ETV Bharat / state

বিস্তৃতভাবে স্যানিটাইজ়েশনের দাবিতে মেয়রকে চিঠি সুজনের

author img

By

Published : Apr 18, 2020, 3:15 PM IST

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই অনেক এলাকায় স্যানিটাইজ়়েশনের কাজ শুরু করেছে রাজ্য সরকার । তবে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত । আরও বেশি এলাকায় জীবাণুমুক্তকরণের কাজ করা উচিত বলে মনে করছেন সুজন চক্রবর্তী ।

sujan
সুজন

কলকাতা, 18 এপ্রিল: কোরোনা মোকাবিলায় আরও কর্মসূচির সূচনা করা উচিত কলকাতা কর্পোরেশনের । স্যানিটাইজ়েশনের কাজ আরও বিস্তৃতভাবে করা উচিত বলে মনে করছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে তিনি মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দেন ।

লকডাউন উপেক্ষা করে মানুষ ভিড় করছে শিয়ালদহর বৃহত্তর বাজার কোলে মার্কেট, বৈঠকখানা বাজারসহ শহরের বেশ কিছু বাজার এলাকায় । যাদবপুর সংলগ্ন এলাকাতেও একাধিক বাজার বাদ পড়ছে না । সকালের দিকে বাজার করার জন্য মানুষের ভিড় হচ্ছে । বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন সুজন চক্রবর্তী । মেয়র ফিরহাদ হাকিমের কাছে তিনি আবেদন জানিয়েছেন, বাজারগুলি যথাযথভাবে জীবাণুমুক্ত করা হোক । সাম্প্রতিক কোরোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় স্যানিটাইজ়েশন সহ একাধিক সুরক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে । এই সুরক্ষা কর্মসূচি শহরের বিভিন্ন জনবহুল এলাকায় এবং বাজারগুলিতে আরও ছড়িয়ে দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সুজন । বিষয়টি নিয়ে মেয়রের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি ।

যাদবপুরসহ বিভিন্ন এলাকায় ছোটো-বড় বহু ধরনের ব্যবসা এবং অন্যান্য কাজে নিত্যদিন নানা ধরনের মানুষের আনাগোনা লেগেই থাকে । অনেকগুলি বাজারে ভিড়ও হচ্ছে নজরে পড়ার মতো । স্যানিটাইজ়েশনের কাজ ওই এলাকাগুলিতে খুবই ভালোভাবে করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য সুজনের । বিভিন্ন এলাকা স্যানিটাইজ়ড করতে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে । তবে অনেক এলাকায় ঘাটতি রয়ে যাচ্ছে বলে মনে করছেন সুজন । তাঁর মতে, শহরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় এখনও জীবাণুনাশক স্প্রে করা হয়নি ।

ঘনবসতিপূর্ণ এলাকায় অনেকগুলি হাসপাতাল, নার্সিংহোম থাকায় প্রতিদিনই নানান ধরনের মানুষের আসা-যাওয়া লেগে থাকছে । সংশ্লিষ্ট এলাকাগুলিতে হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও অনেক বেশি । কোরোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই একাধিকজনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে হটস্পট চিহ্নিত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আরও বেশি নজরবন্দী করে রাখতে হবে বলে মেয়রকে জানিয়েছেন সুজন চক্রবর্তী । বাজার, কলোনি এলাকা, হাসপাতাল সংলগ্ন বিস্তৃত এলাকাতে স্যানিটাইজ়েশনসহ বিভিন্ন প্রতিষেধক কর্মসূচি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার, তাঁর মতে । কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা না নিলে, শহরের মানুষের বিপদ আরও বাড়বে বলে মন্তব্য করেন সুজন চক্রবর্তী ।

কলকাতা, 18 এপ্রিল: কোরোনা মোকাবিলায় আরও কর্মসূচির সূচনা করা উচিত কলকাতা কর্পোরেশনের । স্যানিটাইজ়েশনের কাজ আরও বিস্তৃতভাবে করা উচিত বলে মনে করছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে তিনি মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দেন ।

লকডাউন উপেক্ষা করে মানুষ ভিড় করছে শিয়ালদহর বৃহত্তর বাজার কোলে মার্কেট, বৈঠকখানা বাজারসহ শহরের বেশ কিছু বাজার এলাকায় । যাদবপুর সংলগ্ন এলাকাতেও একাধিক বাজার বাদ পড়ছে না । সকালের দিকে বাজার করার জন্য মানুষের ভিড় হচ্ছে । বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন সুজন চক্রবর্তী । মেয়র ফিরহাদ হাকিমের কাছে তিনি আবেদন জানিয়েছেন, বাজারগুলি যথাযথভাবে জীবাণুমুক্ত করা হোক । সাম্প্রতিক কোরোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় স্যানিটাইজ়েশন সহ একাধিক সুরক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে । এই সুরক্ষা কর্মসূচি শহরের বিভিন্ন জনবহুল এলাকায় এবং বাজারগুলিতে আরও ছড়িয়ে দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সুজন । বিষয়টি নিয়ে মেয়রের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি ।

যাদবপুরসহ বিভিন্ন এলাকায় ছোটো-বড় বহু ধরনের ব্যবসা এবং অন্যান্য কাজে নিত্যদিন নানা ধরনের মানুষের আনাগোনা লেগেই থাকে । অনেকগুলি বাজারে ভিড়ও হচ্ছে নজরে পড়ার মতো । স্যানিটাইজ়েশনের কাজ ওই এলাকাগুলিতে খুবই ভালোভাবে করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য সুজনের । বিভিন্ন এলাকা স্যানিটাইজ়ড করতে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে । তবে অনেক এলাকায় ঘাটতি রয়ে যাচ্ছে বলে মনে করছেন সুজন । তাঁর মতে, শহরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় এখনও জীবাণুনাশক স্প্রে করা হয়নি ।

ঘনবসতিপূর্ণ এলাকায় অনেকগুলি হাসপাতাল, নার্সিংহোম থাকায় প্রতিদিনই নানান ধরনের মানুষের আসা-যাওয়া লেগে থাকছে । সংশ্লিষ্ট এলাকাগুলিতে হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও অনেক বেশি । কোরোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই একাধিকজনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে হটস্পট চিহ্নিত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আরও বেশি নজরবন্দী করে রাখতে হবে বলে মেয়রকে জানিয়েছেন সুজন চক্রবর্তী । বাজার, কলোনি এলাকা, হাসপাতাল সংলগ্ন বিস্তৃত এলাকাতে স্যানিটাইজ়েশনসহ বিভিন্ন প্রতিষেধক কর্মসূচি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার, তাঁর মতে । কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা না নিলে, শহরের মানুষের বিপদ আরও বাড়বে বলে মন্তব্য করেন সুজন চক্রবর্তী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.