ্রই রাজ্যপালের দ্বারস্থ হবেন ৷ শুভেন্দু লেখেন, "এই মুহূর্তে মাননীয় রাজ্যপাল লা গণেশন রাজ্য়ের বাইরে আছেন ৷ তাই অখিল গিরিকে বরখাস্ত করার বিষয়টি নিয়ে দ্রুত রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান বিধায়করা ৷ রাষ্ট্রপতির প্রতি অবমাননাকর মন্তব্য করে তিনি (অখিল গিরি) মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ৷"

Last Updated : Nov 12, 2022, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.