ETV Bharat / state

Sujan Chakraborty: চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে: সুজন চক্রবর্তী - চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ হচ্ছে

চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের অমানবিক আচরণ নিয়ে সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী(Sujan Chakraborty)৷

Etv Bharat
সুজন চক্রবর্তী
author img

By

Published : Nov 16, 2022, 9:24 PM IST

কলকাতা, 16 নভেম্বর: চাকরির দাবিতে বুধবার ফের রাস্তায় নামেন টেট উত্তীর্ণরা । কালীঘাটের রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের । রবীন্দ্রসদন, ক্যামাক স্ট্রিটের কায়দায় এদিনও পুলিশ তাঁদের হটিয়ে দেয় । টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় । এই ঘটনায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন(Sujan Chakraborty Says that TET Agitators are Being Treated Like Criminals)। তাঁর কথায়, "পড়াশোনা জানা ছেলেমেয়েদের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে । পঙ্গপালের মতো পুলিশ ঘিরে ধরে শিক্ষিত ছেলে মেয়েগুলোর উপর অত্যাচার চালাচ্ছে ।"

দ্রুত নিয়োগের দাবিতে বুধবার কালীঘাটের রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের । তাঁদের অভিযোগ, তাঁরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ । অথচ, বছরের পর বছর নিয়োগ পাচ্ছেন না । এদিকে অযোগ্যরা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন । দু-একজনকে ইন্টারভিউতে ডাকা হলেও পরে ফল প্রকাশ করা হয়নি । এদিকে দীর্ঘদিন ঘরে বসে থেকে চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে । তারপরও ভ্রুক্ষেপ নেই সরকারের ৷ তাই, দ্রুত নিয়োগের দাবি জানাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা ।

চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের আচরণ প্রসঙ্গে সুজন চক্রবর্তীর মন্তব্য

এই প্রসঙ্গেই সুজন চক্রবর্তীর বক্তব্য(Sujan Chakraborty on TET Agitators), "পশ্চিমবঙ্গে যা তা কাণ্ড চলছে । পড়াশোনা জানা ছেলেমেয়েগুলো নিজেদের কথা বলতে পারবে না । নিজেদের হক, দাবি দাওয়ার কথা বললেই অমানুষের মতো আচরণ করা হচ্ছে । মানে যাকে বলে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে । তারা পরীক্ষা দিয়ে বছরের পর বছর বসে আছে । চাকরি দিচ্ছে না সরকার । চাকরিপ্রার্থীদের তালিকার সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই । যোগ্যরা আপত্তি করতে পারবে না । আপত্তি করলেই পুলিশ তাদের ধরে পেটাবে । আজকেও পিটিয়েছে । কী চলছে ? প্রতিবাদ করলেই পঙ্গপালের মতো ঘিরে ধরে পেটানো হচ্ছে ।"

আরও পড়ুন : গুন্ডারা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছে, অভিযোগ সুজনের

কলকাতা, 16 নভেম্বর: চাকরির দাবিতে বুধবার ফের রাস্তায় নামেন টেট উত্তীর্ণরা । কালীঘাটের রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের । রবীন্দ্রসদন, ক্যামাক স্ট্রিটের কায়দায় এদিনও পুলিশ তাঁদের হটিয়ে দেয় । টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় । এই ঘটনায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন(Sujan Chakraborty Says that TET Agitators are Being Treated Like Criminals)। তাঁর কথায়, "পড়াশোনা জানা ছেলেমেয়েদের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে । পঙ্গপালের মতো পুলিশ ঘিরে ধরে শিক্ষিত ছেলে মেয়েগুলোর উপর অত্যাচার চালাচ্ছে ।"

দ্রুত নিয়োগের দাবিতে বুধবার কালীঘাটের রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের । তাঁদের অভিযোগ, তাঁরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ । অথচ, বছরের পর বছর নিয়োগ পাচ্ছেন না । এদিকে অযোগ্যরা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন । দু-একজনকে ইন্টারভিউতে ডাকা হলেও পরে ফল প্রকাশ করা হয়নি । এদিকে দীর্ঘদিন ঘরে বসে থেকে চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে । তারপরও ভ্রুক্ষেপ নেই সরকারের ৷ তাই, দ্রুত নিয়োগের দাবি জানাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা ।

চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের আচরণ প্রসঙ্গে সুজন চক্রবর্তীর মন্তব্য

এই প্রসঙ্গেই সুজন চক্রবর্তীর বক্তব্য(Sujan Chakraborty on TET Agitators), "পশ্চিমবঙ্গে যা তা কাণ্ড চলছে । পড়াশোনা জানা ছেলেমেয়েগুলো নিজেদের কথা বলতে পারবে না । নিজেদের হক, দাবি দাওয়ার কথা বললেই অমানুষের মতো আচরণ করা হচ্ছে । মানে যাকে বলে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে । তারা পরীক্ষা দিয়ে বছরের পর বছর বসে আছে । চাকরি দিচ্ছে না সরকার । চাকরিপ্রার্থীদের তালিকার সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই । যোগ্যরা আপত্তি করতে পারবে না । আপত্তি করলেই পুলিশ তাদের ধরে পেটাবে । আজকেও পিটিয়েছে । কী চলছে ? প্রতিবাদ করলেই পঙ্গপালের মতো ঘিরে ধরে পেটানো হচ্ছে ।"

আরও পড়ুন : গুন্ডারা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছে, অভিযোগ সুজনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.