কলকাতা, 6 এপ্রিল : বিশেষজ্ঞ কমিটি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয় বলেই তাদের কাজে স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ সরকারি সার্কুলারে মৃত্যুর কারণ অনুসন্ধান পদ্ধতি নির্দিষ্ট থাকলে বিশেষজ্ঞ কমিটির পক্ষে স্বাধীনভাবে কাজ করা অসম্ভব ৷ কোরোনাতে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে ৷ এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে আজ দাবি জানালেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷
আজ একটি টুইট করে সূর্যকান্ত মিশ্র রাজ্য সরকারের চিকিৎসা পদ্ধতির কড়া সমালোচনা করেন ৷ তাঁর অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে রাজ্য সরকার আক্রান্তের সংখ্যা কমিয়ে বিবৃতি দিচ্ছে ৷ মৃত্যুর সংখ্যা কমিয়ে দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ চিকিৎসকদের প্রভাবিত করা হচ্ছে মৃত্যুর শংসাপত্রে কোরোনা ভাইরাসের উল্লেখ না করতে ৷ তাহলে আর বিশেষজ্ঞ কমিটি গঠন করে কী লাভ রাজ্য সরকারের ৷
বামফ্রন্টের সময়কালে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ৷ তিনি জানান, যে পদ্ধতিতে বর্তমান রাজ্য সরকার কোরোনা ভাইরাস রুখতে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের কাজে নিযুক্ত করেছেন তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ৷ পার্সোনাল প্রটেক্টেড ইকুইপমেন্ট ছাড়া এবং সুরক্ষা ছাড়া চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের দিয়ে কোরোনা ভাইরাসের চিকিৎসা করানো সঠিক হচ্ছে না ৷ তাঁর কথায়, মানুষের মধ্যে সর্তকতা বাড়িয়ে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা প্রকাশ্যে আনা উচিত রাজ্য প্রশাসনের ৷ তাহলে মানুষ আরও বেশি সতর্ক হবে ৷
তিনি বলেন, মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর অর্থ মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া ৷ লকডাউন বজায় রাখতে আরও বেশি সজাগ থাকতে হবে শাসক দলের প্রতিনিধিদের ৷ পাশাপাশি ত্রাণ বণ্টনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও ফের মনে করিয়ে দেন তিনি ৷