কলকাতা, 16 অগস্ট: অসুস্থ সিপিএম-এর রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ বুকে ব্যথার কারণে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ বিষয়ে বুধবার সিপিএম-এর তরফে জানানো হয়েছে যে, "বুকে ব্যথার কারণে সূর্যকান্ত মিশ্রকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল । তবে চেকআপের জন্য তাঁকে আপাতত হাসপাতালেই থাকতে হবে ।"
আজ সকালে আচমকা বুকে ব্যাথা অনুভব করেন সূর্যকান্ত মিশ্র । তিনি নিজে একজন চিকিৎসক । তাই দেরি না করে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি । সিপিএম-এর তরফে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে । আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও ভয়ের কারণ নেই বলে হাসপাতাল সূত্রে খবর ।
আরও পড়ুন: বুদ্ধদেবের সঙ্গেই হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরল তাঁর সাদা অ্যাম্বাসাডর
দিন কয়েক আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 2021 সালে করোনাকালেও অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সে বারের মতো এ বারও চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
এ বার বুদ্ধবাবু অসুস্থ হলে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত লাগাতার আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে যাতায়াত করেন সূর্যকান্ত মিশ্র । প্রথমদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে ভেঙে পড়তে দেখা যায় সূর্যকান্ত মিশ্রকে । তিনি চিকিৎসক হওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বৈঠকেও তিনি উপস্থিত থাকতেন ৷ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফেরার কয়েকদিন পরই আচমকা সূর্যকান্ত মিশ্রের অসুস্থতায় আলিমুদ্দিন স্ট্রিটে কিছুটা চিন্তার ছাপ পড়েছে । তবে উদ্বেগের কিছু নেই বলেই আলিমুদ্দিনের একাধিক নেতা জানিয়েছেন ।