ETV Bharat / state

Suvendu Adhikari visits Deucha Pachami: বাণিজ্য সম্মেলন শুরুর দিনই শুভেন্দুর নেতৃত্বে দেউচা পাঁচামিতে বিজেপি বিধায়করা - বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 2022

বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরুর দিনই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari visits Deucha Pachami) নেতৃত্বে দেউচা পাঁচামিতে যাচ্ছেন বিজেপি বিধায়কদের একটি দল ৷

Suvendu Adhikari, BJP MLA team to visit Deucha Pachami today
বাণিজ্য সম্মেলন শুরুর দিনই শুভেন্দুর নেতৃত্বে দেউচা পাঁচামিতে বিজেপি বিধায়করা
author img

By

Published : Apr 20, 2022, 9:56 AM IST

কলকাতা, 20 এপ্রিল: রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরুর দিনেই দেউচা পাঁচামি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেউচা পাঁচামির (Suvendu Adhikari visits Deucha Pachami) প্রকল্পকে শিল্পপতিদের সামনে তুলে ধরে বিনিয়োগ টানতে চাইছেন, সেখানেই আজ গিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর ঘোরাতে সচেষ্ট বিজেপি (BJP MLA team to visit Deucha Pachami)৷

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ তিনি ও বিধায়কদের একটি প্রতিনিধি দল দেউচা পাঁচামি অভিযান করবে । তিনি আরও বলেছেন, "আমরা দেউচা পাঁচামির বাসিন্দাদের সঙ্গে কথা বলব । সকাল 8 টায় বিধায়কদের একটি প্রতিনিধি দল বিধায়ক হোস্টেল থেকে দেউচা পাঁচামির উদ্দেশে রওনা হবে । প্রশাসনের তরফে চেক বিলি করা হয় । কিন্ত আন্দোলকারীরা প্রশাসানের এই অসৎ উদ্দেশ্যকে বাধা দিয়েছে । তাঁদের এই প্রচেষ্টাকে আমরা সমর্থন করি । 2006 সালের ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী তাঁদের ওখান থেকে কেউ সরাতে পারবে না । সংবিধানের সমস্ত স্তম্ভগুলি আক্রান্ত । বিধানসভার ভিতরে বিধায়করা মার খেয়েছেন ৷ মুখ্যমন্ত্রী বর্তমান ঘটনা গুলোকে উপেক্ষা করে সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিচ্ছেন ।"

সরকারকে একহাত শুভেন্দুর

আরও পড়ুন: Dilip Ghosh on BGBS 2022: বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার: দিলীপ

হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও অসন্তোষ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, "একজন বিচারপতি আইন মেনে সংবিধান মেনে যুদ্ধ ঘোষণা করেছেন । তাই বিচার ব্যবস্থাও আক্রান্ত । বিগত দিনে কৌশিক চন্দ্রকে কেন্দ্র করেও এই ধরনের ঘটনা ঘটেছিল ।" সাংবিধানিক স্তম্ভগুলো ভেঙে পড়েছে বলেই রাজ্যের আইনশৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে সওয়াল করেন বিরোধী দলনেতা ৷

কলকাতা, 20 এপ্রিল: রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরুর দিনেই দেউচা পাঁচামি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেউচা পাঁচামির (Suvendu Adhikari visits Deucha Pachami) প্রকল্পকে শিল্পপতিদের সামনে তুলে ধরে বিনিয়োগ টানতে চাইছেন, সেখানেই আজ গিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর ঘোরাতে সচেষ্ট বিজেপি (BJP MLA team to visit Deucha Pachami)৷

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ তিনি ও বিধায়কদের একটি প্রতিনিধি দল দেউচা পাঁচামি অভিযান করবে । তিনি আরও বলেছেন, "আমরা দেউচা পাঁচামির বাসিন্দাদের সঙ্গে কথা বলব । সকাল 8 টায় বিধায়কদের একটি প্রতিনিধি দল বিধায়ক হোস্টেল থেকে দেউচা পাঁচামির উদ্দেশে রওনা হবে । প্রশাসনের তরফে চেক বিলি করা হয় । কিন্ত আন্দোলকারীরা প্রশাসানের এই অসৎ উদ্দেশ্যকে বাধা দিয়েছে । তাঁদের এই প্রচেষ্টাকে আমরা সমর্থন করি । 2006 সালের ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী তাঁদের ওখান থেকে কেউ সরাতে পারবে না । সংবিধানের সমস্ত স্তম্ভগুলি আক্রান্ত । বিধানসভার ভিতরে বিধায়করা মার খেয়েছেন ৷ মুখ্যমন্ত্রী বর্তমান ঘটনা গুলোকে উপেক্ষা করে সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিচ্ছেন ।"

সরকারকে একহাত শুভেন্দুর

আরও পড়ুন: Dilip Ghosh on BGBS 2022: বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার: দিলীপ

হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও অসন্তোষ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, "একজন বিচারপতি আইন মেনে সংবিধান মেনে যুদ্ধ ঘোষণা করেছেন । তাই বিচার ব্যবস্থাও আক্রান্ত । বিগত দিনে কৌশিক চন্দ্রকে কেন্দ্র করেও এই ধরনের ঘটনা ঘটেছিল ।" সাংবিধানিক স্তম্ভগুলো ভেঙে পড়েছে বলেই রাজ্যের আইনশৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে সওয়াল করেন বিরোধী দলনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.